চোখের শেপ অনুযায়ী আইলাইনার লাগান
চোখের মেকআপ সুন্দর না হলে আপনার মুখের পুরো মেকআপই খাপছাড়া মনে হতে পারে, চোখের মেকআপ এর ক্ষেত্রে আই লাইনার অত্যন্ত গুরুত্বপূর্ন। মানুষ ভেদে চোখের শেপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কারো চোখ ছোট, কারো চোখ বড়, কারো চোখ আবার পটলচেরা। ভিন্ন ভিন্ন মানুষের চোখের শেপের এই ভিন্নতার কারনেই, চোখ ছোট হলে অনেকে চান এমন ভাবে চোখ সাজাতে যেন চোখ কিছুটা বড় মনে হয়, আবার যাদের চোখ বড় তারা চান কিছুটা ছোট দেখাতে। তাছাড়া আপনার চোখ ছোট, বড় অথবা পটল চেরা যে ধরনেরই হোক না কেন আপনার চোখে আই লাইনার লাগানোর ক্ষেত্রে সচেতন না থাকলে, চোখের সৌন্দর্য সঠিক ভাবে তুলে ধরতে পারবেন না।
আপনিও কিছু টিপস দেখে নিতে পারেন, দেখুন আপনার চোখের শেপ অনুযায়ী আপনি কিভাবে আই লাইনার লাগাবেন।
আপনার চোখের শেপের সাথে মিলিয়ে আইলাইনার লাগান-
ছোট চোখের জন্য-
১. সহজে লাগানোর জন্য লিকুইড আইলাইনার বেছে নিন।
২. আপনার চোখের ৩/৪ চতুর্থাংশ জুড়ে, চোখের পাপড়ির লাইনের কাছ থেকে আইলাইনার চোখের উপর এবং নিচের অংশে লাগাবেন।
৩. চোখের ওয়াটার লাইনের ভিতরের অংশে সাদা লাইনার দিয়ে একে নিন, আপনার চোখ বড় মনে হবে।
৪. চোখের উপর এবং নিচের লাইন জোড়া লাগাবেন না, এতে আপনার চোখগুলো দেখতে বড় মনে হবে।
৫. এবার চোখে মাশকারা লাগিয়ে নিন।
বড় গোল চোখের জন্য-
আপনার চোখ যদি বেশ বড় হয় এবং একটু ছোট করে দেখাতে চান তাহলে নিচের টিপসগুলো অনুসরন করতে পারেনঃ
১. লিকুইড লাইনারের বদলে জেল লাইনার ব্যবহার করুন।
২. আপনার চোখের নিচের অংশতে একুট লাইনার লাগিয়ে স্কিনের সাথে স্মাজ করুন/মিশিয়ে নিন।
৩. চোখের উপরের অংশে লাগানোর সময় চোখের ওয়েট লাইন থেকে চোখের পুরো পাতায় লাগিয়ে নিন, এক্ষেত্রে চোখ আঁকার সময় চোখের ল্যাশ লাইনের কাছে আঁকবেন।
৪. এবার ল্যাশ লাইনের লাইনার টুকু ব্রাশ অথবা আঙ্গুলের সাহায্যে স্মাজ/মিশিয়ে নিন।
৫. স্মাজ করার মাধ্যমে আপনার চোখ কমনীয় লাগবে এবং কিছুটা চাপা মনে হবে।
৬. চোখের পাপড়িতে হালকা মাশকারা লাগিয়ে নিন।
আমন্ড শেপ চোখ/পটল চেরা চোখের জন্য-
আপনার চোখ যদি হয় আমন্ড শেপ এবং এই শেপকে যদি আরও একটু বাড়িয়ে নিতে চান তাহলে নিচের টিপস গুলো অনুসরন করুনঃ
১. পেন্সিল লাইনার ব্যবহার করে আপনার চোখের ওয়েট লাইন থেকে আঁকুন এবং একটু স্মাজ করে নিন।
২. এবার সেই পেন্সিল দিয়ে চোখের পাতার ওপরের অংশে চোখের পাপড়ির কাছাকাছি রেখে আকুন এবং স্মাজ করুন।
৩. এখন লিকুইড লাইনার দিয়ে চোখের ওপরের অংশে সরু করে একে নিন।
৪. চোখের পাপড়িতে মাশকারা লাগিয়ে নিন।