পূজার কেনাকাটায় শাড়ি
দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলছে দুর্গা প্রতিমা গড়ার কাজ। উৎসব, তাই পোশাক কেনাকাটার বিষয়টি তো থাকেই। নতুন শাড়ি ছাড়া পূজা-উৎসব যেন পূর্ণতা পায় না। পূজায় সনাতনী সাজের আবেদন চিরন্তন। এক প্যাঁচে পরা লাল-সাদা শাড়ি, আলতা রাঙানো পা ও সিঁথিতে সিঁদুরের রক্তিম ছোঁয়া পূর্ণ করে সনাতনী সাজ। যেহেতু পূজার আনুষ্ঠানিকতা কয়েকদিন ধরে চলতে থাকে, তাই একেক দিন একেক রকম শাড়ি পরতে পারেন।
নকশায় নতুনত্ব :
পূজার উৎসবে গরদ শাড়ির আবেদন চিরন্তন। তবে গরদ শাড়িতে সাধারণত খুব বেশি নকশা করা হয় না। এই শাড়ির ফ্যাব্রিক ও রঙটাই এর মূল আকর্ষণ। হুর নুসরাতের কর্ণধার ও ডিজাইনার নুসরাত লোপা বলেন, পূজার সাজ বলতেই চোখের সামনে ভেসে ওঠে পরনে গরদ শাড়ি ও ভারী গহনা পরে সেজে থাকা কোনো নারীর ছবি। যে কারণে পূজার দিনে গরদের শাড়ি পরার রীতিটা এখনো অমলিন। গরদের পাশাপাশি এখন রাজশাহী সিল্ক, কাতান, অ্যান্ডি সিল্ক, মসলিন শাড়ি পূজায় চলছে। এসব শাড়ির শুধু পাড়-আঁচলেই এখন করা হচ্ছে নানা নিরীক্ষা। কিছু কিছু শাড়ির জমিনেও হালকা কাজ দেখা যাবে। কাতান শাড়িতে কাতান পাড় তো থাকছেই। কিছু শাড়িতে আবার লেস এবং পাইপিং ব্যবহারেও বাড়তি সৌন্দর্য যোগ করা হয়েছে। প্যাচওয়ার্ক, এমব্রয়ডারি, অ্যাপ্লিক, স্ক্রিন প্রিন্টের সঙ্গে হাতের কাজ, জরি, পুঁতি, চুমকির শাড়িও নজর কাড়বে।
বৈচিত্র্য শাড়ির পাড়ে :
এবারের পূজার শাড়িতে পাড়ের প্রস্থ বেড়েছে বেশ খানিকটা। চিকন পাড়ের আবেদন চিরন্তন, তবে নতুনত্ব নিয়ে এসেছে ভারী পাড়ের নকশা। এক লাইন নকশা করা পাড় নয়, এই পূজায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বেশ কয়েক লাইনে নকশা করা পাড়ের কাজ। টাঙ্গাইল শাড়ি কুটিরের কর্ণধার মনিরা এমদাদ বলেন, শাড়ির পাড়ে বিভিন্ন মোটিফ ব্যবহার করা হয়েছে। সব থেকে বেশি ব্যবহার হয়েছে ফুল, কলকা ও জ্যামিতিক মোটিফ। বৈচিত্র্য আনতে শাড়ির পাড়ে টেম্পলের কাজও করা হয়েছে।
মন মাতাবে সুতি :
রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস জানালেন, ‘গরদের পাশাপাশি কয়েক বছর ধরে পূজায় সুতি শাড়িতে ব্লক প্রিন্টের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ সাধারণত পূজার রঙ হিসেবে প্রাধান্য পায় সাদা, চাঁপা সাদা, লাল আর গেরুয়া। এসব রঙের শাড়িতে ব্লক প্রিন্টের কাজ ফোটে বেশ। সুতির শাড়িতে ভিন্নতা আনতে শাড়ির আঁচল ও কুঁচিতে একই ডিজাইন করা হয়েছে। জমিনের ডিজাইন আবার আলাদা।’ সুতি শাড়িতে পছন্দের শীর্ষে রয়েছে ফুলেল, প্রিন্ট, জ্যামিতিক, জামদানি মোটিফ, স্ট্রাইপ এবং নানা রকম শেইড। টাঙ্গাইলের বিভিন্ন শাড়ির মধ্যে রয়েছে বালুচুরি, জুট সিল্ক, সুতি জামদানিসহ বাহারি সব শাড়ি।
