আড়াই শ কোটির অলংকারে

আড়াই শ কোটির অলংকারে

রবিবার রাতে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডসে সম্ভবত সবচেয়ে ‘হিট’ ছিলেন লেডি গাগা। একটি অস্কার জিতলেও পারফরম্যান্স ও পুরস্কার নেওয়ার সময় আবেগাপ্লুত হওয়ার দৃশ্যটি মানুষের মনে নাড়া দিয়েছে। তবে এত ঘটনার মধ্যে আড়াল থেকে গেছে গায়িকা-অভিনেত্রীর গলার হারের কথা, যার দাম তিন কোটি মার্কিন ডলার [প্রায় আড়াই শ কোটি টাকা]! বিখ্যাত অলংকার নির্মাতা প্রতিষ্ঠান টিফানি অ্যান্ড কোংয়ের তৈরি ১২৮ ক্যারেটের এই নেকলেস। সবুজ হীরার অলংকারটি গাগা পরেছিলেন কালো গাউনের সঙ্গে।

 

 

বিখ্যাত এই নেকলেসটি টিফানি অ্যান্ড কোংয়ের বিশেষ একটি অলংকার, যা ‘দ্য টিফানি ডায়মন্ড’ নামে পরিচিত। সর্বশেষ যা দেখা যায় ১৯৬২ সালে। তখন অড্রে হেপবার্ন এটি পরে ফটোশুট করেছিলেন। তারও আগে ১৯৫৭ সালে মার্কিন আইনজীবী ও রাজনীতিবিদ শেলডন হোয়াইট হাউসের স্ত্রীকে এই হারটি পরতে দেখা গিয়েছিল। গাগা হলেন তৃতীয়জন, যাঁর গলায় এটি শোভা পেল। নেকলেসের বিখ্যাত সবুজ হীরাটি ১৮৭৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল।

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