 
                                                                    
                            অলিভ অয়েলের কার্যকরী ৭টি ব্যবহার
অলিভ অয়েল তেল ত্বক এবং চুলের যত্নে দারুন কার্যকরী একটি উপাদান, অলিভ অয়েল এমন একটি তেল যার রয়েছে অনেক গুন। ত্বক ও চুলের যত্ন নেয়ার পাশাপাশি আপনার দৈনন্দিন কিছু কাজেও অলিভ অয়েল আপনাকে কিছু সুবিধা দিতে পারে, কিভাবে সেটা জানতে চান ?
অলিভ অয়েল আপনাকে কি কি সুবিধা দিতে পারেঃ
১. ফার্নিচারের পলিশ হিসেবে-
লেবুর রসের সাথে কিছুটা অলিভ অয়েল মিশিয়ে নিয়ে একটা নরম কাপড়ের সাহায্যে কাঠের ফার্নিচারগুলো ঘসে নিন দেখবেন কেমন পলিশড দেখাচ্ছে।
২. শরীর থেকে পেইন্ট রিম্যুভ করতে-
আপনার ফার্নিচার অথবা বাড়ী রং করাতে যেয়ে যদি আপনার শরীরের কোন অংশে পেইন্ট লেগে যায়, তাহলে কিছুটা অলিভ অয়েল ওই অংশে লাগিয়ে নিন, কয়েক মিনিট রাখুন তারপর সাবান এবং পানির সাহায্যে ধুয়ে নিন, দেখবেন কত সহজে পেইন্ট উঠে গেছে আর আপনার ত্বকও ক্ষতিগ্রস্ত হয়নি।
৩. বিরক্তিকর শব্দ কমাতে-
দরজা খোলা/বন্ধ করার সময় বিরক্তিকর ক্যাচ ক্যাচ শব্দ কমাতে চাইলে, হাতের কাছে লুব্রিকেন্ট না থাকলে আপনার বাইসাইকেলের চেইনে অথবা দরজার কব্জার অংশটুকুতে কিছুটা অলিভ অয়েল দিন, বিরক্তিকর শব্দ এড়াতে পারবেন।
৪. লেদার কন্ডিশনার-
অলিভ অয়েল আপনার লেদার ব্যাগের জন্য খুব ভালো কন্ডিশনার হতে পারে, অনেকদিন ব্যবহার করছেন এমন কোন ব্যাগ যখন কিছুটা নিস্প্রভ মনে হচ্ছে, একটি কাপের চারভাগের একভাগ অলিভ অয়েল একটি স্প্রে বোতলে নিন এবং ব্যাগের উপর স্প্রে করুন, অল্প সময়ের মধ্যে আপনার ব্যাগের অবাক করা পরিবর্তন দেখতে পাবেন।
৫. মেকআপ রিম্যুভার-
আপনার পুরো মুখের মেকআপ তুলে নিতে হাতের কাছের অলিভ অয়েল ব্যবহার করুন, এটা বাজারের মেকআপ রিম্যুভারের মতো আপনার স্কীন রূক্ষ করবে না। আপনার স্কীন কোমল থাকবে আবার সহজে মেকআপও তুলতে পারবেন। অলিভ অয়েল মানব ত্বকের প্রাকৃতিক তেলের মতো, তাই সহজে ত্বকে মিশে যায়, যাদের অন্যান্য মেকআপ রিম্যুভারে অ্যালার্জী রিঅ্যাকশন হয় তারাও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন মেকআপ রিম্যুভার হিসেবে।
৬. হেয়ার কন্ডিশনার-
অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং হেয়ার কন্ডিশনার। এক চা চামচ অলিভ অয়েল আপনার চুলে লাগান, ২০ মিনিট অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু করুন। প্রতি সপ্তাহে এই ট্রিটমেন্ট আপনার চুলকে মোলায়েম করবে, যা আপনার চুলকে রূক্ষতা এবং খুশকীমুক্ত করবে।
৭. বডি স্ক্র্যাব-
অলিভ অয়েল এবং চিনির মিশ্রন আপনার শরীর এবং মুখের জন্য নিয়মিত ব্যবহারের একটি ভালো স্ক্রাব। তবে খুব জোরে জোরে না ডলে নরম ভাবে স্ক্রাব লাগাবেন এবং ধুয়ে ফেলার পর ময়েশ্চারাইজার লাগাবেন। এই স্ক্রাবের সাথে কিছুটা লেবুর রস এবং মধু নিয়ে নিতে পারেন এই স্ক্রাবের কার্যকারিতা বাড়াতে।
অলিভ অয়েল এমন একটি তেল যার রয়েছে অনেক গুন। আপনার বাসায় ১ বোতল অলিভ অয়েল সব সময় রাখার চেষ্টা করুন এবং এর সুবিধাগুলো গ্রহন করুন।
 
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                        
                         
                        
                         
                        
                         
                        
                        