বডি মেকআপের কথা

বডি মেকআপের কথা

শুনতে নতুন মনে হলেও ফ্যাশন দুনিয়ায় বেশ আগে থেকেই বডি মেকআপের চল। বিশেষ করে ফটোশ্যুট কিংবা নাটক-সিনেমার পাত্র-পাত্রীদের বেলায় বডি মেকআপ ছাড়া চলেই না। হাল আমলে শোবিজের বাইরেও অনেকে হাত-পা, কাঁধ, গলা ও পিঠে বুলিয়ে নিচ্ছেন মেকআপের তুলি। যেন মুখের ত্বকের সঙ্গে শরীরের অন্য অঙ্গের ত্বকের মিল পাওয়া যায়। বিয়েতে ভারী মেকআপে সাজতে পছন্দ করেন কনেরা। আর বিপত্তিটা দেখা দেয় তখনই। বিয়ের মেকআপে এবং ছবিতে নিজের মুখ ও হাতের দুই রকম রং দেখে চমকে ওঠেন অনেকেই। রেহাই পেতে বডি মেকআপ বড় ভরসা। সুন্দর মুখের সঙ্গে লোমশ হাত, জুতার ফিতার দাগ ফুটে ওঠা পা কিংবা অন্য কোনো দাগ নিশ্চয়ই মেলে না। তাই বিয়ে, গায়েহলুদ কিংবা পার্টিতে যেতে বডি মেকআপের দিকে নজর দেওয়া দরকার।

 

বডি মেকআপের আগে মুখের ত্বকের সঙ্গে হাতের বা যেখানে মেকআপ করা হবে তার টোনের মিল আছে কি না খেয়াল করা দরকার। মুখের কালার টোন সাধারণত হাত, গলা, পিঠের ত্বকের টোনের সঙ্গে মেলে না। তাই ত্বকের ধরন বুঝে মেকআপ করতে হবে। শুষ্ক ত্বক ও আর্দ্র ত্বকে একই বডি মেকআপ প্রয়োগ করলে হিতেবিপরীত হওয়ারও আশঙ্কা থাকে। আর্দ্র ত্বকে পাউডার বেইজড মেকআপ করতে হবে। শুষ্ক ত্বকে অয়েল বেইজড মেকআপ করতে হবে। ত্বকের কোনো জায়গায় অসামঞ্জস্য থাকলে সেখানে আগে ময়েশ্চারাইজার সমৃদ্ধ স্ক্র্যাবিং করতে হবে।

 

বডি মেকআপের আগে ত্বকের মরা কোষগুলো আগে তুলে ফেলতে হবে। একই সঙ্গে হাতে ও পায়ে যদি লোম থাকে সেগুলো দূর করতে হবে। লোমশ হাতের ওপর মেকআপের প্রলেপ দিলে ত্বক খুব একটা উজ্জ্বল দেখায় না। লোম দূর করতে অনেকেই হেয়ার রিমুভার ক্রিম ব্যবহার করেন। এটা করা উচিত নয়; বরং ওয়াক্সিং করতে পারেন। কোনো পার্লারে গিয়ে ওয়াক্স করা ভালো। হাত, পা, গলা বা ঘাড়ের কোনো জায়গায় যদি কাটা দাগ, সেলাইয়ের দাগ কিংবা পোড়া দাগ থাকে, সেটাও বডি মেকআপ দিয়ে ঢেকে ফেলা যায়। এ ছাড়া গলার হার, চওড়া কাঁধ, মোটা গলা, মোটা হাতও টোনিং করে স্লিম ফিগারে নিয়ে আসা যায় বডি মেকআপের সাহায্যে। মুখের মেকআপের মতোই যত্ন নিয়ে বডি মেকআপ করতে হবে। শুধু পাফ করলেই চলবে না। বডি মেকআপে উজ্জ্বল ত্বকের জন্য লিকুইড মেকআপ পাওয়া যায়। এটা ব্যবহার করলে একটু গ্লসি ভাব চলে আসে ত্বকে। রুক্ষ্ম লাগে না দেখতে। মসৃণ মনে হয়। দুভাবে বডি মেকআপ করা যায়—

 

♦   বেইজ মেকআপ 

♦   হাইলাইটার।

 

বেইজ মেকআপ-

হাতে যদি কাটা বা পুড়ে যাওয়া কোনো দাগ থাকে সেটা ঢেকে ফেলার জন্য বেইজ মেকআপ করা ভালো। হাতের নিচের ও ওপরের অংশের রং ট্যান পড়ে আলাদা হয়ে গেলেও খুব সিম্পল লাইট কাভারেজের মেকআপ দিয়ে ঢেকে দিতে পারেন।

 

বডি হাইলাইটার-

হাইলাইটারের সঠিক ব্যবহার করে ত্বক  উজ্জ্বল করা যায়। অনেকে বেইজ মেকাপ না করে শুধুমাত্র হাইলাইটার ব্যবহার করেন, এটাও বডি মেকাপের অংশ। 

 

 

 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