জিলাটিনের ৫টি ফেস মাস্ক

জিলাটিনের ৫টি ফেস মাস্ক

আজকে আপনাদেরকে জিলাটিনের তৈরি কয়েকটি ফেস প্যাক এর রেসিপি জানাতে চাই। জিলাটিনের বিভিন্ন ফুড আইটেমের উপাদান হিসেবে ব্যবহৃত হয় আবার অনেক পীল অফ ফেস মাস্কেই জিলাটিন একটি কমন উপাদান। জিলাটিনের অ্যান্টি অ্যাজিং ক্ষমতাও আছে তাই

  • এটি আপনার ত্বকের কোলাজেন বাড়ায় এবং ত্বকে তারুন্য নিয়ে আসে।
  • ত্বকের ফাইন লাইন এবং রিংকেল দূর করে।
  • ত্বকের বাড়তি তেল, ময়লা, ডেড সেল সরিয়ে দিয়ে ত্বকের উপরিভাগ পরিস্কার করে।

কিভাবে ফেস মাস্কের উপাদান হিসেবে জিলাটিন ব্যবহার করবেন-

১ম পদ্ধতি- অল্প পরিমান জিলাটিন নিয়ে ঠান্ডা পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর আপনার ফেস মাস্কের অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে নিন।

২য় পদ্ধতি- দুধের সাথে অল্প পরিমান জিলাটিন মিশিয়ে নিন। যতটুকু জিলাটিন নিবেন তার ৪/৫ গুন বেশী দুধ নিবেন।৩০ মিনিট পর ফেস মাস্কের উপাদান হিসেবে ব্যবহার করুন।

 

এবার জেনে নিন কয়েকটি জিলাটিনের ফেস মাস্ক রেসিপি-

১. জিলাটিন, অলিভ অয়েল এবং মধুর ফেস মাস্ক-

১ টেবিল চামচ জিলাটিন কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিন। এর সাথে অল্প পরিমান অলিভ অয়েল এবং মধু মিশিয়ে নিন। এই মাস্কটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর টেনে তুলে ফেলুন। এ্ই মাস্ক আপনার ত্বকের ফাইন লাইন এবং রিংকেল দূর করবে, ত্বক নারিশ করবে, ত্বকের ডার্ক স্পট কমাতে সহায়তা করবে।

২. জিলাটিন, গ্লিসারিন এবং কলার ফেস মাস্ক-

এক চা চামচ জিলাটিনে গরম পানি মিশিয়ে নিন। এবার এর সাথে ১ চা চামচ গ্লিসারিন ও একটি কলার অর্ধেকটা চটকে নিন। সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করে নিয়ে এই পেষ্টটি মুখে লাগান। শুকিয়ে গেলে তুলে ফেলুন। শুস্ক ত্বকে আর্দ্রতা যোগানোর জন্য এটি চমৎকার একটি মাস্ক।

৩. গ্লিসারিন এবং ডিমের ফেস মাস্ক-

ডিমের সাদা অংশ বিট করে নিন এর সাথে লিকুইড জিলাটিন মিশিয়ে ফেস মাস্ক তৈরি করুন, এই মাস্কটি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে মুখে লাগান এবং কয়েক লেয়ারে(৩-৫ লেয়ারে) পুরু করে লাগানোর চেষ্টা করুন। শুকিয়ে গেলে তুলে ফেলুন। এটি ত্বককে ইউথফুল করবে এবং ময়েশ্চারাইজার যোগাবে।

৪. জিলাটিন, টকদই এবং ময়দার মাস্ক-

এক চা চামচ জিলাটিন, এক চা চামচ টকদই এবং এক চা চামচ ময়দা নিন। ভালো ভাবে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে নিন তারপর শুকিয়ে গেলে তুলে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্যে বেশ ভালো মাস্ক হতে পারে, কারন টকদই ত্বকের অয়েল কন্ট্রোল করতে সহায়তা করে এবং ত্বককে সফট করে।

৫. জিলাটিন এবং বাটার এর ফেস মাস্ক-

এটি বাসায় তৈরি করার জন্যে খুব সহজ একটি মাস্ক। এক চা চামচ জিলাটিনে অল্প গরম পানি দিন। ভালোভাবে মিক্স করে এর সাথে বাটার মেশান। বাটার একটু নরম থাকবে তবে গলানো যেন না হয়। এই পেষ্টটি মুখে লাগিয়ে ৩০ মিনিট পর তুলে ফেলুন। এই মাস্কটি আপনার ত্বকের ক্লান্তির ছাপ মুছে দিবে, ত্বকের নিস্প্রভতা দূর করবে। এটি শুস্ক ত্বকের জন্যে ভালো একটি মাস্ক।

 

ছবিঃ সংগৃহীত