নজরকাড়া রঙ :
পূজায় লাল-সাদা চিরায়ত রঙ। বৈচিত্র্য আনতে এর সঙ্গে যোগ হয়েছে কমলা, হলুদ, বেগুনি, ম্যাজেন্টা, গোলাপিসহ নানা রঙ।
ব্লাউজে স্টাইলিশ :
‘সিম্পল শাড়ির সঙ্গে ব্লাউজটা সাজিয়ে নিতে পারেন নান্দনিকভাবে’ বললেন ডিজাইনার নুসরাত লোপা। তিনি আরও বলেন, ফুলহাতা নেটের ব্লাউজ, ঘটিহাতা, রাবীন্দ্রিক স্টাইলে গলা ও হাতে পাইপিং, কুঁচি দেওয়া ব্লাউজ পূজার সাজে সবসময়ই স্টাইলিশ। বোটনেক গলা, বেলবটম হাতাও ভিন্নতা আনবে।
দিন গুনে শাড়ি :
ষষ্ঠীতে সুতি শাড়িই সবচেয়ে মানানসই। এ দিন পরতে পারেন ছাপা সুতি শাড়ি কিংবা ভেজিটেবল ডাই শাড়ি। সপ্তমীতে আয়োজনটা একটু জমকালো হওয়ায় এদিন ভালো লাগবে কাতান, সিল্ক, অ্যান্ডি, তসর, মসলিন ধরনের সিনথেটিক শাড়ি। লাল-সাদা শাড়ি ছাড়া তো দুর্গাপূজার সাজই হয় না। অষ্টমীর দিন বেছে নিন লাল পাড়ের সাদা শাড়ি। পরতে পারেন জামদানি, সিল্ক কিংবা গরদ। নবমীতে পূজা, ঘুরে বেড়ানোÑ সব আয়োজনেই জামদানি আর টাঙ্গাইল তুলনাহীন। পূজার শেষ দিনে গর্জিয়াস লুক তো চাই-ই। সোনালি বা রুপালি জরি সুতার কাজ জামদানি, ক্রেপ, নেটের শাড়িতে এদিন জমকালো সাজে সাজতে পারেন।
পূজার আয়োজনে ফ্যাশন হাউস :
বাজার ঘুরে দেখা যায়, উপাদানটি যা-ই হোক না কেন, চওড়া পাড়টা এবার চলছে বেশি। বেশ কিছু ফ্যাশন হাউসে শাড়িতে ত্রিশূল, দেব-দেবীর অবয়ব, ওম লেখাসহ পূজার বিশেষ নকশাও খুঁজে পাওয়া যাবে। পূজার শেষ দিন জমকালো আয়োজনে পরার জন্য অ্যান্টিক ও জুয়েলারি স্টোন, কারচুপি, সিকোয়েন্সের এক্সক্লুসিভ শাড়ি মিলবে ভাসাবি, জারাসহ বেশ কিছু ফ্যাশন হাউসে।
মানানসই গহনা :
শুধু পোশাক নির্বাচন করলেই হবে না। এর সঙ্গে চাই মানানসই গহনা। পূজার সাজে সোনার গহনার আবেদন ফুরাবার নয়। এর পরেই পছন্দের তালিকায় রয়েছে অ্যান্টিক, স্টোন ও গোল্ডপ্লেটেড গহনা। এ ধরনের গহনা পূজার সঙ্গে বেশ মানিয়ে যায়Ñ জানালেন ডিজাইনার নুসরাত লোপা। তিনি আরও জানান, কাটাইয়ের কাজসহ বিভিন্ন ট্রেডিশনাল নকশার গহনা এখন চলছে।
দরদাম :
নকশা করা সুতি শাড়ি পাওয়া যাবে ৬০০-৩,০০০ টাকায়। কাতান, সিল্ক, অ্যান্ডি, তসর, মসলিন শাড়ি ৩,০০০-১৫,০০০ টাকা, জামদানি ও গরদ ৪,০০০-২০,০০০ টাকা। অ্যান্টিক ও জুয়েলারি স্টোনের এক্সক্লুসিভ শাড়ি ৮,০০০-৩০,০০০ টাকা।
কোথায় পাবেন :
প্রাইড টেক্সটাইল, পারফেক্ট, টাঙ্গাইল শাড়ি কুটির, নবরূপা, আড়ং, রঙ বাংলাদেশ, বিশ্ব রঙ, অঞ্জন’স, ড্রেসিডেল, জারা, ভাসাবিসহ বিভিন্ন ফ্যাশন হাউস ও মার্কেটে মিলবে পূজার শাড়ি।
সূত্রঃ দৈনিক আমাদের সময়