প্রাকৃতিক উপায়ে ব্রনের দাগ দূর করুন

প্রাকৃতিক উপায়ে ব্রনের দাগ দূর করুন

কৈশোর থেকে শুরু করে যে কোন বয়সেই ব্রন উঠতে পারে, খুব কম মানুষই আছে যারা ব্রনের সমস্যায় পরেননি কখনো, ব্রন যতটা যন্ত্রনাদায়ক এবং বিরক্তিকর, তার চাইতে আরও বেশী বিরক্তিকর ব্রনের দীর্ঘস্থায়ী দাগ।

প্রাকৃতিক উপায়ে সেই ব্রনের দাগ দূর করবেন কিভাবে?

১. ভিটামিন ই ক্যাপসুল-

যদি আপনার ত্বক শুস্ক হয়ে থাকে, তাহলে এই উপায়টি আপনার জন্যে দারুন কাজ করবে। ভিটামিন ই ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বকের কোষ বৃদ্ধিতে সহায়তা করে। আপনি ভিটামিন ই ক্যাপসুল সরাসরি আপনার মুখের ব্রনের দাগে লাগাতে পারেন অথবা হালকা কোন ময়েশ্চারাইজার এর সাথে মিলিয়েও ব্যবহার করতে পারেন।

২. বাসায় অ্যালোভেরা প্লান্ট লাগিয়ে ফেলুন-

বিশুদ্ধ অ্যালোভেরা জেল ব্রনের দাগ দূর করতে বেশ কাজে দেয়। এটা ত্বকের অন্যান্য কালো দাগ এবং রোদে পোড়া ভাব কমাতেও বেশী কার্যকরী। বাসায় টবে অ্যালোভেরা প্লান্ট লাগিয়ে নিন, সহজেই বিশুদ্ধ অ্যালোভেরা জেল হাতের কাছে পাবেন। এই প্লান্ট তাড়াতাড়ি বাড়ে এবং তেমন যত্নের প্রয়োজন হয় না। ফ্রেশ অ্যালো জেল ‍মুখে লাগাতে পারেন অথবা সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। খুব স্পর্শকাতর ত্বক হলেও আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন।

৩. মেথি পেষ্ট-

মেথিতে আছে শক্তিশালী অ্যান্টি-অস্কিডেন্ট যা ত্বকের দাগ দূর করে সহজেই। ২ টেবিল চামচ মেথি ২ কাপ পানি দিয়ে মিডিয়াম আচেঁ সিদ্ধ করে নিন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে পেষ্ট তৈরি করে নিন। এই পেষ্টটি ফ্রিজে রেখে দিন, ঘুমুবার আগে ১০-১৫ মিনিট ব্রনের দাগগুলোতে লাগিয়ে রেখে, কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন।

৪. হলুদ এবং লেবুর রসের পেষ্ট-

এই পেষ্টটি ত্বকের ক্ষত সারাতে কার্যকর এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এর জুড়ি নেই।যদি লেবুর রসে আপনার ত্বকের কোন সমস্যা হয়, তাহলে এই পেষ্টে মধু মিশিয়ে নিন।

৫. আমন্ড পেষ্ট-

সারা রাত কয়েকটি আমন্ড পানিতে ভিজিয়ে রাখুন, উপরে খোসাগুলো ছাড়িয়ে নিন, তারপর বেটে পেষ্ট তৈরি করে নিন। এই পেষ্টের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন, আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। আমন্ডে আছে উচ্চমাত্রায় ভিটামিন ই আর মধু হলো প্রাকৃতিক জীবানুনাশক।

আরও কিছু টিপস:

১. ব্রনে হাত লাগাবেন না, কারন হাত লাগালে দাগ আরো বেশী গাঢ় হয়ে যায়।

২. মুখের ব্রনে হাত দিয়ে ব্রনের ফোলা ভাব বোঝার চেষ্টা করবেন না, আপনার হাত দিয়েই গাদা গাদা ব্যাকটেরিয়া আপনার মুখের ত্বকে লেগে যাচ্ছে।

৩. আপনার মোবাইল ফোনটিও পরিস্কার রাখুন।

৪. যতটুকু সম্ভব মুখের থেকে চুল দূরে রাখুন, চেষ্টা করুন বেধে রাখতে।

৫. অ্যালকোহল যুক্ত ফেসওয়াশ ব্যবহার করবেন না, এগুলো ত্বককে খুব বেশী শুস্ক করে দেয়।

৬. টি ট্রি অয়েল লাগাতে পারেন ব্রনে, এটি ব্যাকটেরিয়া মেরে ফেলে ব্রনকে বাড়তে দিবে না।

৭. ত্বকের মরা কোষ পরিস্কার করতে হোমমেড স্ক্র্যাব ব্যবহার করুন, কারন বাজারের স্ক্র্যাব থাকা বিভিন্ন কেমিক্যাল ব্রন কে আরো বাড়িয়ে তোলে।

 

ছবি- সংগৃহীত