বিয়ের আগে ব্রাইডাল বিউটি ট্রিটমেন্ট
সব নারীর জীবনেই বিয়ের দিনটি অন্যতম গুরুত্বপূর্ন একটি দিন। এই বিশেষ দিনটিতে, সব নারীই চায় তাকে সবচেয়ে সুন্দর লাগুক। কারন এই দিনটিতে বউই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে বিয়ের দিনটিতে সুন্দর লাগার জন্যে বাড়তি কিছু কাজও করা উচিত, যেন আপনার দিনটিতে অবশ্যই আপনাকে সুন্দর লাগে। এখন বিভিন্ন বিউটি সেলুনেই, বিভিন্ন ধরনের প্রি-ব্রাইডাল বিউটি প্যাকেজ অফার থাকে, সেই সাথে এগুলো বেশ ব্যয় বহুলও। তাই আপনি যদি প্যাকেজগুলো না নিয়ে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজগুলোই করিয়ে নেন তাহলে সাধ্যের মধ্যে আপনার জন্য নিজেকে গুছিয়ে নেয়া সম্ভব।
জেনে নিন প্রয়োজনীয় বিউটি ট্রিটমেন্টগুলো যা আপনার জন্য বিয়ের দিনের আগে করে নেয়া জরুরী-
১. আইব্রো থ্রেডিং-
থ্রেডিং এখন প্রয়োজনীয় একটি বিষয়, হোক সেটা কোন স্পেশাল দিন অথবা আপনার বিয়ের দিন। আপনার আইব্রোগুলো শেপ করে নেয়ার জন্য থ্রেডিং করা হয়। বিয়ের ২ থেকে ৪ দিন আগে থেডিং করিয়ে নিন।
২. ওয়াক্সিং-
শরীরকে লোমমুক্ত করার জন্য ওয়াক্সিং করা হয়। বিয়ের দিনের ১ সপ্তাহ আগেই ওয়াক্সিং করিয়ে নিন। আর আপনার শরীরের অনেক বেশী অংশে যদি ওয়াক্সিং করানোর প্রয়োজন থাকে, তাহলে একদিনে সব অংশে না করিয়ে দুইদিনে করান এবং ওয়াক্সিং করানোর পর স্কিনের বাড়তি যত্ন নিন, যেন বিয়ের দিনটিতে আপনার শরীরে কোথাও লাল ছোপ ছোপ দাগ না থাকে।
৩. ফেশিয়াল-
দাগমুক্ত, গ্লোয়িং স্কিন বিয়ের দিন কে না চায়। আপনি যে ফেশিয়ালে অভ্যস্ত সেটা করাতে পারেন অথবা গোল্ড ফেশিয়াল, ডায়মন্ড ফেশিয়াল অথবা পার্ল ফেশিয়াল এর মধ্যে কোনটা বেছে নিতে পারেন।
৪. বডি পলিশিং-
আপনার স্কিন কে আরো বেশী সজীব এবং তারুণ্যদীপ্ত দেখানোর জন্য আপনি বডি পলিশিং ট্রিটমেন্ট করা তে পারেন। বডি পলিশিং এর মাধ্যমে স্কিনে স্ক্রাবিং এবং হাইড্রেট করা হয়।
৫. পেডিকিউর ও মেনিকিউর-
বিয়ের আগে পেডিকিওর এবং মেনিকিউর করে নিন, যেন আপনার হাত-পা গুলো আরো বেশী সুন্দর দেখায়।
৬. হেয়ার কালার-
এখন তো আর শুধু বয়সের কারনে চুল পাকে না, পরিবেশ দূষনও এখন অল্প বয়সেই চুল সাদা করে দিচ্ছে, আপনার যদি সাদা চুল কিছু থেকে থাকে সেগুলো কে অবশ্যই বিয়ের দিন আড়ালে রাখবেন যেন আপনাকে তরুনী লাগে। তাই চুলগুলো আগেই কালার করে নিন। কালার নির্বাচন করতে পারেন বার্গেন্ডি, ব্রাউন অথবা ব্ল্যাক থেকে। চেষ্টা করবেন ভালো কোন পার্লার থেকে কালার করে নিতে, নাহলে হেয়ার কালারের সাইড এফেক্ট আপনার বিয়ের দিনের সব রং নষ্ট করে দিতে পারে।
৭. হেয়ার স্পা-
হেয়ার স্পা করিয়ে নিন, বিয়ের দিনে নরম, সিল্কি চুল পাওয়ার জন্যে।
৮. বডি ম্যাসেজ-
বিয়ের দিন এর পরবর্তী কয়েকটি দিন অনেক বেশী মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, তাই বডি ম্যাসেজ করিয়ে নিন বিয়ের আগেই যেন এই মানসিক চাপ নেয়ার আগে আপনার শরীর কিছুটা রিল্যাক্স করিয়ে নিতে পারেন।
ছবিঃ সংগৃহীত