আর্গান অয়েল দিয়ে রূপচর্চা
আর্গান ফল মরক্কোর আর্গান ফরেস্টে জন্মায়। শতাব্দী ধরে আর্গান ফল অনেক হেলথ এবং বিউটি বেনিফিটের জন্য পরিচিত। স্থানীয়রা আর্গান ফল চেপে আর্গান তেল বের করে সেটা খাবার সাপ্লিমেন্ট, ত্বক এবং চুলের জন্য বহুভাবে ব্যবহার করে থাকে।
আর্গান অয়েলে আছে ভিটামিন এ এবং ই, অ্যান্টি অক্সিডেন্ট, ওমেগা-৬ ফ্যাটি এসিড, লাইনোলিক এসিড। যার অর্থ হলো এটি ত্বক এবং চুলের পুষ্টির জন্যে দারুন একটি উৎস। এই এসেনশিয়াল অয়েলটি ত্বক ময়েশ্চারাইজ করে, ত্বকের নতুন সেল প্রোডাকশন বাড়ায়।
এই অয়েলটি সহজেই ত্বক শুষে নেয়, এটি ফাইন লাইন এবং রিংকেল কমায়। ত্বক পরিস্কার করে কয়েক ফোটাঁ আর্গান অয়েল সার্কুলার মোশনে মুখে লাগান, এটা আপনার ত্বকে ময়েশ্চারাইজার যোগাবে।
১. এক্সফ্লোয়িটর হিসেবে ব্যবহার-
আর্গান অয়েলের সাথে ব্রাউন সুগার মিলিয়ে দারুন একটি এক্সফ্লোয়িটের ঘরেই আপনি তৈরি করে নিতে পারবেন। এই দুটি উপাদান মিলিয়ে সার্কুলার মোশনে ২-৪ মিনিট ম্যাসেজ করুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. অ্যাকনে কমাতে-
আর্গান অয়েল ত্বকের সিবাম কমায়, যা তেল হিসেবে আপনার ত্বক প্রডিউস করে। ত্বকে সীবাম গুরুত্বপূর্ন, কারন এটি ওয়াটারপ্রুফ এবং লুব্রিকেন্টের মতো ত্বকে থাকে। এই সীবাম খুব বেশি পরিমানে তৈরি হলে অ্যাকনে, ব্ল্যাক হেডস বাড়ায় এবং লোমকূপ বড় করে তোলে।
৩. রেজর বাম্প এবং জ্বলুনি কমায়-
শেভ করার পর মুখে, পায়ে অথবা বিকিনি লাইনের ত্বকে যে ফুসকুড়ি হয় বা জ্বলুনি হয়, সেখানে কয়েক ফোটাঁ আর্গান অয়েল লাগান দেখবেন কত আরাম পাচ্ছেন।
৪. স্ট্রেচ মার্কস কমায়-
এই পাওয়ারফুল তেলটি ত্বকের ইলাস্ট্রিসিটি বাড়ায়, ত্বকের স্ট্রেচ মার্ক কমাতে যা সবচেয়ে জরুরী। ত্বকে আর্গান অয়েল এবং ব্রাউন সুগার মিলিয়ে ম্যাসেজ করুন, ত্বকের স্ট্রেচ মার্কস দূর হবে।
চুলের যত্নে আর্গান অয়েল-
আর্গান অয়েল অনেক জনপ্রিয় কিন্তু ব্যয়বহুল একটি হেয়ার প্রোডাক্ট। এই তেলটি নন-গ্রেসি কন্ডিশনার যা ত্বকের ফ্রিজি ভাব দূর করে। আপনার নিত্য ব্যবহারের শ্যাম্পুতে অথবা কন্ডিশনারে কয়েক ফোটাঁ আর্গান অয়েল মিশিয়ে নিন, আপনি আর্গান অয়েল দিয়ে চুলের যত্ন করতে পারবেন।
আর্গান অয়েল খুব কার্যকরী এবং ব্যয়বহুল একটি এসেনশিয়াল অয়েল। তাই এক বোতল আর্গান অয়েল আপনার ঘরে রাখুন এবং আপনার বিউটি রুটিনে প্রতিদিন ব্যবহার করুন।
লেখা সর্ম্পকে আপনার মতামত জানাতে, লগ ইন করে কমেন্টস করুন।
ছবিঃ সংগৃহীত