কেন আপনার ভ্রু দেখতে অন্যের মতো সুন্দর লাগে না ?

কেন আপনার ভ্রু দেখতে অন্যের মতো সুন্দর লাগে না ?

অন্যের ভ্রু দেখতে সুন্দর লাগে, আপনারটি কেন লাগে না সেটা বুঝতে পারেন না ? ভ্রু ফেসের ফ্রেম ঠিক করে সঠিক স্ট্রাকচার দেখায়। তাই আপনার ভ্রুর ছোট আর্চের অংশটুকুতে মনোযোগ দিন সবসময়।এছাড়া আরো কিছু বিষয় মনে রাখতে হবে।

 

১. খুব বেশী গাঢ়-

আপনি আইব্রো পেন্সিল অথবা ব্রো পাউডার কে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আঁকুন অথবা ব্রো মাশকারা ব্যবহার করুন। সেটা দিয়ে খুব গাঢ় করে ভ্রু আকঁলে, দেখতে নকল মনে হবে। ছোট ছোট স্ট্রোক দিয়ে, চুলের মতো স্ট্রোক ব্যবহার করে ভ্রু ভরিয়ে নিন।

 

২. ভ্রুয়ের লেজ অনেক বেশী প্রসারিত-

আপনার ভ্রুয়ের শেষাংশ যদি অনেক বেশী লম্বা করে রাখেন, তাহলে আপনার ফেস ডা্উন মনে হতে পারে। আপনার ভ্রু ন্যাচারালি একটি স্থানে যেয়ে শেষ হয়, যেখান থেকে ফেস লিফট হয়, এবং এটা আপনাকে মেইনটেইন করতে হবে। আর সঠিক কোন স্থানটি ভ্রুয়ের শেষ প্রান্ত হবে নির্ধারন করে নিতে চাইলে, ব্রো পেন্সিলটি নিয়ে নাকের পাশে ধরে আপনার চোখের প্রান্ত পর্যন্ত ধরুন। পেন্সিলের প্রান্তটি যেখানে আপনার ব্রো বোনকে স্পর্শ করবে, সে স্থানটি আপনার ভ্রুয়ের শেষ প্রান্ত হবে।

 

৩. ভ্রুয়ের আর্চ খুব বেশী উচুঁ-

বেশী উচুঁ আর্চের কারনে আপনাকে স্বাভাবিক অবস্থায়ও অনেক বিস্মিত বা রাগী মনে হতে পারে। তাই কিভাবে আপনি ঠিক করবেন আর্চ কতটুকু হবে ? আপনার নাকের পাশে্ ব্রো পেন্সিল ধরুন, সেখানে থেকে আড়াআড়ি ভাবে চোখের মধ্যবিন্দুতে লাইন আপ করুন।ন্যাচারালি এটাই আপনার আর্চের সবচেয়ে উচুঁ অংশ হবে।

 

৪. ভ্রু ঠিকমতো শেপ করা নয়-

ভ্রু ঠিকমতো শেপ করা না থাকলে ফেস কে ঠিকমতো শার্প মনে হয় না। তাই আইব্রো নিয়মিত প্লাক করুন।

 

৫. ভ্রু বেশী প্লাক করা হয়েছে-

যদি আপনার বিউটিশিয়ান প্লাক করার সময় ভুলে বেশী অংশ তুলে ফেলে, সেটা আপনার চেহারার ফ্রেমকে নষ্ট করে দেয়। সেই বাড়তি তুলে ফেলা অংশটুকুতে ব্রো পাউডার একটি অ্যাঙ্গেলড ব্রাশ বা পেন্সিলের সাহায্যে লাগিয়ে নিন। তারপর মাশকারা ব্রাশ দিয়ে ভ্রু সেট করে নিন।

 

৬. অনেক বেশী হাইলাইটার ব্যবহার-

আপনার ভ্রুয়ে খুব বেশী হাইলাইটার দিয়ে আউটলাইন তৈরি করলে, আর্চের উপর স্পটলাইট পড়ে বেশী। তাই অল্প হাইলাইটার ব্যবহার করুন অথবা আপনার স্কিন টোনের চেয়ে এক শেড লাইটার কনসিলার লাগান, আপনার ব্রো এরিয়া ব্রাইট দেখানোর জন্য।

 

৭. ভ্রু খুব গাঢ় করে আকাঁ-

আপনার ভ্রু খুব গাঢ় করে আকঁবেন না, আপনার স্কিন টোনের সাথে মিলিয়ে হালকা শেডে আকুঁন। আর যদি কিছুটা ডার্ক দেখাতে চান তাহলে ব্রো মাশকারা দিয়ে হালকা ভাবে সোয়াইপ করে নিন।

 

৮. ঠিকমতো ব্লেন্ড করেন না-

আপনার ব্রো পেন্সিল দিয়ে ভ্রু আকাঁর পর যদি, ব্রাশের সাহায্যে মিশিয়ে না দেন, সেটা দেখতে ন্যাচারাল মনে হবে না।

 

 

 

 

ছবিঃ সংগৃহীত