বাসায় করুন গোল্ড ফেশিয়াল ট্রিটমেন্ট

বাসায় করুন গোল্ড ফেশিয়াল ট্রিটমেন্ট

গোল্ড ফেশিয়াল ট্রিটমেন্ট এর অনেক বেনিফিট আছে, যদি বিউটি পারলারে করতে না চান, ঘরে বসেও করতে পারেন, এখন বাজারে গোল্ড ফেশিয়াল কিট কিনতে পাওয়া যায় সেটা দিয়েও অনায়াসে বাসায় বসে গোল্ড ফেশিয়াল করে নিতে পারেন।

আগে জেনে নিতে পারেন গোল্ড ফেশিয়াল ট্রিটমেন্ট এর বেনিফিটগুলো সম্পর্কে-

  • গোল্ড ফেশিয়াল শুস্ক অথবা তৈলাক্ত দুধরনের ত্বকের জন্যই ব্যবহার করা যায়।
  • এটা ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ায়
  • ত্বকের নতুন কোষ উৎপাদন বাড়ায়
  • ত্বকের টক্সিন বের করে দিতে সহায়তা করে
  • ত্বকের ইলাস্ট্রিসিটি বাড়ায়, ফলে ত্বক টান টান হয়
  • ত্বকের বলিরেখা কমায়।
  • কোন কোন বিশেষজ্ঞ বলেন এটা ত্বক ফর্সাও করে।

বাসায় বসে কিভাবে করবেন গোল্ড ফেশিয়াল-

সেক্ষেত্রে বাজার থেকে ভালো কোয়ালিটির গোল্ড ফেশিয়াল কিট কিনবেন। যদিও পারলারে করলে, প্রফেশনাল ম্যাসেজের মাধ্যমে করা হয় বলে এর বেনিফিট বেশী পাওয়া যায়, তবে ঘরে বসে করলেও সুবিধা খুব বেশী কম পাবেন না।

আপনাকে যা ফলো করতে হবে-

  • ফেশিয়াল কিটের গোল্ড ফেশিয়াল ক্লিনজার থাকলে সেটা দিয়ে ত্বক ভালোমতে পরিস্কার করে নিতে হবে, আর ক্লিনজার না থাকলে আপনার রেগুলার ক্লিনজার দিয়ে মুখ ভালোমতো পরিস্কার করে নিন।
  • কিটের গোল্ড স্ক্র্যাব দিয়ে ত্বকের মৃত কোষ তুলে ফেলুন।
  • গোল্ড ফেশিয়াল ক্রিম লাগিয়ে মুখে এবং গলায় লাগিয়ে আপওয়ার্ড স্ট্রোকে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করার পর কয়েক মিনিট ক্রিমটি মুখে রেখে দিতে হবে। তবে কিছু কিছু কিটে গোল্ড ক্রিম থাকে অথবা জেল থাকে, আবার কোন কিটে দুটোই থাকে, সেক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী লাগান। এবং ম্যাসেজ শেষ করে অপেক্ষা করে মুখ ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন।
  • এখন গোল্ড ফেশিয়াল মাস্ক লাগান। এই মাস্ক গোল্ড ফয়েল, এলোভেরা, হলুদের গুড়া ইত্যাদি উপাদান সমৃদ্ধ হয়ে থাকে। লাগানোর পর শুকানোর জন্য অপেক্ষা করুন যেন ত্বক ভালোমতো এই উপাদান গুলো শুষে নিতে পারে। এবার মাস্ক তুলে ফেলুন।
  • কিটে থাকলে সেই ময়েশ্চারাইজার লাগান অথবা আপনার রেগুলার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

গোল্ড ফেশিয়াল কিটের এটাই সাধারন ব্যবহার প্রণালী। তবে ব্র্যান্ড এবং পন্যভেদে ব্যবহারে কিছুটা পরিবর্তন থাকতে পারে।

 

ছবিঃ সংগৃহীত