পোশাকের সাথে গয়না নির্বাচন
আজকাল একটি গয়নাতেই মেয়েরা ফুটিয়ে তুলছেন নিজের স্টাইল স্টেটমেন্ট।
শাড়ির সঙ্গে-
আজ কী পরছেন? শাড়ি? তাহলে সঙ্গে কানে পরে নিন বড় কোনো ঝুমকা। গলা খালি থাক, ক্ষতি নেই। এই লুকে আভিজাত্যের ছোঁয়া থাকবে। সাজটাও ওভাররেটেড মনে হবে না। দুলের বদলে গলায় চোকার বা ভরাট একটি নেকলেসও পরতে পারেন, সে ক্ষেত্রে কানে ছোট কানপাশা পরে নিতে পারেন। বড় লম্বা মালা পরলেও দারুণ দেখাবে। কোন অনুষ্ঠান বা আয়োজনে শাড়ি পরছেন তার ওপরও নির্ভর করবে গয়নার নির্বাচন। জমকালো গয়নার সঙ্গে পরার জন্য বেছে নিন একরঙা শাড়ি। সুতি কিংবা দেশি শাড়ির সঙ্গে মাটি, তামা, ব্রোঞ্জ বা কাঠের গয়না মানাবে। আবার বেনারসি, সিল্ক বা কাতানের বেলায় বেছে নিন পাথর বা কুন্দনের গয়না।
এবার চুল ঠিক করার পালা। গলায় হার পরলে চুলে খোঁপা করাই হবে বুদ্ধিমানের কাজ। এতে গলার হারটি প্রাধান্য পাবে লুকে। চুল পিঠের ওপর ছেড়ে দিলে বেছে নিন বড় কানের দুল বা পাশা। অথবা করতে পারেন হাত খোঁপাও।
জিন্স-টপসে ফিউশন-
জিন্স আর টপসের মতো পশ্চিমা পোশাকের সঙ্গে সনাতনী দেশি গয়না পরেই এখর ফিউশন স্টাইল করছে মেয়েরা। টপস যদি হয় গলা বন্ধ বা হাইনেক, তাহলে পরুন সরু লকেট। হাফ হাতা টপসের সঙ্গে মানিয়ে হাতে পরা যায় কয়েকটি বালা। তবে এটি দুই হাতের চেয়ে এক হাতেই বেশি মানাবে। বালা কিংবা ব্রেসলেট তামা, ব্রোঞ্জ, লোহা, কাঠ এমনকি মাটির হলেও দারুণ লাগে।
বিডসের ব্রেসলেটও ভালো লাগবে। যেহেতু এক হাতে পরছেন, তাই একটি না পরে, একসঙ্গে কয়েকটি পরতে পারেন। হালকা মেকআপ ছাড়া চুলই ভালো মানিয়ে যাবে এই ফিউশন লুকে। আর যাদের চুল লম্বা, তারা বেণী করে একপাশে ছড়িয়ে রাখলেও ভালো দেখাবে। রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী
আফরোজা পারভীন বলেন, এ ক্ষেত্রে ঠোঁটের সাজে গুরুত্ব দেওয়া যায়। পছন্দের গাঢ় রঙের লিপস্টিক দিয়ে রাঙিয়ে নিন ঠোঁট।
কুর্তির সঙ্গে-
চলতে পারে চওড়া ব্রেসলেট কিংবা গলায় পরে নিন সরু লম্বা মপচেইন অথবা ঝোলানো মালা। কুর্তির গলা খানিকটা খোলা হলে, চোকার জাতীয় নেকলেসও দারুণ মানাবে। যেহেতু গরম পড়ে যাচ্ছে, তাই চুলে উঁচু করে পনিটেইল করলে কুর্তির সঙ্গে মানিয়ে যাবে, বললেন আফরোজা। এক পাশে বেণী কিংবা এলোমেলো খোঁপা করলেও চলে। মেকআপে বেছে নিন পশ্চিমা ধাঁচ। অর্থাত্ হালকা মেকআপে চোখের সাজটা গাঢ় করতে পারেন।
যেকোনো পোশাকে নিজের ইচ্ছা এবং স্বাচ্ছন্দ্যকেই গুরুত্ব দিন। আয়নায় নিজেকে যে লুকে সবচেয়ে ভালো লাগবে এবং স্বাচ্ছন্দ্যবোধ করবেন, সেটাই হওয়া উচিত আপনার স্টাইল।
পোশাক যখন সালোয়ার-কামিজ-
পার্টি কিংবা বিশেষ উপলক্ষের কামিজে সাধারণত অনেক কাজ থাকে, তাই গয়নায় সাধারণত ঝুমকা, কানপাশা কিংবা লম্বা ঝোলানো দুল বেশি মানায়। এখন অনেকেই চুড়িদার সালোয়ার পরেন। চুড়িদারের সঙ্গে পায়ের নূপুর কিংবা শুধু একটি বড় আংটিও ভালো মানায়। রোজকার সাজে কামিজের সঙ্গে কানে দুল অথবা গলায় লকেট, ব্যস! আজকাল অনেক রকম নাকফুল পরার চল দেখা যায়। সেটিও হতে পারে কামিজের সঙ্গে আপনার সাজের অনুষঙ্গ। কামিজে বেণীই মানানসই। নিচু করে একপেশে পনিটেইল বা ঝুঁটি বা মাথার উপরি ভাগের চুল নিয়ে হালকা করে বাঁধলেও ভালো দেখাবে। চাইলে কিছুটা পাফ করে নিতে পারেন। কামিজের রঙের সঙ্গে মিলিয়ে আই শেড লাগিয়ে ফোকাস রাখুন চোখে। আই শেড গাঢ় হলে লিপস্টিকে ন্যুড কালার বেছে নিন।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
ছবিঃ সংগৃহীত