Body splash ও  Body mist এর সুগন্ধ ধরে রাখুন দীর্ঘক্ষন

Body splash ও Body mist এর সুগন্ধ ধরে রাখুন দীর্ঘক্ষন

অনেকেই Body splash অথবা Body mist ব্যবহার করে অভিযোগ করেন যে তাদের Body splash অথবা Body mist এর সুগন্ধ বেশীক্ষন থাকে না। ব্যবহার করার কিছুক্ষন পরেই সুগন্ধ বাতাসে মিলিয়ে যায়। অনেকেই আবার সুগন্ধ বেশীক্ষন ধরে রাখার জন্য বেশী বেশী স্প্রে করেন, যা আবার কখনো কখনো অন্যের বিরক্তির কারন হয়ে যায়। আপনারও যদি একই অভিযোগ থাকে তাহলে Body splash অথবা Body mist এর সুগন্ধ অনেকক্ষন ধরে রাখার জন্য জেনে নিন সহজ পদ্ধতিঃ

প্রথমে গোসল সেরে, তোয়ালে দিয়ে ভালো করে শরীর মুছে নিন। গোসলের ফলে আপনার শরীরের রোমকূপ খুলে গিয়ে আপনার ত্বক স্প্রে শুষে নিয়ে তা অনেকক্ষন ধরে রাখতে সাহায্য করবে। এবার শরীরের যে অংশগুলোতে Body splash  অথবা Body mist লাগাতে চান সেখানে একই সুগন্ধযুক্ত অথবা সুগন্ধহীন লোশন লাগিয়ে নিন। বিশেষ করে শরীরের পালস পয়েন্টগুলোতে যেমনঃ দুহাতের কব্জী, ঘাড়, বুকের মাঝখানে, হাটুর পেছনের অংশে এবং দুই বাহুর মাঝখানে।

এক ফুট দূরে থেকে পালস পয়েন্টগুলোতে Body splash অথবা Body mist স্প্রে করুন। এই দূরত্ব থেকে স্প্রে করার কারনে পুরো ত্বকই এর স্পর্শ পাবে। এই ভাবে সারা শরীরের যেখানে যেখানে আপনি স্প্রে করতে চান, করে নিন।

চাইলে আপনার চিরুনীতেও একটু Body splash  অথবা Body mist স্প্রে করে নিয়ে, সেই চিরুনী দিয়ে চুল আচড়ে নিন, দেখবেন আপনার সারা শরীরেই ছড়িয়ে যাচ্ছে সুগন্ধ যেমনটি আপনি চাইছেন।

এভাবে ব্যবহার করে আপনি সারাদিন নিজেকে ফ্রেশ রাখতে পারবেন আর আপনার সুগন্ধ সহজে হাওয়ায় মিলিয়ে যাবে না বরং আপনাকেই ঘিরে থাকবে সারাক্ষন।