বিয়ের সব আয়োজন
বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকেই কনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চিন্তার এক কারণ হয়ে ওঠে বিয়ের সাজ, বাহন, স্থান এবং সবচেয়ে আকাক্সিক্ষত ফটোগ্রাফি। এগুলো আগে থেকে গুছিয়ে রাখলে পড়তে হবে না বিড়ম্বনায়।
পার্লার-
পারসোনা : পারসোনায় সর্বনিম্ন প্যাকেজটির মূল্য ১৭ হাজার ২৫০ টাকা, যার নাম এক্সক্লুসিভ ব্রাইডাল প্যাকেজ। মাঝামাঝি রেঞ্জের জমকালো ব্রাইডাল প্যাকেজ পাওয়া যাচ্ছে ২০ হাজার ৭০০ টাকায়। এই প্যাকেজে কনের হেয়ারস্টাইল হিসেবে নির্ধারিত থাকে শুধু খোঁপা; চুলের জন্য এই প্যাকেজে অন্য কোনো অপশন নেই। পারসোনার সবচেয়ে প্রিমিয়াম ব্রাইডাল প্যাকেজ পাওয়া যাচ্ছে ২৩ হাজার টাকায়, যেখানে মেকআপের পাশাপাশি হেয়ার এক্সটেনশন ও নেইল এক্সটেনশনও অন্তর্ভুক্ত থাকে।
অরা বিউটি লাউঞ্জ : অরা বিউটি লাউঞ্জে শুরু ১১ হাজার টাকা থেকে। এছাড়া আছে তাদের ১৪ হাজার টাকা ও ১৬ হাজার টাকার ব্রাইডাল মেকআপ, যা তাদের প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ নামে পরিচিত। বিয়ের মৌসুম উপলক্ষে অরা বিউটি লাউঞ্জে জানুয়ারি মাস পর্যন্ত একটি বিশেষ অফার চলছে।
জাহিদ খান ব্রাইডাল মেকওভার : ব্রাইডাল মেকওভার স্টুডিও জাহিদ খান ব্রাইডাল মেকওভারে রয়েছে কেবল দুটি এক্সক্লুসিভ প্যাকেজ ৩৫ হাজার ও ৪০ হাজার টাকা। দুই ক্ষেত্রেই মেকআপ করেন জাহিদ খান নিজেই। ৩৫ হাজার টাকার প্যাকেজে তিনি শুধু কনের ফেস মেকআপ করে থাকেন, আর হেয়ার, বিয়ের শাড়ি ড্রেপিংসহ অন্যান্য কাজ করে তার ইন-হাউস টিম।
রেড বিউটি স্যালন : তাদের সব প্যাকেজেই নেইল এক্সটেনশন, ফেসিয়াল ও নকল নখের সেট থাকে। ১০ হাজার টাকার প্যাকেজটি তাদের সর্বনিম্ন প্যাকেজ, এরপর রয়েছে ১২ হাজার টাকার প্যাকেজ, যাতে ব্রাইডাল মেহেদি ও চোখের ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। ১৫ হাজার ৫০০ টাকার প্যাকেজে সাজের পাশাপাশি কনে বিনা মূল্যেই পেয়ে যাবেন পছন্দ অনুযায়ী জমকালো ব্রাইডাল মেহেদি অথবা কনের সঙ্গে আসা কারও জন্য পার্টি মেকআপ।
বিয়ের ভেন্যু-
আধুনিক এবং অধিক সুবিধার সঙ্গে সুসজ্জিত ভেন্যু আপনাকে এবং আপনার অতিথিদের সন্তুষ্ট করতে সক্ষম।
কমিউনিটি সেন্টার : যদি আপনার বিয়েতে ৫০০-১৫০০ অতিথির আয়োজন থাকে এবং আপনার বিয়ের ভালো আয়োজন করার লক্ষ্যে থাকে, তবে আপনার বিয়ের ফাংশনের জন্য ঢাকার কমিউনিটি সেন্টারগুলোই আদর্শ। অধিকাংশ কমিউনিটি সেন্টারে ভালো মানের আধুনিক এবং ট্র্যাডিশনাল খাবার, ওয়েডিং স্টেজ এবং পার্কিং সুবিধাসহ প্রভৃতি সুবিধা পাবেন।
গার্ডেন রিসোর্ট : আপনার চিন্তাভাবনা যদি হয়ে থাকে বক্সের বাইরে। তবে গার্ডেন রিসোর্টগুলো আপনার জন্য উত্তম বিকল্প হতে পারে। ঢাকার গাজীপুরে এ রকম অসংখ্য গার্ডেন রিসোর্ট পাওয়ায় যায়।
হোটেল : আপনার বিয়েকে যদি বিলাসবহুলভাবে আয়োজন করতে চান। তবে ঢাকার সোনারগাঁও কিংবা রূপসী বাংলাকে নির্বাচন করতে পারেন। এসব হোটেলে ডিজে, ক্যাটারিং, পার্কিং, মঞ্চ সজ্জাসহ সব ধরনের সুবিধা পাবেন।
রেস্টুরেন্ট : যদি আপনার ৩০০+ অতিথি থেকে থাকে তবে রেস্টুরেন্ট আপনার জন্য উত্তম। এক্ষেত্রে আপনি চাইলে চাইনিজ রেস্টুরেন্টকেও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।
বিয়ের বাহন-
ফুলে ফুলে সাজানো বিয়ের গাড়ি দিয়েই সড়কে মূল যাতায়াতটা বেশি হয়। তবে বিয়ের অনুষ্ঠানের জায়গাটা অনেক বর-কনেই পার হন ঘোড়ার গাড়ি, পালকি বা বাহারি খাটিয়ায় চড়ে।
বিলাসবহুল গাড়ি : ভিন্নতা আনতে অনেকে ফোরহুইল ড্রাইভ গাড়িও ভাড়া করেন। চার ঘণ্টার জন্য টয়োটা প্রাডো পাওয়া যায় ৬ হাজার টাকায় এবং দিনপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকায়। হ্যারিয়ার অথবা মিতসুবিশি পাজেরো পাওয়া যায় ৬ হাজার টাকায় ৪ ঘণ্টা এবং ১৫ থেকে ১৮ হাজার টাকায় সারাদিনের জন্য।
ফটোগ্রাফি -
প্রি-ওয়েডিং বর্তমান বিয়ের ফটোগ্রাফিতে নতুন একটি ট্রেন্ড। বিয়ের আগে বিয়ের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মূলত কাপল এই প্রি-ওয়েডিং ফটোগ্রাফি করে থাকেন। এছাড়া আরও অনেক ধাপই আছে যা কিনা আগে থেকে ফটোগ্রাফারের সঙ্গে কথা বলে ঠিক করে রাখবে। যেমন- গেটিং রেডি, এন্ট্রি শট, ডিটেইলস, ডেকরের ছবি, ব্রাইড সিঙ্গল, গ্রুম সিঙ্গল, ব্রাইড-গ্রুম টুগেদার, মোমেন্টস, পোস্ট-ওয়েডিং।
সংগ্রহ- দৈনিক আমাদের সময়