হলুদের ডালা সাজাবেন কিভাবে ?

হলুদের ডালা সাজাবেন কিভাবে ?

বর্তমানে সুটকেসে করে তত্ত্ব পাঠানোর রীতি তেমনভাবে দেখা যাচ্ছে না বিয়ের সামগ্রীগুলোও এখন হলুদের তত্ত্বের সঙ্গেই পাঠানো হয় তত্ত্ব সাজানো এখন শিল্পে রূপ নিয়েছে নানারকমের থিমকে গুরুত্ব দিয়েও সাজানো হয়ে থাকে বিয়ের তত্ত্ব এক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব রয়েছে উজ্জ্বল রঙের অনেক সময়ই দেখা যায় বর কনেপক্ষ নির্দিষ্ট রঙ বেছে নিচ্ছে এভাবে রঙ বেছে নিয়ে যখন সাজানো হয় বিয়ের তত্ত্ব, তখন একই রঙে সাজানো হয় ডালা-কুলা এর সঙ্গে সজ্জার অনুষঙ্গ মিলিয়ে বেছে নেওয়া হয় পাতলা প্লাস্টিক কিনে তা দিয়ে মুড়িয়ে নেওয়া হয় সঙ্গের রিবনও বেছে নেওয়া হয় রঙ মিলিয়ে বিয়ের তত্ত্বের ডালা-কুলাতে বৈচিত্র্য নতুনত্ব আনার জন্য শুরু হয়ে যায় প্রতিযোগিতা ফলে এক জায়গা থেকে ছুটতে হয় আরেক জায়গায় রকম ছোটাছুটিতে অনেক সময় প্রয়োজনীয় জিনিসটি কেনা হয় না তবে সাধ সাধ্যের ভারসাম্য বজায় রেখে সহজেই হলুদবরণ উৎসব এমনকি তত্ত্ব সাজাতে পারেন মনের মতো করে

 

পছন্দ জেনে নিন-

আজকাল দুই পরিবার এক হয়ে নানা বিষয়ে খোলামেলা আলাপ করে নেন আগেভাগেই জেনে নিন, কুটুমবাড়ির পরিবারের সদস্যরা কেমন পোশাক পছন্দ করেন হবু শ্বশুর-শাশুড়ির পোশাক বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই তাদের পছন্দকে প্রাধান্য দিন তত্ত্বে পোশাক তো পাঠাবেনই, সঙ্গে আরও বিশেষ কিছু হবু শ্বশুরবাড়িতে ননদ বা শ্যালিকা থাকলে পোশাকের সঙ্গে ম্যাচিং করে ব্যাগ, গয়না, সুগন্ধি এবং জুতাও দিতে পারেন বাড়ির খুদে সদস্যদের জন্য অবশ্যই নিন সফট টয় বা চকোলেট বাড়ির পুরুষ সদস্যদের জন্য দিতে পারেন গ্রুমিং গ্যাজেট বা স্মার্ট কোনো এক্সেসরিজ

 

কিভাবে পাঠাবেন ?

তত্ত্বে কী পাঠাবেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কীভাবে পাঠাবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সুন্দর করে সাজিয়ে পাঠানো উপহারও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে

এক্ষেত্রে আধুনিক ডিজাইনের কারুকাজ করা ট্রে, বেতের ঝুড়ি, বাক্স, পুঁটলি, বটুয়া ইত্যাদিতেও তত্ত্ব পাঠাতে পারেন তবে বাঙালির ঐতিহ্যের কথা বললেই চলে আসে ডালা-কুলার কথা আর এই ডালা-কুলার তত্ত্বে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বর-কনের হলুদের তত্ত্ব প্রতিটি ডালা-কুলার আলাদা আলাদা পাত্রের একেকটিতে হলুদ, মেহেদি, উপটান প্রদীপ থাকে সাধারণত হলুদ এবং মেহেদি বেটে আলাদা পাত্রে নিয়ে কালার পেপারে মুড়ে ডালা-কুলায় সাজিয়ে তত্ত্বে পাঠানো হয়

সাজানোর এই কাজটি নিজেরা করতে পারেন অথবা আজকাল অনেক প্রতিষ্ঠান এই কাজ করে, তাদের দিয়েও করাতে পারেন।

