বিউটি টিপস - ১

বিউটি টিপস - ১

বিউটি প্রোডাক্ট অথবা মেকআপ নিয়ে কিছু সহজ টিপস জানাতে চাই, যদি আপনাদের কাজে লাগে।

 

১. অনেক বেশী ডার্ক কালারের নেইল পলিশ ব্যবহার করার কারনে নখ কিছুটা হলুদ হয়ে যায়, আপনি যদি আবার সাদা করতে চান, তুলার বল কিছুটা লেবুর রসে ভিজিয়ে রাখুন তারপর সেই তুলার বল দিয়ে নখ ঢেকে রাখুন ১০-১৫ মিনিট। পরিবর্তন দেখতে পাবেন।

২. মাশকারা ঘন হয়ে গেছে? কয়েক ফোটা আই ড্রপ মাশকারার কন্টেনারে যোগ করুন, তারপর কিছুটা ঝাঁকিয়ে নিন, দেখবেন আবার আগের মতো হয়ে গেছে। চাইলে কন্টাক্ট লেন্সের ফ্লুইড ও ব্যবহার করতে পারেন, তবে ব্যবহারের আগে ফ্লুইডে এক্সপায়ারি ডেট দেখে নিবেন।

৩. হেয়ার স্ট্রেইটনার অথবা হেয়ার কার্লার পরিস্কার করতে চান? হাইড্রোজেন পারঅক্সাইড এবং বেকিং সোডা একসাথে মিশিয়ে নিন, সফট টিস্যু দিয়ে এই মিক্সার লাগিয়ে নিন, তারপর শুকনো আরেকটি টিস্যু দিয়ে মুছে নিন।

৪. আপনার লিপস্টিক ম্যাট করতে চান? লিপস্টিক লাগানোর পর, লিপস্টিক শেড এর কাছাকাছি শেড এর ব্লাশার থেকে আঙুল দিয়ে কিছুটা ঠোঁটে লাগান। লিপস্টিক ম্যাট ফিনিস।

৫. হাতে পায়ের লোম দূর করতে শেভিং এর সময় শেভিং ফোমের বদলে বেবি অয়েল ব্যবহার করুন, এই দারুন ট্রিকটি আপনার ত্বকে শেভিং পরবর্তী জ্বালাপোড়া থেকে বাচাঁবে।

৬. ঠোঁটে লিপস্টিক লাগানোর পর, হাতের আঙুল চুষুন কিছুটা সময়। এতে বাড়তি লিপস্টিক আপনার আঙুলে চলে আসবে। এবার কোন হাইলাইটার লাগিয়ে নিন আপনার ঠোঁটে, আপনার লিপস্টিক দীর্ঘ সময় লাস্টিং করবে।

 

ছবিঃ সংগৃহীত