মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের টিপস এবং পরিস্কারের উপায় !!!
মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের টিপস এবং পরিস্কারের উপায় !!!

মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের টিপস এবং পরিস্কারের উপায় !!!

নাগরিক জীবনের ব্যস্ত সময়ে মাইক্রোওয়েভ ওভেন আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে, এটি ব্যবহারে কিছু টিপস মনে রাখতে পারেন। সেই সাথে জেনে নিতে পারেন, কিভাবে সহজেই পরিস্কার রাখতে পারেন।

প্রয়োজনীয় টিপস-

১. ওভেনে খাবার গরম করতে, ওভেন প্রুফ পাত্র ব্যবহার করুন। ধাতব বা প্লাষ্টিকের তৈরি পাত্র ব্যবহার করবেন না।

২. ওভেনে খাবার গরম করার সময়, ওভেন প্রুফ ঢাকনা দিয়ে ঢেকে গরম করুন, এর ফলে খাবার ছিটে ওভেন নোংরা হবে না।

৩. ওভেনে রান্না করতে চাইলে, মাছ, মাংস এবং সব্জী  ছোট টুকরা করার চেষ্টা করুন। এতে সহজে এবং স্বল্প সময়ে সিদ্ধ হবে।

৪. ওভেনে খাবার ঢুকানোর পর, পাত্রটি যেন মাঝামাঝি অবস্থানে থাকে এবং ওভেনের কোন দিকের ওয়াল টাচ না করে থাকে।

৫.  ওভেনে রান্না করতে চাইলে, খাবারে বেশী তেল ব্যবহার করা যাবে না, তেল ছিটকে দূর্ঘটনার সুযোগ থাকে।

৬. তেলে ভাজা মচমচে খাবার ওভেনে গরম করবেন না, খাবার নরম হয়ে নেতিয়ে যাবে।

৭. গরম অবস্থায় ওভেনে দরজা বন্ধ করবেন না, ঠান্ডা হওয়ার পর ওভেন মুছে দরজা বন্ধ করুন, নাহলে আর্দ্রতায় ওভেনের ক্ষতি হবে।

৮. যদি নিয়মিত ওভেন ব্যবহার করেন, তাহলে সপ্তাহে ১দিন ওভেনটি পরিস্কার করার চেষ্টা করুন।

 

ওভেন কিভাবে পরিস্কার করবেন-

  • ওভেন পরিস্কারের আগে একটি পুরোনো টুথব্রাশ দিয়ে এর ভেতরে ময়লাগুলো আগে পরিস্কার করুন।
  • ওভেন পরিস্কারের আগে, প্লাগটি বৈদ্যুতিক সংযোগ থেকে খুলে নিন।
  • ওভেনের গ্রিলের চুলা পরিস্কার করতে ওভেনের উপরের দিকে বেকিং সোডা ছিটিয়ে দিন। তারপর সাদা ভিনেগার একটি বোতলে নিয়ে স্প্রে করুন। ১০ মিনিট পর পরিস্কার কাপড় দিয়ে ভেতরটা মুছে নিন।
  • ওভেনের ভেতরে শুকনো খাবার লেগে থাকলে, ১ কাপ আপেল সিডার ভিনেগার এবং এক চামচ চিনি মিশিয়ে নিন। একটি পরিস্কার কাপড়ের সাহায্যে মিশ্রনটি শুকনো খাবার লেগে থাকার স্থানে লাগান। ১৫-২০ মিনিট পর ঘষে পরিস্কার করে নিন।
  • একটি প্লাস্টিকের পাত্রে ১ চামচ সাদা ভিনেগার, ১ চামচ লেবুর রস ও ১ চামচ বেকিং সোডা একসাথে মিশিয়ে নিন। একটি পরিস্কার কাপড় মিশ্রনটিতে ভিজিয়ে সেটা দিয়ে ওভেন ঘষে পরিস্কার করুন, তারপর একটি শুকনো কাপড় দিয়ে ওভেন মুছে নিন।