ঝলমলে ত্বক পেতে রাতের ফেস ট্রিটমেন্ট
সারাদিনের কর্মব্যস্ততায় আপনার ত্বকও নির্জীব হয়ে পড়ে, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের জন্যে কিছুটা মনোযোগ দিন, কিছুটা যত্ন নিন।সারারাত ত্বকের ভেতরে রিপেয়ারিং হয়, তাই যদি রাতে আপনি ত্বককে ভালোভাবে পরিস্কার করে নিতে পারেন, সকাল বেলা আপনি সতেজ এবং গ্লোয়িং ত্বক পেতে পারেন। তাহলে কিভাবে করবেন রাতের ফেস ট্রিটমেন্ট জানতে চান ?
কি কি লাগবে-
১. আমন্ড তেল- ত্বকের ডার্ক সার্কেল এবং চোখের নিচের ফোলা ভাব কমায়।এটা চোখের পাপড়ির গ্রোথ বাড়ায়।
২. কটন বল/ তুলা- আপনার কোমল ত্বকের ময়লা তুলা বা কটন বলের সাহায্যে সহযেই তুলতে পারবেন, ত্বকের উপর বাড়তি কোন চাপ পড়বে না।
৩. মেকআপ রিমুভার- আপনার মুখের সকল ময়লা এবং মেকআপ তুলার জন্য।
৪. গোলাপ জল- গোলাপ জল ত্বকের ময়লা তুলতে সাহায্য করে, টোনিং করে এবং ত্বককে শীতল করে।
পদ্ধতি-
১. কটন বল/তুলাতে মেকআপ রিমুভার নিন। আপনি যেই রিমুভার নিয়মিত ব্যবহার করেন, সেটাই ব্যবহার করবেন।এই তুলার সাহায্যে আপনার মুখের সব মেকআপ তুলে ফেলুন।
২. তুলাতে কিছুটা গোলাপজল নিন, সারা মুখে সেই তুলা দিয়ে কপাল থেকে শুরু নিচের দিকে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে মুখ পরিস্কার করুন।
৩. এখন আপনার ক্লিনিং এর গুরুত্বপূর্ন পর্যায়, আপনার হাতের তালুতে কয়েক ফোটা আমন্ড অয়েল নিন, আঙুলের সাহায্যে আপনার ডান চোখে সার্কুলার মোশনে লাগান। আপনার চোখের পাতার উপর দিকেও লাগান এবং চোখের উপরের পাপড়ি এবং নিচের পাপড়িতে যেন তেল লাগে সেটা নিশ্চিত করুন। এভাবে বাম চোখেও লাগান।
৪. আপনি চাইলে আপনার ভ্রুতেও এই তেল লাগাতে পারেন, এটি আপনার ভ্রু এর গ্রোথ বাড়াবে। আপনার ত্বক শুস্ক হলে আপনার ত্বক আমন্ড অয়েল বাড়তি ময়েশ্চারাইজার যোগাবে।
৫. এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার এবং নাইটক্রীম লাগান আর যদি আপনার কোন স্লিপিং মাস্ক থাকে, সেটাকে মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন।
পুরো এই প্রসেসটি সব মিলিয়ে ৫ মিনিট সময় লাগবে, সু্ন্দর ত্বক পেতে এই ৫ মিনিট সময় ব্যয় করতে নিশ্চই আপনি কৃপনতা করবেন না।
এখানে যে উপাদানগুলোর কথা বলা আছে খুব সহজেই এগুলো পাওয়া যায়, তাই ব্যয়বহুল হবে এই অযুহাতে ত্বকের এই যত্নটুকু আপনি এড়াতে পারবেন না। তাহলে আজকে রাত থেকেই শুরু করে দিন ত্বকের এই যত্নটুকু।
কয়েকদিন পরে আপনি কি রেজাল্ট পেলেন আমাদের কে জানাতে ভুলবেন না, লগ ইন করে আপনার মূল্যবান মতামত অন্যদের কে জানতে দিন।
ছবিঃ সংগৃহীত