বর্ষায় সাজ-পোশাক

বর্ষায় সাজ-পোশাক

বর্ষণমুখর প্রকৃতি মুগ্ধ করলেও ঘরে বসে বর্ষাযাপন করার সুযোগ কজনের ভাগ্যে জোটে। প্রয়োজনের তাগিদে বর্ষাকে সঙ্গী করেই যেতে হয় ঘরের বাইরে। তাই বলে বর্ষার দিনে সুন্দর জামাকাপড় পরবেন না, তা কি হয়! এ সময় বর্ষা উপযোগী সাজপোশাকে অনায়াসে যেতে পারেন ঘরের বাইরে। ফ্যাশন ডিজাইনার সৌমিক দাস বলেন, বর্ষায় প্রকৃতির যে মোহময় রূপ ফুটে ওঠে সেটা তুলে ধরতে পারেন বর্ষার পোশাকে। বর্ষায় পোশাকে প্রাধান্য দেওয়া হচ্ছে লতাপাতা, ফুল আর প্রকৃতি। বর্ষার শাড়ির আলাদা আবেদন রয়েছে। এ সময় শখের বশেও অনেকে শাড়ি পরেন। শখের শাড়ি কিংবা নিত্যদিনের শাড়িতে বেছে নিতে পারেন প্রকৃতির রঙনকশা। সালোয়ার-কামিজেও থাকতে পারে এ ধরনের নকশা। সুতি আরামদায়ক হলেও বৃষ্টিবাদলায় সুবিধাজনক হবে শিফন, জর্জেট, সিল্কের পোশাক। কারণ এ ধরনের কাপড়ে কাদাপানি লাগলেও চট করে শুকিয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে ভালো লাগবে সিল্ক, হাফসিল্ক ধরনের শাড়ি। শাড়ির সঙ্গে হাতাকাটা অথবা ছোট হাতার ব্লাউজ স্টাইলিশ এবং আরামদায়ক হবে। অন্য পোশাক পরতে চাইলে মানাবে জর্জেটের টপস, কুর্তি, সালোয়ার-কামিজ প্রভৃতি।

 

পোশাক গায়ে জড়িয়ে অনুভব করতে পারেন ঋতুটাকেও। একটা সময় ছিল যখন বর্ষার পোশাক মানেই নীল রঙকে বোঝানো হতো। এখন নীলের পাশাপাশি সবুজ, কমলা, ধূসর রঙও দেখা যায় পোশাকে। প্রকৃতি থেকে পোশাকের রঙ বেছে নেন কে-ক্র্যাফটের ডিজাইনার শাহনাজ খান। বলেন, ‘একেক ঋতুতে প্রকৃতিতে একেক রঙ দেখা দেয়। নীল, সবুজ, ধূসরসহ বর্ষার প্রকৃতির বিভিন্ন রঙের হালকা এবং গাঢ় শেডের সমন্বয়ে পোশাক তৈরি করা হয়েছে এ বছর।’ বর্ষার প্রকৃতির নানারঙে সাজতে পারেন আপনিও।

 

সাজতে পারেন বর্ষার সাজেও। তবে রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বর্ষায় পানি নিরোধক সাজ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। পোশাকের মতো জুতা, ব্যাগও হওয়া প্রয়োজন পানি নিরোধক। তা হলে আর চলতে ফিরতে বর্ষার বিড়ম্বনায় পড়তে হবে না। আফরোজা পারভীন বলেন, ওয়াটার প্রুফ প্রসাধন সামগ্রী রাখুন বর্ষার সাজে। বেইজ মেকআপের ক্ষেত্রে ন্যাচারাল লুক বেছে নিন। ভারী মেকআপের পরিবর্তে শুধু ফেসপাউডার দিয়ে বেইজ মেকআপ করলে ভালো লাগবে। লাইট টোন শ্যাডো এবং ব্লাশন দিন। ওয়াটার প্রুফ মাশকারা লাগাতে পারেন। কাজল এবং মাশকারা এখন ফ্যাশনে তেমন চলছে না, তাই এ দুটো এড়িয়ে যেতে পারেন। সবশেষে পছন্দমতো রঙের লিপস্টিক লাগিয়ে নিন। ঘন নীল বরষায় সাজতে পারেন নীল সাজেও। এমন সাজে নীল পোশাকের সঙ্গে লাগিয়ে নিন নীল কাজল, আইলাইনার আর একটা নীল টিপ। এ সময় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ফুল বিক্রেতা শিশুর হাতের বেলি, কদম যেন শহরজুড়ে ছড়িয়ে দেয় বর্ষার বার্তা। বর্ষার এই ফুল জড়িয়ে নিতে পারেন আপনার চুলেও। খোলা কিংবা বাঁধা যে কোনো চুলের সাজেই ফুল আনবে বর্ষার আমেজ। হাতে কিংবা মাথায় শুধু বেলি ফুলের মালা পেঁচিয়েও হয়ে উঠতে পারেন নজরকাড়া।

 

সূত্রঃ দৈনিক অামাদের সময়

ছবিঃ সংগগৃহীত