 
                                                                    
                            আপনার ভালবাসার মানুষটি আপনার থেকে কেন দূরে ?
ভালবাসার সম্পর্ক বেশ সহজ আবার বেশ জটিল, এখানে আবেগ যেমন আছে তেমনি অনিশ্চয়তাও থাকে প্রতি মূহুর্তে, আপনি যখন ভাবছেন আপনি আপনার সঙ্গীর পুরোটাই বুঝতে পারছেন, বাস্তবতা হলো, আপনার কোন আইডিয়াই নেই পরবর্তীতে কি হতে যাচ্ছে। কোন মুহুর্তে আপনার মনে হচ্ছে, সবকিছুই চমৎকার চলছে কোন সমস্যাই নেই, কিন্তু পরক্ষনেই আপনি নিজেকে এক শীতল পৃথিবীতে অনুভব করছেন। এটা শুধু আপনার বেলাতেই হচ্ছে না, সবার ক্ষেত্রেই সঙ্গীকে বুঝতে পারা সবসময় কঠিন ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে।
অনেক কারনই আছে যেগুলো আপনাকে কিছুটা ধারনা দিতে পারবে, কেন যে মানুষটি আপনাকে অনেক ভালবাসে সে হঠাৎ করেই আপনার সাথে শীতল আচরণ করছে এবং আপনার প্রতি বিরূপ হয়ে উঠছে।কিন্তু কেন করছে আপনি বুঝতে পারছেন না। জানতে চান তার এমন আচরনের কারন কি?
দেখুন কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারেঃ
১. তার মনে হচ্ছে আপনি তাকে বোকা বানানোর চেষ্টা করছেন-
সে আপনাকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে আপনি তার সাথে কেন আছেন এবং সে সম্পর্কের মাঝে কোন গেম দেখতে চায় না। সে আপনাকে ভালোবাসে, কিন্তু সে নিজেকেও ভালবাসে এবং সে চাইবে না আপনি তাকে নিয়ে সিরিয়াস না হয়ে গেম খেলেন। যদি সে বুঝতে পারে, আপনি তার অনুভূতিগুলো কে ব্যবহার করে শুধুমাত্র গেম খেলে যাচ্ছেন, সে আপনার সাথে দূরে সরে যাবে। হয়তো চিরদিনের মতোই যাবে, অথবা অপেক্ষা করবে আপনার বদলে যাওয়ার জন্য।
২. সে মনে করে না আপনি সত্যিকার অর্থেই তার প্রতি আগ্রহী-
যদি তার সন্দেহ হয় আপনি তার প্রতি আগ্রহী নন, সেও আপনার প্রতি উষ্ন আচরন করবে না। এক্ষেত্রে যদি সত্যিকার অর্থেই আপনি পরিস্থিতির উত্তরন ঘটাতে চান, আপনাকে চেষ্টা করতে হবে বিভিন্ন ভাবে তাকে বুঝানো যে আপনি তার প্রতি কতটা আগ্রহী।
৩. সে নিশ্চিত না আপনার প্রতি তার অনুভূতির ধরণ সম্পর্কে-
সে আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু সে ভালোবাসার ধরন সম্পর্কে সে নিশ্চিত না থাকলে তার আচরণে ভিন্নতা আসতে পারে। সে হয়তো আপনার সাথে শীতল আচরণ করে, আপনার থেকে দূরে যেয়ে অনুভব করতে চায়, সে আসলে আপনাকে কতটা ভালোবাসে। যদিও এখানটাতে আপনার দোষ নেই, কারন সে আসলে নিজেকে বুঝতে চাওয়ার জন্যই আপনার থেকে দূরে আছে।
৪. আপনি শূন্যতা অনুভব করেন কি না-
এটা ভালবাসার ক্ষেত্রে অত্যন্ত পুরনো একটি স্ট্র্যাটেজি। এক্ষেত্রে সে দেখতে চায়, আপনার থেকে দূরে থাকলে আপনি তার শূন্যতা অনুভব করেন কি না, যদি আপনি তার অভাব অনুভব করেন, তাকে অতিসত্ত্বর বুঝানোর চেষ্টা করুন, আপনার তাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। আপনি যদি আবার অপেক্ষা করেন, সে নিজে নিজে ফিরবে সেটা ভুল ও হতে পারে। কারন চোখের আড়াল অনেক সময় মনেরও আড়াল করে দেয়, তাই ঝুকিঁ নেয়া থেকে বিরত থাকুন।
৫. একই বিষয় নিয়ে বলতে বলতে সে ক্লান্ত-
আপনাকে হয়তো কোন বিষয় সে বার বার বলেছে, কিন্তু আপনি তা গুরুত্ব দেননি, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন, কারন আপনি জানেন আপনার সঙ্গী এমনটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে।হতে পারে আপনি ভুল ভেবেছিলেন, সে একই বিষয় নিয়ে আপনাকে বলতে বলতে ক্লান্ত। এবার তাই হয়তো সে খুব কঠিন ভাবে আপনাকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সম্প্রতি এমন কোন বিষয় নিয়ে তার সাথে কোন তর্ক হয়ে থাকলে, এবং তার কথায় যদি যুক্তি থেকে থাকে তাহলে তার কথার গুরুত্ব বোঝার চেষ্টা করুন।
Image: Collected
 
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                        
                         
                        
                         
                        
                         
                        
                        