ভ্যাসলিনের অনেক রকম ব্যবহার

ভ্যাসলিনের অনেক রকম ব্যবহার

ভ্যাসলিন শীতকালে ত্বকের সবচেয়ে প্রয়োজনীয় প্রসাধনী। কিন্তু জানেন কি, অন্যান্য অনেক কাজেও ভ্যাসলিন ব্যবহার করা যায় ?

আপনার মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার যেমন করা যায়, তেমনি হাতের কনুইয়ের শুস্কতাও রোধ করা যায়। জেনে নিন ভ্যাসলিনের বিভিন্ন ব্যবহার।

 

ভ্যাসলিনের নানা ব্যবহার-

১.  ক্রিমি আইলাইনার চান! পেট্রোলিয়াম জেলির সঙ্গে যে কোনো রঙের আইশ্যাডো মিশিয়ে নিলেই মিলবে কাক্সিক্ষত আইলাইনার। 

. লিপ স্ক্র্যাব দরকার ? চিনির সাথে ভ্যাসলিন মিশিয়ে ঠোঁটে লাগান, সার্কুলার মোশনে ম্যাসেজ করে মুছে নিন।

৩.  নখের কিউটিকল নষ্ট হয়ে গেলে নিয়ম করে কয়েকদিন পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। নখ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

৪. পা ফাটা দূর করতে ভ্যাসলিন বেশ কার্যকরী।রাতে বেলা পায়ে ভ্যাসলিন লাগিয়ে মোজা পরে ঘুমাতে যান। কয়েকদিনেই ঠিক হয়ে যাবে।

৫.  লিপস্টিক লাগাতে গিয়ে অনেকের দাঁতেও তা লেগে যায়। এমন সমস্যা এড়াতে শুরুতেই দাঁতে সামান্য ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। দাঁতে লিপস্টিক লেগে গেলেও তা উঠে যাবে অনায়াসেই।

৬. হাতের কনুই শুস্ক এবং শক্ত হয়ে গেছে ? রাতে ঘুমাতে যাবার সময় ভ্যাসলিন লাগিয়ে নিন।

৭.  নতুন জুতা পরলে পায়ে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে নতুন জুতা পরার আগে পায়ের পাতায় ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।

৮. হাতে তালুতে অল্প ভ্যাসলিন নিয়ে চুলে হালকা ভাবে লাগান।চুলের ফ্রিজি ভাব কমাবে। তবে ভ্যাসলিনের পরিমান যেন বেশী না হয়, নয়তো চুলে তৈলাক্ত হয়ে যাবে।

৯.  হেয়ার করাতে চান ঠিকই। কিন্তু কালার করানোর সময় কপাল, কান ও ঘাড়ের ত্বকে কালার লেগে যাওয়ার ভয় তো থাকেই। কিন্তু দাগ তুলতে ভ্যাসলিন ব্যবহার করুন।

১০. প্রতিবার কোন ড্রয়ার খুলতে গিয়ে আটকে যায় ? কিছুটা ভ্যাসলিন লাগিয়ে নিন, স্মুথলি খুলবে।

১১. প্যান্টের জিপার খুলতে সমস্যা ? কিছুটা ভ্যাসলিন লাগান জিপারের দুইপাশে, সহজেই খুলে যাবে।

১২.  কানে বড়সর দুল পরেন। কিন্তু তা পরতে মাঝে মাঝে ব্যথাও অনুভব করেন। তাই ব্যথা ছাড়াই দুল পরতে কানের লতিতে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিন।

১৩.  নেলপলিশ পরার সময় ঘেঁটে ফেলেন! চিন্তার কিছু নেই। নখের আশপাশে ভ্যাসলিন লাগিয়ে নিন। দেখবেন পলিশ ঘেঁটে গেলেও তা উঠে যাবে খুব সহজেই।

১৪.  সামান্য ভ্যাসলিন আপনার হাতের কব্জিতে, পালস পয়েন্টে, কানের পেছনে লাগিয়ে তারপর আপনার প্রিয় পারফিউম স্প্রে করুন। ভ্যাসলিন পারফিউমের গন্ধকে অনেকক্ষণ স্থায়ী হতে সাহায্য করবে।

১৫. নেইল পলিশের বোতল খুলতে সমস্যা হয় ? কিছুটা ভ্যাসলিন বোতলের গলায় চারপাশে লাগান, এটি বোতলের গলায় জমে থাকা নেইল পলিশ উঠে যেতে সাহায্য করবে এবং সহজেই আপনি বোতল খুলতে পারবেন।

১৬.  ভ্রু অনেক সময়ই অবিন্যস্ত হয়ে থাকে। এতে দেখতে অগোছালো দেখায়। কাক্সিক্ষত সমাধানের জন্য ভ্রুতে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিন। সুসজ্জিত দেখাবে।

১৭.  চোখের আলগা পাপড়ি খোলার জন্য কটন বাটে ভ্যাসলিন লাগিয়ে আইল্যাশের ওপর লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। সহজেই আলগা পাপড়ি খুলে আসবে।

১৮.  ওয়াটারপ্রুফ মাশকারা সহজে যেতে চায় না। একটু তুলা ভিজিয়ে তাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিয়ে তবেই মাশকারা তুলুন। এক বা দুটো স্ট্রোকেই উধাও হয়ে যাবে।

১৯.  আঙ্গুলে আংটি আটকে গেলে ভ্যাসলিন লাগান, আংটি বের করা সহজ হবে।