 
                                                                    
                            বৃষ্টির দিনের সাজ-২
বাড়ি থেকে সেজেগুঁজে বেরোলেন। হঠাৎ বৃষ্টিতে কষ্ট করে মেকআপ নষ্ট হয়ে গেল! অবশ্যই তা মোটেই কারও জন্য সুখকর নয়। মেকআপ দীর্ঘস্থায়ী করার কৌশল জানলেই মুশকিলে আসান।
বাদলা দিনের মেকআপ সম্পর্কে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম বলেন, ‘এ সময়ে বাতাসের আর্দ্রতা থাকে বেশি। ফলে ঘাম হয়। মেকআপ নষ্ট যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই বর্ষার মেকআপে থাকতে হয় যত্ন। জমকালো মেকআপে ওয়াটারবেজ ফাউন্ডেশন লাগাতে পারেন। তবে বর্ষায় কসমেটিকস বেছে নেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন।’
তবে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া যাক বর্ষার মেকআপের কলাকৌশল। মেকআপের শুরুতেই দেখে নিন আপনার ত্বকে কোনো দাগ ছোপ আছে কি না! এ ধরনের সমস্যা ঢাকতে কনসিলার ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে নিয়ম হলো— কটন বাডের মুখে সামান্য কনসিলার নিয়ে দাগের ওপর লাগান, এতে আঙুলের ছাপ পড়বে না। চোখের নিচের সমস্যা হলে কনসিলার লাগানোর পর উপরে সামান্য আই ক্রিম লাগাতে পারেন। এরপর মুখে ও গলায় ভালো করে সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন। বাদলা দিনে ওয়াটার বেজড ফাউন্ডেশন আদর্শ। মুখে, কপালে, নাকে ও থুতনিতে ফাউন্ডেশন ফোঁটা ফোঁটা করে লাগিয়ে নিন। তারপর ভিজে স্পাঞ্জ দিয়ে ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করে নিন। ঘাড়েও ফাউন্ডেশন লাগান। তাড়াহুড়ো করবেন না। একটু সময় নিয়ে যত্ন করে ব্লেন্ড করুন। তবে যাই করুন না কেন, মেকআপ যেন ন্যাচারাল হয়। ফাউন্ডেশন লাগানোর সময় নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে লাগাবেন। এতে ন্যাচারাল লুক বজায় থাকবে। কিছুক্ষণ পর কমপ্যাক্ট পাউডার লাগান। সবশেষে অতিরিক্ত পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন।
মুখের মেকআপ তো দিলেন। এবার আসি চোখের মেকআপে। চোখের মেকআপ নিয়ে ফারনাজ আলম বলেন, ‘এ সময় চোখের মেকআপের কাজল, মাশকারা ও আইলাইনার অবশ্যই পানিরোধক হতে হবে। এ সময়ের জন্য জেল কাজল বেশি ভালো। চোখের নিচের অংশে কাজল আর ওপরের অংশে আইলাইনার ভালো দেখাবে। আইশ্যাডোর ব্যবহারের আগে মনে রাখতে হবে সেটি যেন ক্রিম আইশ্যাডো হয়। পাউডার বা তরল আইশ্যাডো ব্যবহার করা উচিত নয়। তাতে বৃষ্টিতে ভিজে সমস্ত সাজই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।’
এবার ঠোঁটের পালা। কেননা, ঠোঁট সুন্দর করে আঁকতে পারলে আপনার সৌন্দর্য এক অন্য মাত্রা পাবে। এ ক্ষেত্রে নিউট্রাল লিপলাইনার ব্যবহার করতে পারেন। খেয়াল রাখুন যেন লিপ লাইনার বেশি বোঝা না যায়। তারপর আউটলাইনে যে রং ব্যবহার করবেন, তার থেকে এক শেড হালকা লিপস্টিক লাগিয়ে নিন। এ সময় ম্যাট লিপস্টিক হলে ঠোঁটের সাজটা পূর্ণতা পাবে। দীর্ঘক্ষণ ভালো থাকবে। ব্যাস, মেকআপ কমপ্লিট। রাতের পার্টিতে চাইলে হালকা করে ব্লাশ-অন লাগাতে পারেন। বর্ষাকালে পাউডার ব্লাশ-অন এড়িয়ে চলুন। ক্রিম বেসড ব্লাশ-অন লাগান। দেখতে ভালো লাগবে।
সবশেষে এক্সেসরিজ ও গহনা জড়িয়ে নিন। পোশাক আর সাজের সঙ্গে মিলিয়ে এক্সেসরিজ ও গহনা বেছে নিন এবং পারফিউম লাগাতে ভুলবেন না।
টিপস-
♦ বর্ষায় চ্যাটচ্যাটে আবহাওয়ায় ত্বকে ধুলোময়লা বেশি জমে থাকে। সাধারণ ফেসওয়াশের বদলে একটু স্ক্রাবিং ফেসওয়াশ ব্যবহার করলে ভালো হয়। সপ্তাহে দুই দিন ডিপ ক্লেনজিং অবশ্যই করবেন।
♦ মেঘলা দিনে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন পড়ে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সানস্ক্রিন সারা বছর লাগানো উচিত। তবে বর্ষায় ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করুন।
♦ কসমেটিকস যা-ই ব্যবহার করবেন, সবই যেন ওয়াটারপ্রুফ হয়। খুব বেশি কভারেজ দেওয়া ফাউন্ডেশন বর্ষায় ব্যবহার না করাই ভালো। তার চেয়ে ভালো কোনো বিবি ক্রিম ব্যবহার করতে পারেন।
♦ রঙিন মেকআপ এক্সপেরিমেন্ট করার এটাই সেরা সময়। ন্যুড রঙের বদলে একটু উজ্জ্বল রং বেছে নিন। হলুদ, নীল, সবুজ, বেগুনির মতো রং আইশ্যাডো প্যালেটে থাকতেই পারে। একটু গ্লিটারি ফর্মুলার আইশ্যাডোও ভালো মানিয়ে যাবে।
♦ বৃষ্টির মধ্যে চুল খুলে রাখবেন না। বর্ষায় এমনিই চুল পড়ার সমস্যা বেড়ে যায়। রোজ বৃষ্টির জলে ভিজলে চুলের ক্ষতি হবে। তাই পরিপাটি করে চুল বেঁধে নিন। অনেক ধরনের বিনুনি ট্রাই করতে পারেন।
♦ কিউ টিপ, কাজল বা আইলাইনার কোনো কারণে স্মাজ হয়ে গেলে কিউ টিপের সাহায্যে সেটা ঠিক করা অনেক বেশি সুবিধার।
♦ ফেস মিস্ট স্প্রে দিয়ে মাঝে মাঝে স্প্রে করলে মুখটা ফ্রেশ লাগবে।
♦ মুখের কোনো অংশের মেকআপ খারাপ হয়ে গেলে মেকআপ রিমুভাল খুব কাজে দেবে।
♦ ধরনের প্রসাধনীই ব্যবহার করুন, ঘুমানোর আগে ভালোভাবে তুলে ফেলতে হবে।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন
ছবিঃ সংগৃহীত
 
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                        
                         
                        
                         
                        
                         
                        
                        