নানা রকমের আইস কিউব দিয়ে ত্বকচর্চা

নানা রকমের আইস কিউব দিয়ে ত্বকচর্চা

সৌন্দর্যচর্চায় বরফের ব্যবহার নতুন নয়। বিশুদ্ধ পানির বরফের পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন হারবাল আইস কিউব ব্যবহারের। ত্বকবান্ধব আইস কিউবের ব্যবহার ও কার্যকারিতা জানাচ্ছেন বিথি’স হারবালের রূপবিশেষজ্ঞ বিথি চৌধুরী

আইস কিউব-

সাধারণ পানির বরফ ত্বকের জন্য উপকারী—এটা মোটামুটি সবাই জানি। মেকআপের আগে ত্বকে এক টুকরা বরফ ঘষে নিলে ত্বকে মেকআপ সহজে মিশে যায় এবং দীর্ঘস্থায়ী হয়। দিনের শুরুতে এক টুকরা আইস কিউব ম্যাসাজ তৈলাক্ত ত্বকের তেল নিঃসরণ কমাতে সাহায্য করে। ত্বকে ব্রণের প্রকোপ কমাতে সাহায্য করে। চোখের নিচের ফোলাভাব কমাতে পাতলা সুতি কাপড়ে মুছে বরফ সেঁক খুব কাজে দেয়। রোদ থেকে ফিরে এক টুকরা বরফ ম্যাসাজ করলে সানবার্নের ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।

 

ডাব-

ডাবের পানিতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড, ভিটামিন ‘সি’, এনজাইম, অ্যামিনো এসিড ও প্রয়োজনীয় মিনারেল। নিয়মিত রোদে বের হতে হলে ডাবের পানির বরফ হতে পারে ত্বকের পরম বন্ধু। কচি ডাবের পানি আইস ট্রে-তে জমিয়ে নিন। এরপর জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। ১০ দিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। বাইরে থেকে ফিরে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর এক টুকরা বরফ নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফল পেতে ঘুম থেকে উঠে এবং বাইরে থেকে ফিরে দুবার ব্যবহার করুন। রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জৌলুস ফিরিয়ে দেবে ডাবের বরফ।

 

শসা-লেবু-

শসা গ্রেট করে রস করে নিন। আধা কাপ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে বরফ বানিয়ে নিন। এই আইস কিউব ত্বক কোমল করে এবং ক্লান্তিভাব দূর করে ত্বকে আনবে সজীবতা। নিয়মিত ত্বকের যেকোনো দাগ-ছোপ কমাতে সাহায্য করে। এই গরমের জন্য সব ধরনের ত্বকে বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী।

 

চা ও পুদিনা-

এক কাপ ফুটন্ত গরম পানিতে একটি গ্রিন টি ব্যাগ ও ১ চা চামচ পুদিনা কুচি মিশিয়ে ঢেকে রাখুন। ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে বরফ বানিয়ে নিন। এই আইস কিউব ত্বকের অতিরিক্ত তেলের সমস্যা রোধে সাহায্য করে। ব্রণ ও ফুসকুড়ি সারায়। লোমকূপগুলো গভীর থেকে পরিষ্কার করে। ব্ল্যাকহেডস আর হোয়াইট হেডসের সমস্যা থেকে মিলবে মুক্তি। দিনের যেকোনো সুবিধামতো সময়ে ত্বকে বুলিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিলেই হবে।

 

দুধ-মধু-

শুষ্ক ত্বকের অব্যর্থ দাওয়াই। আধা কাপ তরল দুধের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে বরফ বানিয়ে নিন। রাতের শোবার আগে ত্বকে ম্যাসাজ করে ১৫ মিনিট পর ধুয়ে নিন। ত্বকের ভেতর থেকে ময়লা পরিষ্কার করার পাশাপাশি প্রাকৃতিক ময়েশ্চারাইজ করে। নিয়মিত ব্যবহারে ত্বক টান টান ও উজ্জ্বল হবে। সহজে বলিরেখা পড়বে না।

 

নিম-হলুদ-

একমুঠ নিমপাতা পানিতে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে নিন। আধা কাপ নিমের পানির সঙ্গে ১ টেবিল চামচ হলুদ গুঁড়া ও ২ টেবিল চামচ এলোভেরা জেল মিশিয়ে ব্লেন্ড করুন। আইস ট্রেতে বরফ জমিয়ে নিন। স্পর্শকাতর ত্বকের জন্য বেশ উপকারী এই নিম-হলুদের বরফ। এলার্জি, ব্রণ, র‌্যাশ সহ ত্বকের যেকোনো সমস্যায় নিশ্চিন্তে ব্যবহার করুন। ব্যবহার করতে হবে সন্ধ্যার পর যেকোনো সময়। এই বরফ ব্যবহারের ১২ ঘণ্টার মধ্যে রোদ এড়িয়ে চলুন। পরের দিন রোদে বের হতে হলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

ছবিঃ সংগৃহীত