রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে শীতের সবজি খান

রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে শীতের সবজি খান

দিন দিন উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বেড়ে চলেছে শুধু প্রাক্তবয়স্করা এই সমস্যায় ভুগছে না অল্প বয়স্করাও এই রোগে ভুগছে ২০ এবং ৩০ বছর বয়সী মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা ক্রমবর্ধমান সঠিক যত্ন মনোযোগের অভাবে, উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের ফলে সংকোচিত ধমনী, সীমিত রক্ত ​​প্রবাহ এবং স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে

জীবনযাপন পদ্ধতি, সঠিক খাদ্যাভাসের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব

যা খাবেন,

রসুন-

বিশ্বজুড়ে অনেক ধরনের খাদ্য তৈরিতে একটি বিশেষ উপাদান হচ্ছে রসুন, এই প্রাকৃতিক ওষুধ রসুন আমাদের শরীরের কলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

 

মাছ, মাংস, সবজি-

মাছ মুরগির মাংস খেলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু লাল মাংস বিশেষ করে গরুর মাংস খেলে রক্তচাপ আরও খারাপ অবস্থায় চলে যায়। সবজি এবং মাছ আমাদের শরীরের জন্য উপকারি। প্রতিদিনের খাবারে প্রচুর সবজি এবং মাছ রাখুন।

 

শীতকালে প্রচুর পরিমাণ শাকসবজি পাওয়া যায়, শীতকালের যে সবজিগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে আপনাকে সাহায্য করবে-

 

বিট-

বিটমূলের অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তচাপ এবং কলেস্টেরলের মাত্রা কমায় এবং ভিটামিন বি স্নায়ুর কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে যে বিটমূল নাইট্রিক অক্সাইড নামে একটি গ্যাস উৎপন্ন করে এই গ্যাসটি রক্ত ভেসেলগুলি শিথিল এবং প্রসারিত করতে সহায়তা করে, যা রক্ত প্রবাহকে আরও উন্নত করে এবং সাময়িকভাবে রক্তচাপ কমায়

 

মুলা-

মুলাতে আছে প্রচুর পটাশিয়াম, যা রক্তচাপ পরিচালনা করতে সাহায্য করে সালাদে মূলা ব্যবহার করতে পারেন বা স্যুপে মুলা মেশাতে পারেন

 

গাজর-

গাজর পটাশিয়ামে ভরপুর পটাসিয়াম আপনার রক্তবাহী শিরা ধমনীর চাপ কমায় এটি সোডিয়ামের খারাপ প্রভাব কমায় গাজর এথেরোস্ক্লেরোসিস এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে আপনার খাদ্যে প্রতিদিন গাজর অন্তর্ভুক্ত করতে পারেন

 

মেথি পাতা-

মেথি পাতা এবং মেথি বীজ দু'টিতেই আছে প্রচুর পরিমাণের ফাইবার যা কোলেস্টেরল কমাতে সহায়তা করে, বিশেষ করে এলডিএল ফাইবারে ভরপুর এই খাবার রক্তচাপের মাত্রা ঠিক রাখে মেথি পাতা এবং বীজে সোডিয়ামের মাত্রা খুব কম

 

পালং শাক-

পটাশিয়াম এবং লুটেইন সমৃদ্ধ হলো পালং শাক লুটেইন ধমনীর দেয়ালের ঘন হয়ে যাওয়াকে বাধা দেয় এবং হৃদরোগের ঝুঁকি কমায় এই শাকে ফলেট এবং ম্যাগনেসিয়ামও প্রচুর যা রক্তচাপের মাত্রা নিশ্চিত করে পালং শাকে ক্যালোরি অত্যন্ত কম থাকে

 

এছাড়া বেশি লবণ বা সোডিয়ামযুক্ত খাবার বেশিরভাগ মানুষেরই রক্তচাপ বাড়িয়ে দেয় তাই যত কম লবণ বা সোডিয়াম খাবেন, তত সহজ হবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করা

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত