বয়সের ছাপ লুকাতে যেভাবে কনসিলার ব্যবহার করতে পারেন

বয়সের ছাপ লুকাতে যেভাবে কনসিলার ব্যবহার করতে পারেন

সময়ের সাথে সাথে বয়সের ছাপ আরো বেশী প্রকট হতে থাকে। অন্যান্য সাধারন দিনগুলোতে সেটা নিয়ে বেশী ভাবতে হয় না, তবে কোন অনুষ্ঠানের যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় এই সমস্যাকেই নিজের কাছে বেশ বড় মনে হয়। আপনি খুব সহজেই কনসিলার ব্যবহার করে বয়সের ছাপ লুকিয়ে ফেলতে পারেন। নিচের এই কনসিলার ট্রিকসগুলো ব্যবহার করে আপনি নিজেকে ১০ বছর পর্যন্ত কমিয়ে দেখাতে পারেন।

১. কনট্যুর করাটা বেশ কষ্টসাধ্য মনে হলেও, ত্বকে স্মুথ এবং সতেজ ফিনিশিং পেতে বেশ কার্যকর। হালকা ফাউন্ডেশন লাগান, তারপর আপনার স্কিন টোনের চেয়ে এক শেড লাইট কনসিলার লাগিয়ে নিন। তারপর ডার্ক কনসিলার দিয়ে ফেস ডিফাইন করুন।

২. চোখের চারপাশে কনসিলার লাগালে ফাইন লাইন এবং ক্রো ফিট আড়াল করতে পারেন। সবকিছু শেপ অনুযায়ী রাখতে এবং রিংকেল ফ্রি দেখাতে ভ্রুর নিচে এবং চোখের নিচে কনসিলার লাগান।

৩. কনসিলার দিয়ে নাকে হাইলাইট করলে, নাক দেখতে ছোট মনে হবে। নাককে স্লিম দেখাতে, লাইট শেডের কনসিলার নাকের ওপরের মিডল এবং নাকের আগায় লাগান, তারপর দুপাশে ডার্ক শেড কনসিলার লাগান।

৪. আপনার ঠোঁটের শেপ আউট করতেও কনসিলার ব্যবহার করতে পারেন। ঠোটেঁ লিপস্টিক লাগানোর আগে কনসিলার দিয়ে ঠোঁটে লাইন একে নিন। এতে মুখের পাশের ফাইন লাইন এবং বাড়তি রেখাগুলোকে হাইড করতে পারবেন খুব সহজেই।

 

ছবি-সংগৃহীত