ঘর সাজাতে মানানসই কুশন

ঘর সাজাতে মানানসই কুশন

একসময় শুধু বসার ঘরে সোফা সেটের সঙ্গে দেখা গেলেও বর্তমানে রং সমাহারের কুশনগুলো শোভা বাড়াচ্ছে শোবার ঘরকেও। এমনকি পড়ার ঘরে কুশনের ব্যবহার দেখা যায়। বদল এসেছে কুশনের আকার-আকৃতিতেও। একটু ভিন্নতা আনার জন্য প্রতিটি কুশনের রং আলাদা হতে পারে। একেবারে সাদা বা কালো না রেখে কয়েকটি রঙের মিশেল রাখলে ভালো দেখায়। এতে অন্দরসাজে পরিবর্তন চলে আসবে। কুশন ব্যবহারের সময় ঘরের আয়তন, দেওয়ালের রং সবই মাথায় রাখতে হবে। জ্যামিতিক, ফুলেল ছাপা, লোকজ, মোগল, বাটিকসহ নানান নকশার কুশন কভার রয়েছে। রয়েছে ‘ফিচার’ কুশন, যা অন্য কুশনের সঙ্গে মিলিয়েও ব্যবহার করা যায়।

 

 

কুশনের কাটছাঁট-

চারকোনা ও গোল কুশনের সঙ্গে হাল সময়ে কিছু নতুন আকৃতির কুশন যোগ হয়েছে। বর্তমানে নানা কাজের কুশন ব্যবহার করা হচ্ছে। পুতুল আকৃতি বা  কোলবালিশের মতো কুশনও দেখা যায়। জ্যামিতিক, ত্রিকোণাকৃতি, আয়তকার কুশনও ব্যবহার করা হয়। এটা নির্ভর করবে আপনি কোন ঘরে কুশনটি রাখবেন। বাচ্চাদের ঘরের জন্য পুতুলের আকৃতি বা একটু কার্টুন আঁকা কুশন ভালো হবে। আবার গাড়ির জন্য হলে ছোট গোলাকৃতির কুশন হতে পারে। দোলনা ও মাদুরের জন্য চারকোনা কুশনই ভালো দেখাবে। তবে বর্তমানে শোবার খাটে রাখা তিন-চার সারির কুশনে থাকে তিন-চার আকৃতি। একটির পাশে আরেকটি রেখে রং আর ডিজাইনে রাখা হয় ভিন্নতা।

 

কিসের সঙ্গে মিল-

শুধু নজরকাড়া রং হলেই তো হলো না, মাথায় রাখতে হবে ঘরের চারপাশের রংকে। ঘরের আকৃতি থেকে শুরু করে আসবাবের অবস্থান, ঘরের রং সবকিছু মিলিয়েই বাছাই করতে হবে কুশন কাভারটি। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ঘরের পর্দার রং। অনেকে শুধু সোফা সেটের সঙ্গে মিলিয়ে কুশন কাভারটা তৈরি করেন। কিন্তু ঘরের আসল সৌন্দর্যে গুরুত্ব দিতে হবে পর্দার রং। বসার ঘরের পর্দা যদি গাঢ় রঙের হয় তাহলে কুশন কাভার একটু হালকা হলেই ভালো দেখাবে। আর হালকা রঙের পর্দার সঙ্গে বেছে নিতে পারেন গাঢ় রঙের কুশন। তবে তারতম্যটা যেন বেশি না হয়। দেওয়াল যদি সাদা বা চাপা সাদা রঙের হয় সে ক্ষেত্রে কুশন হতে পারে ক্রিম, হেজি হোয়াইট, অফ হোয়াইট বা পিচ কালারের মতো নরম রং।’ আবার চাইলে সম্পূর্ণ বিপরীত রঙের কুশন কাভার রাখতে পারেন। এ ক্ষেত্রে মানাবে কালো, গাঢ় চকলেট, গাঢ় লাল বা সবুজ এবং উষ্ণ রং। তবে বিপরীত রঙের কুশন হলে ঘর খানিকটা ছোট বলে মনে হবে। শোয়ার ঘরের জন্য চাদরের রং গুরুত্বপূর্ণ। সাধারণত হালকা রঙের চাদর ব্যবহারে একটা স্নিগ্ধ ভাব আসে। তাই কুশনটা সামান্য গাঢ় হলেই বেশি ভালো দেখায়। আসবাব যদি কাঠ, বেত অথবা বাঁশের হয় তবে কাভার হিসেবে অবশ্যই চেক বা স্ক্রিন প্রিন্ট করা তাঁতের সুতি কাপড় বেছে নিন।

 

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত