জেড রোলার দিয়ে ফেস ম্যাসেজ
জেড রোলার দিয়ে ফেস ম্যাসেজ

জেড রোলার দিয়ে ফেস ম্যাসেজ

ফেশিয়াল কেয়ারের জন্য জেড রোলার শুধু বর্তমান সময়েই জনপ্রিয় হয়নি, বরং সেই সপ্তম শতক থেকেই চায়নীজ স্কিন কেয়ারে জেড রোলার জনপ্রিয় এর হিলিং এবং প্রোটেকটিভ উপাদানের জন্য। এই ফেশিয়াল ম্যাসেজারটির মাথার দুপ্রান্তে থাকা জেড পাথর মুখের ফোলা ভাব কমায়, ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং ফাইন লাইন এবং রিংকেল দূর করতে সাহায্য করে।জেনে নিন কিভাবে ব্যবহার করবেন জেড রোলার।

বার্ধক্য রোধে জেড রোলিং-

জেড রোলার মুখের ফোলা ভাব কমায়, মুখে এবং গলায় থাকা লিম্ফেটিক সিস্টেম কে শিথিল করার মাধ্যমে। এর অন্যান্য বেনিফিট গুলো হলো, এটি ত্বক পরিস্কার এবং উজ্জ্বল করে, লোমকূপ টাইট করে, মুখের ফাইন লাইন কমায় এবং মুখের ব্লাড সার্কুলেশন বাড়ায়।

কিভাবে কার্যকর ভাবে জেড রোলার ব্যবহার করবেন-

১. কুলিং এফেক্ট পেতে ব্যবহারে আগে আপনার জেড রোলারটি কয়েক মিনিট ফ্রিজে রাখুন।

২. গোসলের পর অথবা মুখ পরিস্কার করার পর মুখের লোমকূপ গুলো খোলা থাকে, সেই সময় জেড রোলার ব্যবহার করার চেষ্টা করুন।

৩. আপনি নিয়মিত যে ফেস সিরাম বা লোশন মুখে লাগান সেটি লাগিয়ে নিন।

৪. আপনার দুচোখের নিচের মুখের মধ্য অংশ থেকে শুরু করুন, সবসময় উপরের দিকে মুভ করাবেন, চিক  বোনের দিকে, কখনো হেয়ার লাইনের দিকে, তারপর জ লাইনের দিকে, সবসময় আপওয়ার্ড মুভমেন্টে এটি চালনা করবেন। নিচের চিন থেকে কান পর্যন্তও একই নিয়মে মুভ করাবেন। সবশেষে গলায় নিচ থেকে থুতনি পর্যন্ত উপরের দিকে মুভ করাবেন।

৫. জেড রোলারের ছোট মাথার অংশটি দিয়ে চোখ এবং আইব্রোতে ব্যবহার করবেন।

৬. পরবর্তীতে ব্যবহারের জন্য ধুয়ে-মুছে রেখে দিন।

 

ছবিঃ সংগৃহীত