চুল পড়া রোধে ৪টি কার্যকরী হেয়ার মাস্ক

চুল পড়া রোধে ৪টি কার্যকরী হেয়ার মাস্ক

পরিবেশ দূষনের কারনে, তাছাড়া সময়ের অভাবে চুলে সঠিক যত্ন নেয়ার অভাবে চুল রুক্ষ হয়ে উঠতে থাকে। চুলের গোড়া দূর্বল হয়ে চুল পড়তে শুরু করে। চুল পড়া কমাতে কয়েকটি হেয়ার মাস্ক বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই মাস্কগুলো আপনার চুলে প্রান ফিরিয়ে আনবে, পুষ্টি যোগাবে, চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করতে সহায়তা করবে।

 

দেখে নিন কয়েকটি হেয়ার মাস্কের ধরনঃ

 

১. কলা দিয়ে হেয়ার মাস্ক-

উপকরন-

পাকা কলা ১টি (চুল বেশী লম্বা হলে ২টি)

মধু ১টেবিল চামচ

নারিকেল তেল ১ টেবিল চামচ

অলিভ অয়েল ১ টেবিল চামচ

 

কিভাবে ব্যবহার করবেন-

কলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন অথবা হাত দিয়ে ভালমতো চটকে পেষ্ট তৈরি করে নিন। সবগুলো উপকরন একটি বাটিতে একসাথে ভালভাবে মিশিয়ে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান।  লাগান। ১৫-২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

উপকারিতা-

কলায় থাকা আয়রন এবং ভিটামিন চুলে পুষ্টি যোগায়। চুলের দূর্বল গোড়ায় শক্তি যোগায় এবং চুল ঝরে পরা রোধ করে।

 

২. দইয়ের হেয়ার মাস্ক-

 

উপকরন-

টকদই ১ কাপ

মধু ১ টেবিল চামচ

আপেল সিডার ভিনেগার ১ টেবিল চামচ

 

যেভাবে তৈরি করবেন-

সবগুলো উপাদান একটি পাত্রে ভালভাবে মিশিয়ে নিন। মিশ্রনটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

উপকারিতা-

দই চুলে পুষ্টি যোগায়।

চুল মজবুত করে ভেঙে যাওয়া রোধ করে।

চুলে ময়েশ্চারাইজার যোগায়।

 

 

৩. ক্যাস্টর অয়েল এবং নারিকেল তেলের মাস্ক-

উপকরন-

ক্যাস্টর অয়েল ২টেবিল চামচ

নারিকেল তেল ১টেবিল চামচ

ডিম ১টি

 

যেভাবে লাগাবেন-

ডিম ফেটে নিন একটি পাত্রে। এবার এর সাথে ক্যাস্টর অয়েল এবং নারিকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রনটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মৃদু ম্যাসেজ করে করে লাগান। ২৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

 

উপকারিতা-

এটি আপনার চুল পড়া কমাবে

চুল পেকে যাওয়ার হার হ্রাস করবে।

নতুন চুল গজাতে সাহায্য করবে।

 

৪. ভিটামিন ই ক্যাপসুল হেয়ার মাস্ক-

উপকরন-

ভিটামিন ই ক্যাপসুল ২টি

নারিকেল তেল ১ টেবিল চামচ

ক্যাস্টর অয়েল ১ চা চামচ

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ৪/৫ ফোটা।

 

যেভাবে লাগাবেন-

সব উপকরন একসাথে মিশিয়ে নিন। এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। সারারাত রেখে পরেরদিন ঠান্ডা পানি দিয়ে চুল শ্যাম্পু করে নিন।

 

উপকারিতা-

ভিটামিন ই তে আছে অ্যান্টি অক্সিডেন্ট। যা চুলের গোড়ায় পুষ্টি যোগায়।

চুলের গোড়া মজবুত করে।

চুল পড়া কমায়।

 

৫. জবা ফুলের মাস্ক-

 

উপকরন-

জবা ফুল ৬/৭টি

অলিভ অয়েল ২টেবিল চামচ

কাঁচা দুধ ২ টেবিল চামচ।

 

কিভাবে লাগাবেন-

জবা ফুল ৩/৪ ঘন্টা দুধে ভিজিয়ে রাখুন, এর ব্লেন্ড করে পেষ্ট তৈরি করে নিন। এই পেষ্টের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন। মাস্কটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ২০-২৫মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

 

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত