কসমেটিকসের যত্ন নিন
কোনো অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে ডে আউট। আয়নার সামনে দাঁড়িয়ে একটু মেকআপ না করলেই নয়। এমন সাজের নেপথ্যে যারা, তাদের তো একটু যত্ন করতেই হয়। দেখে নেওয়া যাক কীভাবে সহজে যত্ন নিতে হয়।
স্টোর করুন ঠিকঠাক-
কসমেটিক ভালো রাখার জন্য ঠিকঠাক স্টোর করা জরুরি। এক্ষেত্রে ভালো কসমেটিস ব্যাগ কিনে সাজগোজের সব উপকরণ ব্যাগে একসঙ্গে রাখুন। এবং ব্যাগ তো আপনার সঙ্গেই থাকে, কিন্তু চেষ্টা করবেন এগুলোকে শুকনো ও ঠাণ্ডা জায়গায় রাখতে।
এক্সপায়ার ডেট দেখে নিন-
সাধের কসমেটিকসের এক্সপায়ারি ডেট যেন পেরিয়ে না যায়। সব কসমেটিকসেরই এক্সপায়ারি ডেট লেখা থাকে প্রোডাক্টের গায়ে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোকে ব্যবহার করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
টেক্সার দেখে নিন-
প্রাইমার, কনসিলার বা ফাউন্ডেশন এবং অন্যান্য প্রোডাক্টগুলো ব্যবহারের আগে এগুলোর যাচাই করে নিন। এর টেক্সার ও স্মেল (গন্ধ) না থাকলে, সেগুলো ব্যবহার না করাই ভালো। এ ছাড়া অনেক সময় এক্সপায়ারি ডেট থাকা সও্বেও সঠিক যত্নের অভাবে কসমেটিকস নষ্ট হয়ে যেতে পারে।
পরিষ্কার রাখুন-
মেকআপ কিটের নানারকম ব্রাশ খুবই কাজের। বিশেষজ্ঞরা তাই মেকআপ কিটের ব্রাশগুলোকে রোজই পরিষ্কার রাখার পরামর্শ দেন। মেকআপ ক্লিনিং স্প্রে দিয়ে মেকআপ ব্রাশ রোজ পরিষ্কার তো করবেনই, আর সপ্তাহে একবার গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিন। তবে ভালো করে শুকাতে কিন্তু ভুলবেন না।
জেনে রাখুন-
♦ কাজল ও লিপলাইনার ব্যবহার করার পর প্রতিবার সেগুলোকে ভালো শার্পনার দিয়ে ছুঁচালো করে কেটে রাখুন।
♦ কাজল ও লিপলাইনার অতিরিক্ত আর্দ্রতার ফলে নরম হয়ে অনেক সময় সেগুলোর ওপর ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই সেগুলো নরম হয়ে গেলে ফ্রিজে আধাঘণ্টা রেখে দিন।
♦ লিপস্টিক যতটা সম্ভব শুকনো ও ঠাণ্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। বেশি সময় ব্যবহারযোগ্য হবে।
♦ লিপস্টিক ব্যবহরের পর স্যালাইভা লেগে থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ব্যবহারের পর লিপস্টিকের উপরের অংশ পরিষ্কার করে নেবেন।
♦ নেইলপলিশ ব্যবহার করার পর ভালো করে মুখ বন্ধ করে রাখুন। এতে নেইলপলিশ অনেকদিন ভালো থাকবে।
♦ ফেস পাউডারের ছোট বক্স কেনাই ভালো। বড় বক্সে দীর্ঘদিন থাকার ফলে পাউডার জমাট বেঁধে যেতে পারে।
♦ যে কোনো রিমুভার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই রিমুভার ব্যবহারের সময় শিশি ঢেকে ব্যবহার করা উচিত।
♦ মেকআপ পাফ সপ্তাহে একবার গরম পানিতে ধুয়ে নিন।
♦ নিজের স্বাস্থ্যের কথা ভেবে অন্যের লিপস্টিক ব্যবহার না করাই ভালো।
♦ পুরনো এবং নতুন কসমেটিকস কখনই একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না।
♦ ব্লাশন দিয়ে মেকআপ করার পর, ব্রাশটি ধুয়ে শুকিয়ে টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে রাখা ভালো।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন