 
                                                                    
                            কোন গ্রুপে কে রক্ত দিতে পারবেন
‘আপনার রক্ত বাঁচাতে পারে একটি জীবন’—কথাটি একেবারেই বাস্তবসম্মত। জরুরী সময়ে একজনের রক্ত আরেকজনের খুবই প্রয়োজন হয়ে পড়ে। তবে রক্ত নেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে রক্তদাতা গ্রুপ। একই সঙ্গে রক্তদাতাকে হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী।
আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকারী সংস্থা রেডক্রসের একটি প্রতিবেদনে বলা হয়, রক্ত বা প্লাটিলেট অর্থাৎ রক্তের কেবল সাদা অংশ ডোনেট করতে একজন দাতাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া জরুরী। তাকে অবশ্যই ১৬ বছর ও ৫০ কেজি ওজনের হতে হবে। তবে ১৭ বছরের আগে প্লাটিলেট দেওয়া যায় না।
যদিও প্রত্যেকটি রক্তের গ্রুপে মূল উপাদান একই। তবে এদের ধরণ সম্পূর্ণ আলাদা। রক্তের লাল অংশে দুটি এন্টিজেন ‘এ’ ও ‘বি’ এর উপস্থিতি-অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের শরীরের রক্তকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়।
- গ্রুপ ‘এ’ তে কেবল এন্টিজেন ‘এ’ উপস্থিত থাকে (এবং এন্টিবডি বি থাকে প্লাজমায়)
- গ্রুপ ‘বি’ তে কেবল এন্টিজেন ‘বি’ উপস্থিত থাকে (এবং এন্টিবডি এ থাকে প্লাজমায়)
- গ্রুপ ‘এবি’ তে কেবল এন্টিজেন ‘বি’ উপস্থিত থাকে (তবে প্লাজমাতে কোন এন্টিবডি থাকে না)
- গ্রুপ ‘ও’ তে কোন এন্টিজেন উপস্থিত থাকে (তবে প্লাজমাতে ‘এ’, ’বি’ উভয় এন্টিবডি থাকে)
চলুন তাহলে এবার দেখে নিই কোন কোন গ্রুপের রক্ত নিতে পারবেন আপনি—
১. ‘ও’ গ্রুপের রক্তদাতা চাইলেই অন্য গ্রুপের রোগীকে রক্ত দিতে পারবেন। ‘ও’ গ্রুপের দাতাদের ‘সর্বজনিন দাতা’ বলা হয়।
২. ‘এ’ গ্রুপের রক্তদাতা নিজের গ্রুপ ও ‘এবি’ গ্রুপের রোগীকে রক্ত দিতে পারবেন।
৩. ‘বি’ গ্রুপের রক্তদাতা কেবল নিজের গ্রুপ ও ‘এবি’ গ্রুপের রোগীকে রক্ত দিতে পারবেন।
৪. ‘এবি’ গ্রুপের রক্তদাতা কেবল নিজের গ্রুপের রোগীকে রক্ত দিতে পারবেন। তবে অন্য সকল গ্রুপের রক্তদাতা থেকে রক্ত গ্রহণ করতে পারবে। একারনে ‘এবি’ গ্রুপের দাতাদের ‘সর্বজনিন গ্রহীতা’ বলা হয়।
এছাড়াও ‘এ’ ও ‘বি’ এন্টিজেন ব্যাতিত আরও একটি এন্টিজেন আছে। একে ‘আরএইচ ডি এন্টিজেন বা আরএইচ ফ্যাক্টর’ বলা হয়। ‘আরএইচ ফ্যাক্টর’ মূলত একটি প্রোটিন। এর উপস্থিতি যার রক্তে থাকবে তাকে আরএইচ পজেটিভ বলা হয়। আর যার রক্তে অনুপস্থিত তাকে আরএইচ নেগেটিভ বলা হয়।
আরএইচ এ পজেটিভ (এ+)
আরএইচ এ নেগেটিভ (এ-)
আরএইচ বি পজেটিভ (বি+)
আরএইচ বি নেগেটিভ (এ-)
আরএইচ ও পজেটিভ (ও+)
আরএইচ ও নেগেটিভ (ও-)
আরএইচ এবি পজেটিভ (এবি+)
আরএইচ এবি নেগেটিভ (এবি-)
এক্ষেত্রে আরএইচ নেগেটিভ গ্রহীতাকে কেবল আরএইচ নেগেটিভ দাতার রক্তই দেওয়া হয়। অন্যদিকে আরএইচ পজেটিভ গ্রহীতাকে আরএইচ নেগেটিভ ও পজেটিভ উভয়ই দাতা দিতে পারবেন।
সূত্রঃ দৈনিক আমাদের সময়
ছবিঃ সংগৃহীত
 
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                        
                         
                        
                         
                        
                         
                        
                        