বিয়ের শাড়ী ও লেহেঙ্গার কেনার জন্য কোথায় যাবেন ?

বিয়ের শাড়ী ও লেহেঙ্গার কেনার জন্য কোথায় যাবেন ?

বিয়ের কনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন হলো শাড়ী অথবা লেহেঙ্গা। এই শাড়ী বা লেহেঙ্গা কেনাকাটা নিয়েই চলতে থাকে নানা চিন্তা। কোথায় যাবেন, কোথা থেকে কিনবেন ইত্যাদি ইত্যাদি। কনের জন্য বিয়ের শাড়ী ও লেহেঙ্গার জন্য কোথায় যাবেন তাই নিয়ে কিছু তথ্য দেখে নিতে পারেন-

 

মিরপুর বেনারসি পল্লী-

বিয়ের শাড়ী বা লেহেঙ্গার কেনাকাটা জন্য সবার আগে আসে মিরপুর বেনারসি পল্লী নাম। মিরপুর-১০ অবস্থিত মিরপুর বেনারসী পল্লীতে সব মিলিয়ে শাড়ীর দোকানের সংখ্যা প্রায় ২০০।

বেনারসির পাশাপাশি এখানে সবচেয়ে আকর্ষণীয় কাতান সিল্কঅন্যান্য শাড়ির মধ্যে আছে ঢাকাই মসলিন, জামদানি, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল হাফ সিল্ক, কাটা শাড়ি, জর্জেট। প্রতিটি শাড়িতেই রয়েছে আভিজাত্যের ছোঁয়া। পরিণত রং, হাল্কা ওজন, আর ন্যায্য দামের কারণে উচ্চবিত্ত থেকে নিম্নমধ্যবিত্ত সব ধরনের ক্রেতাই আসেন এখানে।

 

নিউমার্কেট-

বিয়ের কেনাকাটার জন্য নিউমার্কেট অধিকাংশ মানুষের জন্যই বেশ স্বস্তির জায়গা। বিয়ের শাড়ী লেহেঙ্গার পাশাপাশি, বিয়ের অন্যান্য কেনাকাটার জন্যও নিউমার্কেট ঘুরে আসতে পারেন। এখানে দামাদামি করে, সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ পাবেন । বড় বড় শপিং মলের হাজার টাকার পণ্যও মাত্র কয়েকশো টাকাতেই কেনা সম্ভব এখান থেকে।

 

ধানমন্ডি হকার্স মার্কেট-

গাউছিয়া মার্কেটের উল্টো পাশে অবস্থিত এই মার্কেটে প্রচুর দোকান আছে, তাই একসঙ্গে অনেক সংগ্রহ থেকে পছন্দ করা যায়। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জামদানি শাড়ির প্রসিদ্ধ দোকান তো আছেই। সেইসঙ্গে মসলিন শাড়ি, নেট শাড়ি, পার্টি শাড়ি, লেহেঙ্গা,এবং টিস্যুসহ নানা রকমের শাড়ি খুজে পাবেন এখানে।

 

জ্যোতি-

ঢাকা শহর জুড়ে জ্যোতির মোট ১১টি শাখা রয়েছে। প্রথমে ভারতীয় শাড়ি, সালোয়ার-কামিজ এবং বিয়ের সাজ-সজ্জার সরঞ্জাম নিয়ে এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে তারা বিয়ের ওড়নাও যুক্ত করে। তাদের বিশেষ পণ্যগুলো হলো বিয়ের শাড়ি, লেহেঙ্গা, এবং প্রসাধনী।

 

বেইলি রোড-

এখানে ক্রেতারা আসেন প্রধানত টাঙ্গাইলের তাঁত ঢাকাই জামদানির টানে। এছাড়া দোকানগুলোতে মসলিন, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের সিল্ক, মিরপুরের কাতান, পাবনার কাতানও আছে। জামদানি, বালুচরি, সুতি, জুট কটন, জুট কাতান এবং হাফ সিল্কও কোন অংশে পিছিয়ে নেই।

বিদেশি শাড়ির মধ্যে দেখা যায় কাঞ্জিভরম, পঞ্চমকলি, শিফন, ক্র্যাফট, জর্জেট, অপেরা কাতান, কাঁঠাল কাতান, আলাপ কাতান, খাদি কাতান, ভোমকা কাতান। হাতের কাজ করা এবং ভেজিটেবল ডাই করা শাড়িও পাওয়া যায় এখানে।

 

এছাড়াও পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে ও যেতে পারেন বিয়ের জন্য পছন্দের লেহেঙ্গা, শাড়ী এবং বিয়ের অন্যান্য আনুষঙ্গিক কেনাকাটার জন্য।