তৈরি রাখুন আপনার বিউটি ব্যাগ

তৈরি রাখুন আপনার বিউটি ব্যাগ

যখন আপনি অফিসে যাচ্ছেন অথবা কাজের জন্য সারাদিন বাইরে থাকছেন, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য সাজের কিছু উপকরণ সাথে থাকা বেশ জরুরী, এছাড়া অফিস থেকেই হঠাৎ জানতে পারলেন কোন অনুষ্ঠানে আপনাকে যেতে হবে কিন্তু বাসায় এসে তৈরি হওয়ার সুযোগ নেই কারন দেরী হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার একটি বিউটি ব্যাগ হতে পারে আপনার বেষ্ট সহযোগী, প্রয়োজনীয় কিছু সাজের উপকরণ সেই ব্যাগে থাকলে আপনি যেখানেই থাকেন না কেন কিছু সময়ের মধ্যেই নিজেকে অনুষ্ঠানের জন্য গুছিয়ে নিতে পারবেন। এবার তাহলে জেনে নিন কি কি রাখবেন আপনার বিউটি ব্যাগে।

কি কি রাখবেন আপনার বিউটি ব্যাগেঃ

১. কাজল

২. আইব্রো পেনসিল

৩. কালার আইপেন্সিল (২/৩ কালারের আইপেন্সিল রাখতে পারেন যা আপনাকে যেন হঠাৎ প্রয়োজনে আপনি লুক পাল্টাতে পারেন)।

৪. মাশকারা (আপনি নিয়মিত ব্যবহার না করলেও, যদি অফিস থেকেই আপনাকে কোন অনুষ্ঠানে হঠাৎ করে অংশগ্রহন করতে হয়, তখন এটা আপনার কাজে দিবে)

৫. আইশ্যাডো প্যালেট (২/৩ কালারের প্যালেট) হতে পারে ব্রোঞ্জ, পিংক। কারন এই ধরনের শেডগুলো মোটামুটি সবকিছুর সাথেই মানিয়ে যায়।

৬. বি.বি ক্রীম-যদি আপনি ফাউন্ডেশন ব্যবহার না করেন, সেক্ষেত্রে বিবি ক্রীম আপনার ব্যাগে রাখুন, এটি  আপনাকে তাৎক্ষনিক ন্যাচারাল লুকে গুছিয়ে নিতে সাহায্য করবে।

৭. ফেয়ারনেস ক্রীম-আপনি নিয়মিত যে ফেয়ারনেস ক্রীম ব্যবহার করেন।

৮. ফেস পাউডার

৯. লিপস্টিক

১০. লিপপেন্সিল/ লিপ লাইনার

১১. লিপগ্লস (যদি আপনি নিয়মিত ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন)

১২. ছোট হেয়ার ব্রাশ/ চিরুনী

১৩. ওয়েট টিস্যু-চটজলদি মুখ মুছে নিতে পারবেন।

১৪. ফেসওয়াশ

১৫. বডি লোশন- ছোট একটি বোতলে নিয়ে নিলে অনায়াসে আপনার বিউটি ব্যাগে জায়গা দিতে পারবেন।

১৬. শার্পনার/পেন্সিল কাটার- লিপ লাইনার বা আইব্রো পেন্সিল শার্প করার প্রয়োজনে।

১৭. ছোট একটি আয়না।