ছবিতে নিজেকে স্লিম দেখাবেন কিভাবে
ছবি তুলতে কার না ভালো লাগে! আর সবাই চায় ছবিতে নিজেকে স্লিম এবং আকর্ষণীয় দেখাতে। ভাবছেন কীভাবে দেখাবেন? রইল পরামর্শ... লিখেছেন— নূরজাহান জেবিন
অনেকেই মেদ বেড়ে মোটা হয়ে যাওয়ার আতঙ্কে থাকেন। তাই সবাই চান ছবিতে নিজেকে স্লিম এবং আকর্ষণীয় লাগুক। কিন্তু ছবি তোলার কৌশল রপ্ত না করার কারণে স্লিম মানুষকেও মোটা দেখায়। মোটা মানুষকে ছবিতে মোটা দেখায় বলে তারা ছবি তোলা থেকেও বিরত থাকেন। মোটা, রোগা কোনো বিষয় নয়, মূল বিষয় হলো ক্যামেরার সামনে কীভাবে নিজেকে প্রদর্শন করছেন।
♦ অনেকেরই ছবিতে মুখের নিচের অংশ ভারী আসে। আবার ভাঁজও দেখা যায়। এক্ষেত্রে মুখ সামনের দিকে একটু বাড়িয়ে দিন। গলা ও মুখের নিচের অংশে একটু টানটান ভাব আসবে এবং ছবিতে মুখের নিচের অংশ ভারী দেখাবে না।
♦ হাঁটুর নিচ থেকে ক্যামেরা তাক করে লো অ্যাঙ্গেলে ছবি তুলবেন না। এভাবে ছবি তুললে শুধু মোটা লাগে না বাজেও দেখায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো কৌশল হলো হাঁটুর কিছুটা ওপর থেকে ক্যামেরা পোজ করে ছবি তুলুন।
♦ ডান বা বাম যে কোনো এক পাশ হয়ে ছবি তুলুন। এক্ষেত্রে যে পাশে আপনার ছবি ভালো ও স্লিম দেখায় সে পাশটি বেছে নিন।
♦ কোমরে হাত দিয়ে কিছুটা বাঁকা হয়ে ছবি তুলুন। এতে হাতের পেশি অনেক স্লিম দেখাবে। সেলিব্রেটি রেড কার্পেটে ছবি তোলার সময় এই পোজ দিয়ে থাকেন।
♦ ছবি তোলার সময় দাঁতের পাটির মাঝে ফাঁক রাখবেন না। এমনভাবে হাসুন যাতে জিহ্বা দেখা না যায়। এতে করে হাসিটি স্বাভাবিক মনে হবে।
♦ যদি খুব বেশি টাইট বা ভারী কোনো পোশাক পরে থাকেন, তবে ছবি তোলার সময় ব্যাগটি সামনের দিকে নিয়ে আসুন। এতে টাইট পোশাক আড়াল হবে।
♦ ছবি তোলার সময় ভুঁড়ি আড়াল করতে কিছুক্ষণের জন্য ভুঁড়িটি যতটা সম্ভব চাপিয়ে বা ঢুকিয়ে রাখার চেষ্টা করুন। এ ছাড়া ছবি তোলার সময় বুক সামনে ও কাঁধ পেছনে রেখে ছবি তুলুন।
♦ নিজের ভ্রুর দিকে নজর দিন। শুধু ভ্রুর অভিনয়ে ছবি অনেক সুন্দর আসে। ভ্রু কীভাবে থাকলে আপনাকে সুন্দর দেখায় তা খুঁজে বের করুন।
♦ প্রোফাইল ছবিতে থুঁতনির নিচে ভাঁজ পড়লে খুব বাজে ছবি দেখায়। এক্ষেত্রে ছবি তোলার সময় ঘাড় কিছুটা প্রসারিত করে কিছুটা হাসি মুখে ছবি তুলুন।
♦ গ্রুপ সেলফি বা গ্রুপ ছবি তোলার সময় একটু দূরে থাকার চেষ্টা করুন। সামনে বা মাঝখানে ছবি ভালো দেখায় না।
♦ বসে ছবি তোলার ক্ষেত্রে পা ক্রস করে বসে ছবি তুলুন।
♦ যদি ছবিতে স্লিম দেখাতে চান, তবে মাথা থেকে পা পর্যন্ত একই রঙের পোশাক পরুন। একই রঙের না হলেও কাছাকাছি রঙের পোশাক আপনাকে অনেক স্লিম দেখাবে।
♦ যে ছবিটিতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেই ছবি ফলো করে ছবি তোলার চেষ্টা করুন।
সূত্রঃ বিডি প্রতিদিন
ছবিঃ সংগৃহীত