আপনার মুখের কোন ৭টি স্থানে হাইলাইটার ব্যবহার করবেন ?
হাইলাইটার পাউডার এবং লিকুইড দুই ফর্মেটেই পাওয়া যায়। হাইলাইটার মুখে সতেজ ভাব নিয়ে আসে, আপনাকে তাই জানতে হবে কোন কোন স্থানগুলো আপনি হাইলাইট করবেন।
আপনি মুখের ৭টি স্থান হাইলাইট করবেনঃ
১. নাকের উপরের অংশ-
আপনি চাইলে নাকের আগা হাইলাইট করতে পারেন অথবা নাকের ব্রিজের অংশটুকু হাইলাইট করে নাক খাড়া দেখাতে পারেন।
২. কিউপিড বো-
আপনার ঠোঁটের উপরের অংশ, কিউপিড বো হাইলাইট করুন।
৩. আইব্রো আর্চ এর নিচের অংশ-
আপনার আইব্রো এর আর্চের(ধনুকের মতো বাকা) নিচের অংশটুকু হাইলাইট করুন, ভ্রু দেখতে সজীব এবং ডিফাইনড লাগবে।
৪. আইব্রো এর উপরের অংশ-
আইব্রো এর নিচের অংশের মতো উপরের অংশ হাইলাইট করাও গুরুত্বপূর্ন। এতে ভ্রুয়ের শেপ ডিফাইন করবে এবং চোখ বড় লাগবে।
৫. চিকবোন-
অধিকাংশ মানুষই চিকবোনে হাইলাইটার এপ্লাই করে। এর মাধ্যমে মুখের স্ট্রাকচার সুন্দর ভাবে ডিফাইন করার যায় এবং ত্বক আরো বেশী তারুণ্যদীপ্ত মনে হয়।
৬. কপালের মাঝখানে-
হাইলাইটার দিয়ে আপনি মুখের উচুঁ অংশগুলোকে হাইলাইট করবেন। এর মধ্যে কপালের মাঝখানের অংশও আছে। মুখে যখন ব্রোঞ্জার এপ্লাই করবেন, তখন কপালের মাঝখানে হাইলাইট করলে মুখ কে ভালো মতো কনট্যুরড মনে হয়।
৭. চিবুকের মাঝখানে-
হাইলাইট করার অন্য হাই পয়েন্ট হলো চিবুক। এই অংশটুকু হাইলাইট করা হয়তো আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হবে কিন্তু এটা করলে আপনি মুখের শেপকে আরো ভালো ভাবে ডিফাইন্ড করার সুযোগ পাবেন।
ছবিঃ সংগৃহীত