ঠোঁটের জন্য প্রাকৃতিক স্ক্র্যাব
ঠোঁট শুস্ক হয়ে গেলে দেখতে শুধু নিস্প্রভই লাগে না, এটা বেশ যন্ত্রনাদায়কও। সাধারনত শীতকালে শুস্ক আবহাওয়ায় ঠোঁট বেশী ফেটে যায় তবে অনেকের ত্বক শুস্ক হওয়ার কারনে সারাবছরই ঠোঁট ফাটার সমস্যা থাকে। এছাড়া ঠোঁটে মরা কোষ এক্সফ্লোয়েট না করলে সেগুলো ঠোঁটে জমেও ঠোঁট আরো বেশী শুস্ক এবং মলিন করে তোলে। ঘরে বসেই ঠোঁটের জন্য তৈরি করে নিন স্ক্র্যাব, ঝড়িয়ে ফেলুন ঠোঁটের ডেড সেল।
১. মধু-চিনির স্ক্র্যাব-
নারিকেল তেল, ব্রাউন সুগার আর মধু নিন। সবগুলো উপাদান একসাথে নিয়ে ঠোঁটে লাগিয়ে আঙুল দিয়ে ঘষুন কয়েক মিনিট তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. কফির লিপ স্ক্র্যাব-
এক টেবিল চামচ কফির সাথে অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। ৫মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. লেমোনেড লিপ স্ক্র্যাব-
লেবুর রসের সাথে চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে মৃদু হাতে এক্সফ্লোয়েট করুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. অলিভ অয়েল এবং চিনির স্ক্র্যাব-
অল্প পরিমান অলিভ অয়েলের সাথে কিছুটা চিনি মিশিয়ে নিন। এটা ঠোঁটে লাগান এক্সফ্লোয়েট এর জন্য ম্যাসেজ করুন। কিছুক্ষন পর ধুয়ে ফেলুন।
৫. টুথব্রাশ টেকনিক-
ঠোঁটে ভ্যাসলিন পুরু করে লাগিয়ে নিন, তারপর একটি সফট টুথব্রাশ দিয়ে ঠোঁটের উপর হালকা ভাবে ব্রাশ করুন, ঠোঁটের ডেড সেল উঠে আসবে। চেষ্টা করবেন আপনার দাতেঁর রেগুলার ব্রাশের বদলে ঠোঁটের জন্য আলাদা বেবী ব্রাশ ব্যবহার করতে। অনেকে ঠোটেঁ আর্দ্রতা বজায় রাখতে লিপ বামের মতো পেট্রোলিয়াম জেলী ব্যবহার করেন, তবে বেশী ভালো হয় যদি এক্ষেত্রে লিপ বাম নিয়মিত ব্যবহার করেন।
৬. গ্লিসারিন এবং গোলাপজলের স্ক্র্যাব-
গোলাপ জলের ব্যবহার সৌন্দর্য চর্চায় বেশ কার্যকরী। তাহলে ঠোঁটেও কেন আপনি ব্যবহার করবেন না? অল্প গ্লিসারিনের সাথে গোলাপ জল মিশিয়ে নিন, তারপর ঠোঁটে লাগান এভাবে সারারাত রেখে দিতে পারেন ঠোটঁ যেন শুষে নিতে পারে।
ছবিঃ সংগৃহীত