চুলের জৌলুস ফেরাতে হেয়ার মাস্ক

চুলের জৌলুস ফেরাতে হেয়ার মাস্ক

ঘরোয়া টোটকায় হেয়ার মাস্ক এবং পারলারে তৈরি হেয়ার মাস্কের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ঘরোয়া টোটকা তৈরিতে সাধারণত মৌসুমি ফল এবং ভেষজ উপাদান ব্যবহার করা হয়ে থাকে।

 

পারলারে গিয়ে চুলে বিভিন্ন ট্রিটমেন্ট করানো বেশ খরচসাপেক্ষ। তাই ঘরে বসেই তৈরি করে নেওয়া যেতে পারে কার্যকরী হেয়ার মাস্ক।

 

টকদই-মেথির হেয়ার মাস্ক-

টকদই প্রচুর পরিমাণ ভিটামিন ডি এবং প্রোটিণের উৎস। মেথিতে রয়েছে ভিটামিন সি এবং বি-কমপ্লেক্স। যা চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। তবে যাদের অতিরিক্ত খুশকির সমস্যা তারা মাস্কটি ব্যবহার করবেন না। ২ চা চামচ মেথি পেস্ট, ২ চা চামচ টকদই এবং ১টি ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নিন। প্যাকটি মাথার স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে কমপক্ষে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

 

কলা-অ্যাভোকাডোর হেয়ার মাস্ক-

পাকা কলা এবং অ্যাভোকাডোতে থাকা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই চুলের জন্য অত্যন্ত উপকারী। আর নারিকেল তেল চুলকে আরও মসৃণ করে তুলবে। একটি পাকা অ্যাভোকাডো ও একটি পাকা কলা ভালোভাবে চটকিয়ে ২ চা চামচ নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো চুলে ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করে ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন।

 

স্ট্রবেরি-ডিমের কুসুমের হেয়ার মাস্ক-

প্রাণহীন চুলে জৌলুসতা ফেরাতে স্ট্রবেরি দারুণ। আর ডিমের কুসুম চুলকে মজবুত করে। এক কাপ স্ট্রবেরি পিউরি, একটি ডিমের কুসুম এবং তিন টেবিল চামচ অলিভ অয়েল ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে মাস্কটি লাগিয়ে হেয়ার ক্যাপ পরে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এরপর আবার শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত