 
                                                                    
                            ভ্রমনের প্রস্তুতি কেমন হবে ?
শীত এলেই ঘর পালানো মনটা কেবলি যাই যাই করে। কিন্তু কোথায় যাবেন, কীভাবে যাবেন, ভ্রমণ প্রস্তুতিটাই বা কী হবে ভেবে পাচ্ছেন না তো? আজকের আয়োজনে থাকছে তারই খোঁজখবর।
ভ্রমণে যাওয়ার আগে-
যেহেতু শীতে ভ্রমণে যাচ্ছেন, তাই যাওয়ার আগে জেনে নিন শীতকালে ভ্রমণের জন্য কোন জায়গাগুলো উপযোগী। কারণ শীতকালে সব জায়গা ভ্রমণের জন্য উপযোগী নয়। যেমন, শীতকালে ঝরনা দেখতে গেলে ঝরনার বদলে শুধু পাহাড় দেখার সম্ভাবনাই বেশি। তাই এ সিজনে ভ্রমণে যাওয়ার জন্য কোন জায়গগুলো উপযোগী এবং এ-সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় জানতে পত্রিকা, বই, ভ্রমণ গাইড পড়তে পারেন। দেশের বাইরে ভ্রমণে যেতে গাইডের সাহায্য নিন। প্রয়োজনীয় ফোন নম্বর এবং যেখানে যাচ্ছেন সেখানে পরিচিত কেউ থাকলে তার ঠিকানা, ফোন নম্বর সঙ্গে রাখুন।
ভ্রমণের পোশাক-
নিজ এলাকায় কিংবা দেশে ততটা শীত না, তাই শুধু পাতলা কাপড় নিয়ে শীতের দেশে ঘুরতে গেলেন কিংবা কষ্ট করে লাগেজ ভরে শীতের পোশাক নিলেন কিন্তু সেখানে কোনো ঠা-াই নেই! এমন ভুল নিশ্চয়ই কাক্সিক্ষত নয়। তাই অন্য দেশে কিংবা জেলায় যাওয়ার আগে ট্যুর স্পটের তাপমাত্রা সম্পর্কে জেনে নিন।
জুতসই ভ্রমণ ব্যাগ-
ভ্রমণের জন্য নানারকম ব্যাগ রয়েছে। অল্পদিনের জন্য গেলে নিতে পারেন কাঁধে ঝোলানো ট্র্যাভেল ব্যাগ কিংবা ব্যাগপ্যাক। শুধু কাঁধে নয়, এগুলো হাতেও ধরে নেওয়া যায়। ছোট কেউ সঙ্গে থাকলে তার কাপড়চোপড় আলাদা ছোট ট্রলি ব্যাগে দিতে পারেন।
থাকার ব্যবস্থা-
সম্ভব হলে যাওয়ার আগেই হোটেল বুকিং দিন। কারণ শীতের সিজনে অনেক সময় হোটেল সংকটে পড়তে হয়। এ জন্য বিভিন্ন হোটেলের ওয়েবসাইটে অথবা ট্র্যাভেল এজেন্সির সাহায্য নিতে পারেন।
টুকিটুকি, তবে জরুরি-
ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, রেজার-ফোম, আয়না, চিরুনি, লোশন ইত্যাদি টুকিটাকি, তবে জরুরি। তাই অবশ্যই ব্যাগপ্যাকের সময় এগুলো মনে করে লাগেজে নিন।
যত্নে রাখুন-
দেশের বাইরে গেলে সবচেয়ে যত্নে যা রাখা উচিত, তা হলো পাসপোর্ট। কোনো কারণে পাসপোর্ট হারিয়ে গেলে, যত দ্রুত সম্ভব নিজের দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজন না হলেও জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভিসা, ক্রেডিট কার্ডের ফটোকপি সঙ্গে রাখুন।
গ্যাজেট নিতে ভুলবেন না-
সেলফোন, ক্যামেরা, চার্জার, এমপি-থ্রি, ইয়ারফোন, ব্যাটারি, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ নিলে তার চার্জার, টর্চলাইট ইত্যাদি গ্যাজেট নিতে ভুল হয় বেশি। তাই এসব জিনিস আগেই ব্যাগে ভরে রাখুন।
সঙ্গে রাখুন প্রয়োজনীয় ওষুধপত্র-
ভ্রমণে যাওয়ার আগে নিয়মিত খাওয়ার ওষুধের পাশাপাশি জ্বর, মাথাব্যথা, বদহজম, ডায়রিয়ার ওষুধ সঙ্গে রাখুন। ডায়াবেটিস, অ্যাজমা, নিউমোনিয়ার সমস্যা আছে এমন কেউ ভ্রমণে সঙ্গে থাকলে ওষুধ, ইনহেলার সঙ্গে নিন।
আরামদায়ক জুতা-
হাই-হিলে স্মার্ট লুক আনলেও ভ্রমণের জন্য উপযোগী নয়। এ ক্ষেত্রে স্লিপার, কেডস, বুট সবেচেয়ে আরামদায়ক।
সুস্থ থাকুক শিশু-
ঘুম ভালো না হলে শিশুরা জার্নিতে অসুস্থ বোধ করতে পারে। ভ্রমণের দু-চারদিন আগে থেকে শিশুরা যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সে সুযোগ করে দিন। ভ্রমণে সারাক্ষণ শিশুকে সঙ্গে নিয়ে না ঘুরে বেড়িয়ে শিশু যাতে একটু আরাম করতে পারে সেদিকেও নজর দিন।
ট্যুর কোম্পানী-
অবকাশ পর্যটন লিমিটেড-
দেশের বাইরে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন অবকাশ পর্যটন লিমিটেডে। সাত দিন-ছয় রাতের প্যাকেজে ঘুরে আসতে পারেন ঢাকা-সিঙ্গাপুর-মালয়েশিয়া (পেনাং)-থাইল্যান্ড (ফুকেট)-ঢাকা। বিমানভাড়া, ভিসা, হোটেল খরচ, জাহাজভাড়া সব মিলিয়ে খরচ পড়বে জনপ্রতি ১ লাখ ৮০ হাজার টাকা। ঠিকানা : আলহাজ শামছুদ্দিন ম্যানশন, ১৭ (২৮০ পুরাতন) নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা। ফোন : ০১৮৬৬৯৮৯৮৫৫ ও ০১৮৬৬৯৮৯৮৫৬।
ইয়ুথ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস লিমিটেড-
ঢাকা-রাঙামাটি-ঢাকা পাঁচ দিন-ছয় রাত ভ্রমণের জনপ্রতি খরচ পড়বে ১০ হাজার টাকা। ঢাকা-সুন্দরবন-ঢাকা দুই রাত-তিন দিন। খরচ জনপ্রতি ১৫ হাজার টাকা। যোগাযোগ : হ্যাপি অর্কিড প্লাজা, রোড-৩, ধানম-ি, ঢাকা, ফোন : ০১৬৭৪০০০২৩৯ ও ০১৮১৬৩১৫২৯৬।
রিভার অ্যান্ড গ্রিন ট্যুরিজম-
সেন্টমার্টিন কিংবা সুন্দরবনে যেতে চাইলে রিভার অ্যান্ড গ্রিন ট্যুরিজমের প্যাকেজে ঢাকা-সেন্টমার্টিন-ঢাকা তিন রাত-চার দিনের প্যাকেজ। খরচ পড়বে জনপ্রতি ১৫ হাজার ৫০০ টাকা। সন্দরবন তিন দিন-চার রাত ২০ হাজার টাকা। ফোন : ৮৮২৯৬৯২ ও ০১৮১৯২২৪৫৯৩।
ইউর বাংলা ট্যুর-
ইউর বাংলা ট্যুর প্যাকেজে ঢাকা-সিলেট-ঢাকা তিন রাত-চার দিন জনপ্রতি ১০ হাজার টাকা, ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা দুই রাত-তিন দিন জনপ্রতি ৮ হাজার টাকা। যোগাযোগ : রোড-১৭, হাউস-১৫, বনানী, ঢাকা, ফোন : ১৮১৯০৪৬৭৮৪।
সিটিবি-
স্থলপথে ঢাকা-শিলিগুড়ি-মিরিক-দার্জিলিং-কাসিয়াং-ভুটান-ঢাকা ছয় দিন-সাত রাতের খরচ পড়বে ২৫ হাজার টাকা। ফোন : ৭১৭০১৫৮ ও ০১৭১৪৩৯৫১৯৫।
এশিয়ান হলিডে-
এশিয়ান হলিডেতে থাইল্যান্ডে চার দিন-পাঁচ রাতের প্যাকেজ ট্যুরের খরচ জনপ্রতি ৮৫ হাজার টাকা। ঢাকা-সিঙ্গাপুর-মালয়েশিয়া-ঢাকা দুই দেশে ঘুরতে খরচ হবে জনপ্রতি ৮৫ হাজার টাকা। ফোন : ০১৬১২২০০৮০০।
সূত্রঃ দৈনিক আমাদের সময়
ছবিঃ সংগৃহীত
 
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                        
                         
                        
                         
                        
                         
                        
                        