কুর্তির সাথে কি পরবেন ?

কুর্তির সাথে কি পরবেন ?

কুর্তি এখন বেশ জনপ্রিয়, একটি কুর্তির সাথে ভিন্ন ভিন্ন ধরনের বটম পার্ট বদলানোর মাধ্যমে এক কুর্তির বহুরূপ আপনি দেখাতে পারেন। ভাবছেন কিভাবে?

১. লেগিংস-

লেগিংস এখন বিভিন্ন লেংথ এবং ডিজাইনোর কুর্তির বটম হিসেব খুব কমন। ভালো মানের লেগিংস শরীরের ত্বকের মতোই সেটে থাকে আর বেশ আরামদায়কও। এখন প্রিন্টেড লেগিংস, নিচে নেটের লাইলিং লেগিংস আর শিয়ার লেগিংসও বেশ চলছে। এই গরমে আপনি লেগিংসের বৈচিত্র্যময় কালেকশন থেকে আপনার পছন্দেরটি নিয়ে নিন।

২. পালাজ্জো-

পালাজ্জো এখন ট্রেন্ডি।পালাজ্জোর স্টাইল এবং কাটিংয়ের কারনে গরমে এটি বেশী জনপ্রিয়। আপনি লং কুর্তির সাথে পালাজ্জো পরে এথনিক একটা লুক বেছে নিতে পারেন।আপনি চাইলে পালাজ্জোর নিচের প্রিন্টেড বর্ডার দেয়া থেকে, পালাজ্জোর সাইডে প্রিন্টেড প্রকৃতি থেকে সিম্লল লুকের জন্য বেছে নিতে পারেন।

৩. স্কার্ট-

স্কার্টেও বেশ আরামদায়ক এবং স্টাইলিশ কুর্তির সাথে। বেশি ঘের দেয়া স্কার্টের সাথে শর্ট কুর্তি বা স্ট্রেইট কাট কুর্তি বেছে নিতে পারেন।

৪. সিগারেট প্যান্ট-

সিগারেট প্যান্ট এর লেংথ থাকে পায়ের অ্যাঙ্কলের ঠিক উপরে। এই প্যান্ট আপনাকে একই সাথে স্টাইলিশ এবং ফর্মাল একটি লুক পেতে সাহায্য করবে। সিগারেট প্যান্টের সাথে আপনি স্ট্রেইট কুর্তি, কাফতান অথবা টেইল কাট কুর্তিও পরতে পারেন।

৫. জেগিংস অথবা জিন্স-

কলেজ গোয়িং মেয়েদের কাছে কুর্তির সাথে জেগিংস অথবা জিন্স বেশ জনপ্রিয়। স্কিনি জিন্স শর্ট টিউনিক, হাটু লেংথ কুর্তি এবং হিপ লেংথ কুর্তির সাথে বেশ মানানসই। তবে আপনার যদি এই গরমে ডেনিম ভালো না লাগে তাহলে আরামদায়ক জেগিংস বেছে নিতে পারেন।

৬.পাতিয়ালা-

পাতিয়ালা সব ধরনের কুর্তির সাথে মানিয়ে যায়, এগুলো ভিন্নধর্মী প্রিন্ট এবং শেডে পাওয়া যায়।আপনি চাইলে শিফন বা কটন থেকে বেছে নিতে পারেন।পাতিয়ালা অনেক বেশী কুচিঁ দিয়ে তৈরি হয় আপনি যদি খুব বেশী কুচিঁ দেয়া পাতিয়ালা পছন্দ না করেন তাহলে সেমি-পাতিয়ালা বেছে নিতে পারেন।

৭. ক্লুটো-

যদি ভিন্নধর্মী কিছু ট্রাই করতে চান তাহলে ক্লুটোর সাথে শর্ট লেংথ কুর্তি বেছে নিন।

 

ছবি- সংগৃহীত