চোখের পাপড়ি ঘন করবেন কিভাবে

চোখের পাপড়ি ঘন করবেন কিভাবে

ঘন আর লম্বা পাপড়ি হলে পুরো চোখের আকারই বদলে যায়। কিন্তু সবার চোখে এমন পাপড়ি থাকে না। তবে সামান্য চেষ্টা আর যত্নে আপনিও পেতে পারেন চোখের ঘন পাপড়ি। এজন্য জেনে নিন কিছু ঘরোয়া টিপস।

একটি মাশকারার ব্রাশ নিন। পুরনো মাশকারার ব্রাশ নিলেই ভালো। ব্রাশটি ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর হাতে কিছু পাউডার নিয়ে ব্রাশটি পাউডারে ঘষে নিন। বাড়তি পাউডার ভালো মত ঝেড়ে ফেলুন। এই ব্রাশটি আপনার প্রয়োজন পরবে।

 

লেবুর খোসা- 

সামান্য অলিভ অয়েল বা আমন্ড অয়েলে লেবুর খোসা দিয়ে তা গরম করে নিন। এভাবে তিন থেকে চারবার গরম করবেন। এবার  অয়েলটি মাশকারা ব্রাশের সাহায্যে চোখের পাপড়িতে লাগিয়ে নিন। সারা রাত রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

 

পেট্রোলিয়াম জেলি- 

রাতে ঘুমুতে যাওয়ার আগে পাপড়িতে পেট্রোলিয়াম জেলি মেখে নিন। সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এটিও চোখের পাপড়ির জন্য বেশ উপকারী।

 

অলিভ অয়েল- 

সামান্য তুলায় বা মাশকারা ব্রাশের সাহায্যে চোখের পাপড়িতে অলিভ অয়েল লাগাতে হবে। সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে নিয়মিত দুই থেকে তিন মাসের মধ্যেই দেখতে পাবেন পরিবর্তন। একইভাবে আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন।

 

ক্যাস্টর অয়েল-
ক্যাস্টর অয়েল ফলিকসকে উদ্দীপিত করে ও পুষ্টি যোগায়। এতে চোখের পাপড়ি ঘন ও দীর্ঘ হয়ে উঠে। রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ব্রাশ বা তুলার সাহায্যে পাপড়িতে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। সকালে উষ্ণ পানিতে চোখ ধুয়ে নিন।

 

ভিটামিন-ই- 

ভিটামিন-ই চোখের পাপড়ি বড় করতে সহায়তা করে। এটি পাপড়িতে লাগাতে হবে ঘুমোতে যাওয়ার আগে। এক মাসেই দারুণ উপকার উপলব্ধি করবেন।

 

পাপড়ি আঁচড়ানো- 

একটি নরম ব্রাশে ভিটামিন ই বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। ব্রাশটির সাহায্যে আলতো করে পাপড়ি গোড়া থেকে আঁচড়ান। প্রতিদিন ৫ মিনিট এভাবে আঁচড়ে নিন।

 

অ্যালোভেরা জেল-
অ্যালোভেরা জেল পাপড়িকে ঘন ও লম্বা করতে অনেক কার্যকর উপাদান। এতে পাপড়ি বৃদ্ধির জন্য অনেক ভিটামিন ও পুষ্টি রয়েছে। তাছাড়া অ্যালোভেরা জেল চোখের পাপড়িতে আদ্রতা ধরে রাখে। প্রতিদিন রাতে অ্যালোভেরা জেল পাপড়িতে লাগিয়ে ঘুমান।  অথবা ২ চা চামচ ক্যাস্টর অয়েল ও সতেজ এ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি তুলার সাহায্যে পাপড়িতে ব্যবহার করুন। সারারাত রেখে পরদিন ভালভাবে চোখ ধুয়ে নিন।

 

 

 

 

ছবিঃ সংগৃহীত