ড্রেসিং রুলস যা সবার জানা থাকা উচিত

ড্রেসিং রুলস যা সবার জানা থাকা উচিত

পোশাক আমাদের ইমেজের গুরুত্বপূর্ন একটি অংশ। আপনার পোশাক নিজের সম্পর্কে জানান দেয়, পোশাকের পাশাপাশি পোশাক কিভাবে পড়ছেন, কোন অ্যাকসেসরিজ ব্যবহার করছেন সেগুলোও গুরুত্বপূর্ন।আজ সে সর্ম্পকে কিছু টিপস জেনে নিন।

১. আপনার টাই আপনার কোমর ক্রশ করে অল্প একটু নিচে থাকবে, কোমরে থেকে উচুঁতে থাকবে না আবার কোমর থেকে খুব বেশী নিচেও নামবে না।

২. নারীদের অফিসে পোশাকের গলার কাট কলার বোন থেকে ৪ ইঞ্চির বেশী না হওয়াই বাঞ্ছনীয়।

৩. শার্ট ইন করলে, অবশ্যই বেল্ট পড়া উচিত।

৪. আপনার বেল্ট এবং জুতা একই কালারের হওয়া উচিত।

৫. নতুন কাপড় পরার আগে তার ট্যাগটি খুলে নিন।

৬. ছেলেদের পায়ের মোজা এমন লম্বা হওয়া উচিত, যেন বসে থাকলে উন্মুক্ত পায়ের অংশ বেড়িয়ে না আসে।

৭. কানে, গলায়, হাতে, আঙুলে সব গহনা একসাথে পড়লে জবরজং মনে হবে, গলায় পড়লে কানে না পড়ে হাতে ব্রেসলেট পরুন, আবার কানে পরলে গলায় কিছু না পড়ে, আঙুলে আংটি পড়ুন।

 

ছবিঃ সংগৃহীত