বর্ষায় কসমেটিকসের যত্ন নিন

বর্ষায় কসমেটিকসের যত্ন নিন

বর্ষা মৌসুমে কসমেটিকসে অনেক সময়ই ব্যাকটেরিয়া জন্মায়। তাই বর্ষাকালেও কসমেটিকসের যত্ন প্রয়োজন। জেনে নিন কীভাবে বর্ষায় কসমেটিকস বা প্রসাধনীর যত্ন নেবেন।

 

►   অনেক সময়ই কসমেটিকস ব্যবহারের পর ঠিকভাবে মুখ বন্ধ করে রাখা হয় না। বর্ষার হাওয়া লাগলে কসমেটিকস নষ্ট হয়ে যায়। তাই এই সময় ব্যবহারের পর সব প্রসাধনীর মুখে ঢাকনা অবশ্যই ভালো করে লাগিয়ে রাখুন।

 

► কসমেটিকস সবসময় বড় মেকআপ বক্সে রাখা উচিত। প্রতিটির জন্য আলাদা  খোপ ব্যবহার করবেন। প্রসাধনী পানিতে ভিজে গেলে শুকিয়ে ব্যবহার করবেন না। আর ফাঙ্গাস জমলে ফেলে দেবেন।

 

► বর্ষায় কসমেটিকস ব্যবহারের আগে প্রতিবার ভালো করে দেখে নিন ঠিক রয়েছে কিনা। বাতাসের আর্দ্রতায় পাউডারে ব্যাকটেরিয়া জমতে পারে। যা থেকে ত্বকের অ্যালার্জি হতে পারে।

 

►  বর্ষায় পাউডার বেসড কসমেটিকস বেশ কাজের। তাই এই সময় কমপ্যাক্ট পাউডার, আইশ্যাডো ও অন্যান্য পাউডার বেসড প্রসাধনীর বেশি যত্ন নিন। আর সব প্রসাধনী ড্রাই ক্যাবিনেটে রাখুন এগুলো। যাতে কোনোভাবেই ড্যাম্প না ধরতে পারে।

 

► মনে রাখবেন, কসমেটিকসের প্রিজারভেটিভ উপাদান নষ্ট হয়ে গেলে ভাঙতে শুরু করে। তাই কসমেটিকস কিনে বেশিদিন জমিয়ে রাখবেন না।

 

► বর্ষকালের জন্য কিনে নিন ওয়াটারপ্রুফ কসমেটিকস ব্যাগ। এই ব্যাগে কসমেটিকস রাখুন। এতে বৃষ্টিতে ব্যাগ ভিজলেও কসমেটিকস সুরক্ষিত থাকবে।

 

► কসমেটিকস ব্যবহারের বিভিন্ন অনুষঙ্গ হিসেবে ব্রাশ, পাফ বা স্পঞ্জ এসব নিয়মিত পরিষ্কার করবেন এবং না শুকানো পর্যন্ত তা ব্যবহার করবেন না।

 

► বর্ষায় শুধু কসমেটিক-ই খারাপ হয় তা নয়। মেকআপ ব্রাশের শেপও নষ্ট হয়ে যায়। তাই মেকআপ ব্রাশ শুকনো স্থানে রাখুন। আলাদা জিপ পাউচে ভরে হিউমিডিটি ফ্রি ড্রয়ারে রাখুন। যাতে  ফাঙ্গাস জমতে না পারে।

 

► যদি কোনো কারণে কসমেটিকস ভিজে যায় তাহলে ব্লো ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। তবে খুব ঘন ঘন ড্রায়ার ব্যবহার করবেন না। এতে রং নষ্ট হয়ে যেতে পারে।

 

আই লাইনার বা লিপ লাইনার পেনসিল দীর্ঘদিন শার্প না করলে ফাঙ্গাস জন্মে। তাই এসব পেনসিল নিয়মিত শার্প করুন।

 

► কসমেটিকস ঠিক রয়েছে কিনা বোঝার জন্য গন্ধ শুঁকে দেখুন। যদি গন্ধ ঠিকঠাক না লাগে তাহলে অবশ্যই সেই কসমেটিকস ব্যবহার করা থেকে বিরত থাকুন।

 

► ডিজকালারেশন কসমেটিকস খারাপ হয়ে যাওয়ার আরেক লক্ষণ। যদি কোনো লিপস্টিক, পাউডার বা আইশ্যাডোর রং বদলে যায় তাহলে অবশ্যই তা আর ব্যবহার না করে বদলে নিন।

 

 

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত