কালো রঙে হয়ে উঠুন মোহনীয় !
কালো রং কারো খুবই পছন্দের, আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পরতে চান না, কারন কালো পরলে নিজেকে নিস্প্রভ মনে হয়। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, সেলিবেট্রিরা অনেক কালো রংয়ের পোশাক পড়েন, কালো রং সঠিকভাবে পরলে আপনিও সিম্পলি গর্জিয়াস হয়ে উঠতে পারেন তাদের মতো, আপনাকে শুধু জানতে হবে কি উপায়ে এটাকে ধারন করবেন।
১. পুরো কালো রঙের কটন কাপড় এড়িয়ে যান-
যদিও কটন বেশ আরামদায়ক কিন্তু কটন ফেব্রিকে কালো ভালো ফুটে উঠে না। কালো পরতে চাইলে, ফেব্রিক হিসেবে বেছে নিতে পারেন সিল্ক, লিনেন, ভেলভেট।
২. ঋতু অনুযায়ী ফেব্রিক বেছে নিন-
স্পেসেফিক লুক পেতে, কালো রং পড়তে হলে আপনাকে ঋতু অনুযায়ী ফেব্রিক বেছে নিতে হবে। শীতকালে একটু মোটা বা ভারী ফেব্রিক বেছে নিন। সিল্কের মতো ফেব্রিক পরতে পারেন গরমে। কালো এমনিতেই তাপ শোষন করে, তাই সিজন অনুযায়ী ফেব্রিক বেছে নিলে আপনার জন্যে আরামদায়ক হবে।
৩. অনুষঙ্গ-
যখন কালো পড়ছেন, তার সাথে গলায় কোন আকর্ষনীয় অলংকার পরতে পারেন, অথবা আপনার হাতের ব্যাগটি হতে পারে ঝলমলে, কিংবা আপনার কানে আকর্ষনীয় দুল।
৪. লিপস্টিক শেড-
আপনি মনোযোগ আকর্ষন করে এমন কোন শেডের লিপস্টিক বেছে নিন। হতে পারে লাল, পিঙ্ক শেডের কোনোটি। কারন আপনার পোশাক যেহেতু কালো, আপনার লক্ষ্য থাকবে আপনার ঠোটঁ সবার মনোযোগ আকর্ষন করুক।
৫. ক্ল্যাসি জুতা বেছে নিন-
আপনার মনে হচ্ছে, জুতা একটা পরলেই হল। কিন্তু আপনি যদি আপনার ব্ল্যাক ড্রেসের সাথে পারফেক্ট লুক পেতে চান, আপনি ভিন্নধর্মী কোন রঙের জুতা বেছে নিন।
৬. হেয়ারস্টাইল-
ব্ল্যাকের সাথে স্টাইলিশ কোন হেয়ার স্টাইল করতে পারেন, কিন্তু এমন হেয়ারস্টাইল বেছে নিন যেন আপনার মুখ ফ্ল্যাট মনে না হয়।
ছবিঃ সংগৃহীত