 
                                                                    
                            গ্লোয়িং ত্বক পেতে মসুর ডাল এবং আমন্ড এর ফেসপ্যাক
আমাদের দেশের বৈরি আবহাওয়া এবং ধুলাবালি সবটাই ত্বকের জন্য বিরূপ, কিন্তু প্রতিনিয়ত আমাদের বাহিরে বের হতেই হয়, তাই ত্বকের মধ্যে মধ্যে যে মলিনতা নিয়ে আসে তার জন্যে বাড়তি যত্ন নিতেই হয়, এই মলিন ত্বককে সজীব করে তোলার জন্যে এই ফেসপ্যাকটি ব্যবহার করে দেখতে পারেন,
এই প্যাকের জন্য লাগবে মসুর ডাল, আমন্ড, কপূর্র এবং গরুর কাচাঁ দুধ।
এই উপাদানগুলোর কার্যকারিতা কি?
মসুর ডাল- মসুর ডাল এ আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অকালে ত্বক বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে, এর মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার ত্বক কে সহজেই নারিশ করে এবং প্রয়োজনীয় আর্দ্রতার যোগান দেয় যা আপনার ত্বককে করে তুলবে আরো সফট। এছাড়াও মসুর ডাল ত্বকের ডার্ক স্পটগুলোকে কমাতেও সাহায্য করে।
আমন্ড- আমন্ডে থাকা ফ্যাটি এসিড এবং ভিটামিন ই ত্বককে নারিস করে আরো সফট করে।এছাড়াও আমন্ড ত্বকে উজ্জ্বল করে।
কাচাঁ দুধ- কাচাঁ দুধের আছে ল্যাক্টিক এসিড, ম্যালিক এসিড এবং ত্বকে ময়েশ্চারাইজ করার ক্ষমতা যা আপনার ত্বককে সফট করবে। নিয়মিত কাচাঁ দুধ ব্যবহার করলে আপনার ত্বকের ডার্ক স্পট দুর করবে আপনার ত্বক হবে আরো উজ্জ্বল।
কর্পূর- কর্পূর এর ব্যবহার আপনার ত্বকের র্যাশ কমাতে সাহায্য করে, এর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান যা আপনার ত্বকের কোন ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল উপসর্গ প্রতিরোধ করে। তবে এটি যেহেতু ত্বকের অয়েল কন্ট্রোল করে তাই, শুস্ক ত্বকের যারা তাদের প্যাকে কর্পূর ব্যবহার না করাই ভালো।
কিভাবে প্যাক তৈরি করবেন-
২/৩ টেবিল চামচ মসুর ডাল এবং ২/৩ টি আমন্ড ভালোভাবে ধুয়ে নিয়ে, ২ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখুন, এরপর শিলপাটায় বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেষ্ট তৈরি করে নিন, এর সাথে ৩/৪ চিমটি কর্পূর এর গুড়া মিশিয়ে নিন। এবার এর সাথে প্রয়োজন মতো কাচাঁ দুধ মিশিয়ে নিন, দুধ এমন ভাবে মিশাবেন যতটুকু মিশালে আপনি সহজেই আপনার ত্বকে লাগাতে পারবেন।
কিভাবে প্যাক ব্যবহার করবেন-
স্টেপ ১- আপনার ত্বক ভাবে ধুয়ে পরিস্কার করে নিন এবং মুছে নিন।
স্টেপ ২- ফেসপ্যাকটি আপনার মুখে এবং গলায় ভালোমতো লাগিয়ে নিন, শুকিয়ে যাওয়ার জন্যা ২০ মিনিট অপেক্ষা করুন ।
স্টেপ ৩- ২০ মিনিট পর শুকিয়ে গেলে, পানি দিয়ে ধুয়ে নিন। মুখ মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগ দুর হবে, ত্বক কোমল হবে। সর্বোপরি আপনি প্রতিবার প্যাক ব্যবহার করার পর আপনার ত্বকের কোমলতা এবং উজ্জ্বলতা আপনি নিজেই অনুভব করতে পারবেন।
সতর্কতা-
১. প্রথমবার এই প্যাক ব্যবহারের পূর্বে, প্যাকে ব্যবহৃত উপাদানগুলো আপনার ত্বকে সহ্য হয় কিনা জানার জন্য মুখে লাগানোর আগে আপনার হাতের ভিতরের দিকে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে নিন, এরপর ৪৫ মিনিট অপেক্ষা করে দেখুন কোনরকম জ্বালাপোড়া বা অস্বস্তি হয় কিনা, কোন সমস্যা না হলে নিয়মিত ব্যবহার করুন।
২. এই প্যাকে ব্যবহৃত কোন উপাদানে যদি আপনার অ্যালার্জি সমস্যা আগে থেকেই জানা থাকে তাহলে তা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৩. কার্যকর রেজাল্ট পেতে সপ্তাহে দুবার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।
ছবিঃ সংগৃহীত
 
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                        
                         
                        
                         
                        
                         
                        
                        