  • পোশাক, গহনা, অ্যাক্সেসরিজ এবং জুতার জন্য আলাদা ডালা বা সুদৃশ্য প্যাকেট ব্যবহার করুন
  • কসমেটিকস, গহনা, জুতা ইত্যাদি অনুষঙ্গ টিস্যু, নেট বা সাটিন ফেব্রিকসে মুড়িয়ে জরি রিবন দিয়ে বেঁধে ডালার ভেতর সেট করে দিলে বেশ সুন্দর দেখাবে
  • বর-কনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে এমন রঙ নকশার ডালা বেছে নেওয়া ভালো ডালা বা প্যাকেট যা- হোক, তার ঢাকনা থাকা চাই চাইলে স্বচ্ছ নকশাদার প্লাস্টিক পেপারে মুড়ে দিতে পারেন এতে জিনিসপত্রের ভাঁজ সুন্দর থাকবে, আবার বহনেও সুবিধা হবে
  • হলুদের তত্ত্বের ডালায় রাখতে পারেন নানা রকমের শৌখিন বাটি উজ্জ্বল রঙ-তুলির নকশা থাকতে পারে মাটির বাটি আর প্রদীপের বাটির গায়ে অভিজাত কিছু চাইলে মেটালের নকশাদার বাটি আর প্রদীপ যোগ করুন তত্ত্বের ডালায় সে ক্ষেত্রে ডালার রঙের সাজও অ্যান্টিক ধাঁচের হলে ভালো দেখাবে
  • হলুদের জন্য একটু বড় আকৃতির আল্পনা করা শীতলপাটি বেছে নিন শীতলপাটির চারপাশে জরি কাপড় দিয়ে মুড়ে দিতে পারেন কাতান বা ভেলভেট কাপড়ও পাটির সৌন্দর্য বাড়াবে

 

 

মিষ্টির তত্ত্ব সাজানোর সময় যা মনে রাখবেন-

  • আত্মীয়ের বাড়ির কারোর ডায়াবেটিসের প্রবলেম থাকলে সুগার ফ্রি মিষ্টি পাঠান
  • পেপারে মোড়ানো মিষ্টির প্যাকিং অথবা সাবেকিয়ানা লুক আনতে মাটির হাঁড়িতে মিষ্টি পাঠাতে পারেন । রঙ-তুলি দিয়ে থিম মেলানো নকশা থাকুক হাঁড়িজুড়ে আরেকটু দৃষ্টিনন্দন করতে হাঁড়ির সঙ্গে পাটের শিকা জুড়ে দিতে পারেন
  • তত্ত্বে মিষ্টির পাশাপাশি থাকতে পারে লাড্ডু, বালুশাই, রসকদম, প্রাণহরা ইত্যাদি
  • নানারকম নকশি পিঠা সাজিয়ে তত্ত্ব হিসেবে পাঠাতে পারেন
  • ওয়েস্টার্ন কালচারকে ধারণ করতে তত্ত্বে রাখতে পারেন গায়ে হলুদের উপহার স্বরূপ কেক
  • বাড়ির মুরব্বিদের জন্য তত্ত্বে অবশ্যই রাখতে হবে নানারকম ফল এবং পান
  • ফল বা চকোলেটের জন্য হ্যান্ডমেড দড়ির ঝুড়ি বেছে নিতে পারেন চিকন বেতের ঝুড়িও ভালো লাগবে তাতে রঙিন ফিতা মুড়িয়ে ডিজাইন করতে পারেন চাইলে রঙিন কাগজও ব্যবহার করা যায়

 

গায়ে হলুদের তত্ত্বের জন্য আপনার প্রয়োজন হবে নানা ধরনের উপকরণ-

ডালা ,কুলা , পাটি, প্রদীপ বাটি, চন্দন, আফসান, পালকি, ঝুড়ি, রাখি, হলুদের বাটি, মেহেদি টিউব, উপটান, আলতা, সোহাগপুরী, মাটির হাঁড়ি

হলুদ তত্ত্বের ডালা-কুলাতে বর-কনের জন্য প্রসাধনী সামগ্রীও সাজিয়ে দিতে হয় সে ক্ষেত্রে প্রসাধনী সামগ্রীর মধ্যে দিতে পারেন চুড়ি, চিরুনি, লিপস্টিক, লিপলাইনার, পাউডার, কাঁটা, বডি স্প্রে, পারফিউম, তোয়ালে, হলুদের পোশাক, আয়না, আইশ্যাডো, রেজার, ফোম বা জেল প্রভৃতি। গায়ে হলুদের তত্ত্বের নানা ধরনের উপকরণ পাবেন এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ধানমণ্ডি, বসুন্ধরা সিটি লেভেল-, নিউমার্কেট, গাউছিয়াসহ বিভিন্ন এলাকায়

 

 

 

ছবিঃ সংগৃহীত