স্পর্শকাতর ত্বকের জন্য ৫টি ঘরে তৈরি ফেশিয়াল স্ক্র্যাব

স্পর্শকাতর ত্বকের জন্য ৫টি ঘরে তৈরি ফেশিয়াল স্ক্র্যাব

ত্বকের মরা কোষ দূর করার জন্য ত্বকে স্ক্র্যাব ব্যবহার করা খুবই প্রয়োজনীয়।বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্ক্র্যাব পা্ওয়া যায় কিন্তু যাদের ত্বক খুবই স্পর্শকাতর তারা বাজারের এই পন্যগুলো ব্যবহার করতে ভয় পান।তাই যদি বাজারের পন্য ব্যবহার করতে না চান, তাহলে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় স্ক্র্যাব, এতে টাকাও বাচঁবে আবার কোন রিঅ্যাকশন এর কোন ভয়ও থাকবে না।

দেখে নিন কিভাবে ঘরে বসেই তৈরি করবেন আপনার প্রয়োজনীয় ফেশিয়াল স্ক্র্যাবঃ

১. কমলা ও মধুর স্ক্র্যাব-

কমলার খোসা রোদে শুকিয়ে, গুড়া করে নিন। সেখান থেকে ২টেবিল চামচ কমলার খোসা গুড়া নিন, ২টেবিল চামচ ওটমিল, ১ চা চামচ মধু এবং ১টেবিল চামচ পানি। একটি ছোট বাটিতে একসাথে সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন।আপনার মুখ ভালো ভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন, তারপর এই স্ক্র্যাব আপনার মুখে লাগিয়ে আলতো ভাবে ১-২মিনিট ম্যাসেজ করুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

২. কলা এবং ওটমিল-

কলা হাত দিয়ে চটকে নিন, এর সাথে ১চা চামচ ওটমিল এবং ১চা চামচ মধু মিশিয়ে নিয়ে মুখে লাগান। আলতো ভাবে কয়েক মিনিট ম্যাসেজ করুন, তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

৩. টমেটো স্ক্র্যাব-

একটি মাঝারি সাইজের টমেটো নিয়ে দু টুকরো করে নিন। একটি টুকরা নিয়ে, ১ টেবিল চামচ চিনির সাথে মিলিয়ে মুখে ও গলায় লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন, তারপর ২য় টুকরোটি নিয়ে মুখে ঘষুন যেন আপনার পুরো মুখে টমেটোর রস লাগে।শুকিয়ে যাওয়ার জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন, এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

৪. মধু, টক দই ও লেবুর রসের স্ক্র্যাব-

১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ টক দই, ১টেবিল চামচ লেবুর রস, একটি  ছোট সাইজের পাকা কলা এবং ১ টেবিল চামচ ওটমিল নিয়ে সব একসাথে একটি বাটিতে মিশিয়ে নিন। আপনার ত্বকে লাগিয়ে নিয়ে কয়েক মিনিট আলতো হাতে ম্যাসেজ করুন। আপনি চাইলে এই মিক্সটি আপনার মুখে ফেশিয়াল মাস্ক হিসেবেও ১০-১৫ মিনিট লাগিয়ে রাখতে পারেন।ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

৫. চালের গুড়ার স্ক্র্যাব-

অর্ধেকটা লেবুর রস নিন, ২চা চামচ গোলাপ জল এবং ১চা চামচ চালের গুড়া নিয়ে জ্যুস মিক্সারে ব্লেন্ড করে নিন, এমন ভাবে ব্লেন্ড করুন যেন ঘন পেষ্ট তৈরি হয়। এবার পেষ্টটি মুখে লাগিয়ে নিন এবং ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর আপনার হাতের আঙ্গুলগুলো ভিজিয়ে সার্কুলার মোশনে আলতো হাতে ৫ মিনিট ম্যাসেজ করুন।

আপনার স্ক্র্যাব ব্যবহারের অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টস এর মাধ্যমে শেয়ার করুন।

 

Image source-collected