ওভারনাইট হেয়ার মাস্ক

ওভারনাইট হেয়ার মাস্ক

চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে গেছে, চুলে ময়েশ্চারাইজার কমে গিয়ে খুব রাফ হয়ে গেছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যেন আপনার চুলগুলো রূক্ষ হয়ে উঠছে, কিন্তু দিনে যত্ন নেয়ার সময় পাচ্ছেন না, তাহলে রাতে যত্ন নিন, সারারাত চুলে লাগিয়ে রাখার মতো একটি হেয়ার মাস্কের রেসিপি জানাবো আজ।

কি কি লাগবে-

  • এলোভেরা
  • হেয়ার অয়েল: আমন্ড, অলিভ অয়েল
  • ভিটামিন ই ক্যাপসুল
  • লেবুর রস (ইচ্ছে না হলে বাদ দিতে পারেন)

কিভাবে তৈরি করবেন-

      

১. প্রথমে ২ টেবিল চামচ এলোভেরা জেল নিন একটি বাটিতে। আপনি বাজারে পাওয়া যায় এমন এলোভেরা জেলও ব্যবহার করতে পারেন আবার তাজা এলোভেরা জেলও নিতে পারেন।

    

২. এর সাথে ভিটামিন ই ক্যাপসুলের তেল বের করে মিশিয়ে নিন। আপনার চুল যদি বেশী বড় হয় তাহলে আপনি ২টা ক্যাপসুলও ব্যবহার করতে পারেন।তবে ২টার বেশী ব্যবহার করবেন না।

 

     

৩. এক চামচ আপনার পছন্দ মতো হেয়ার অয়েল নিন, অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল যেটা ইচ্ছা নিন।

      

৪. এক টেবিল চামচ লেবুর রস যোগ করুন, চাইলে এটা নাও দিতে পারেন, কারন অনেকের কাছে চুলে সারারাত লেবুর রস মেখে রাখা বিরক্তিকরও লাগতে পারে।

 

৫. সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। চুল কয়েক ভাগে ভাগ করে, এই মাস্কটি এবার চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসেজ করুন। একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে নিয়ে সারারাত রাখুন অথবা ২ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

২/৩ বার ব্যবহারের পর পার্থক্যটা আপনি নিজেই অনুভব করতে পারবেন।

 

ছবিঃ সংগৃহীত