ভেঙে যাওয়া কমপ্যাক্ট, আইশ্যাডো বা ব্লাশ ফিক্স করবেন কিভাবে

ভেঙে যাওয়া কমপ্যাক্ট, আইশ্যাডো বা ব্লাশ ফিক্স করবেন কিভাবে

হাত থেকে পড়ে বা অসাবধানতায় হঠাৎ করে কোন কিছুতে লেগে কমপ্যাক্ট, আইশ্যাডো, ব্রোঞ্জার বা ব্লাশ পড়ে গুড়ো হয়ে যায়। এটা দেখে মন খারাপ হয় গেল দাম দিয়ে কিনলেন, প্রয়োজনীয় জিনিস এখন এভাবে ফেলে দিতে হবে?

অথচ এটি কিন্তু সহজেই আপনি আগের মতো ফিক্স করে নিতে পারেন যা পুনরায় আগের মতোই ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নিন কিভাবে ফিক্স করবেন ভেঙে যাওয়া কমপ্যাক্ট, আইশ্যাডো, ব্রোঞ্জার বা ব্লাশ।

১. স্টেপ ১- কমপ্যাক্ট, ব্রোঞ্জার বা শ্যাডোর কৌটাটি প্লাস্টিক দিয়ে পেচিয়ে নিন তারপর উপর থেকে চাপ দিয়ে যেগুলো বাকি আছে সেগুলোও গুড়ো করে নিন।

২. স্টেপ ২- পেচানো প্লাস্টিক টি তুলে ফেলুন, এবার শ্যাডোর কৌটাতে কমপক্ষে ৫ ফোঁটা অ্যালকোহল দিন, যদি প্রোডাক্টের পরিমান অনুযায়ী অ্যালকোহল আরো বেশী লাগে তাহলে সেটা যোগ করুন।

৩. স্টেপ ৩- এখন একটি ছুরি বা কাঠের স্প্যাচুলা দিয়ে উপর থেকে চেপে চেপে সমান করে নিন।

৪. স্টেপ ৪- পাউডার শুকিয়ে গেলে, চারপাশে বাড়তি লেগে থাকা অংশগুলো পরিস্কার করে নিন এবং ঢেকে রাখুন।

এবার শ্যাডোটি স্মুথ হয়ে আসলে, সারারাত রেখে দিন অ্যালকোহল শুকিয়ে যাওয়ার জন্যে। শুকিয়ে যাওয়ার পর আপনার ব্রোঞ্জার, কমপ্যাক্ট বা শ্যাডো যেটাই হোক ব্যবহারের জন্যে তৈরি, দেখবেন শুকানোর পর অ্যালকোহলের গন্ধটাও চলে গেছে।

 

সতকর্তা- অ্যালকোহল হিসেবে নেইল পলিশ রিমুভার কে ব্যবহার করবেন না।

 

ছবিঃ সংগৃহীত