সিলিকন ব্রা ব্যবহারের সাইড ইফেক্ট
সিলিকন ব্রা মেয়েদের ফ্যাশন স্টাইল কিছুটা সহজ করে দিয়েছে। কাধে এবং পিঠে কোন স্ট্যাইপ ছাড়া, অ্যাডহেসিভ সিলিকন ব্রা ব্রেষ্ট সাপোর্ট দিতে যেমন সহায়তা করে তেমনি বেশ আরামদায়কও। যারা অনেক বড় গলার ব্লাউজ অথবা ব্যাকলেস ড্রেস বা লো নেকলাইনের ড্রেস পরেন তাদের জন্যে এটা একটা গ্রেট সলিউশন। সিলিকন ব্রা এর কাপ এ সিলিকন মেটেরিয়াল থাকে এবং এটি ষ্ট্র্যাপ ছাড়া হয়। কাপে থাকা অ্যাডহেসিভ ব্রা কে সঠিক স্থানে ধরে রাখে। তবে সিলিকন ব্রা দৈনন্দিন ব্যবহার করা উচিত নয় কারন নিয়মত ব্যবহার করলে এর কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে।
সেই সাইড ইফেক্টগুলো জেনে নিন-
১. স্কিনে জ্বলুনি বা চুলকানি হতে পারে-
কিছু কিছু সিলিকন ব্রা এ ব্যবহৃত সিলিকন লো কোয়ালিটির হয় যা ব্যবহার করলে ত্বকে র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে। নিয়মিত ব্যবহার করলে কারো কারো এলার্জী সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া ব্রা এ ব্যবহৃত অ্যাডহেসিভ থেকেও অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে।
২. বাতাস চলাচলে সমস্যা-
সিলিকন ব্রা এ কিছুটা বাড়তি গন্ধ আছে, তাছাড়া বাতাস চলাচলে সমস্যা হয়। দীর্ঘসময় পড়ে থাকলে ব্রেষ্টে অস্বস্তিবোধ হতে পারে।
৩. ব্যাকটেরিয়া জন্মায়-
এই ব্রা গুলোর বাইরের দিকটা প্লাস্টিকে তৈরি তাই ধুলাবালি এবং ঘাম ভেতরের দিকে আটকে গিয়ে ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়িয়ে দেয়। যদি ঠিকমতো ব্রা পরিস্কার করা না হয় আর রেগুলার ব্যবহার করা হয় তাহলে এতে দূর্গন্ধও হতে পারে।
সিলিকন ব্রা নিরাপদে ব্যবহার করার জন্য কিছু টিপস-
১. দীর্ঘসময় পরা যাবে না-
৮ ঘন্টার বেশী অ্যাডহেসিভ সিলিকন ব্রা পরে থাকা স্বাস্থ্য এবং ত্বকের জন্য ক্ষতিকর। ত্বকে র্যাশ হতে পারে, জ্বলুনি হতে পারে।
২. সঠিক সাইজ বেছে নিন-
আপনার রেগুলার ব্রা এর মতো আপনার জন্যে সঠিক সাইজের ব্রা বেছে নিন। এটা খুব টাইট অথবা খুব লুজ যেন না হয়।
৩. লোশন ব্যবহার করবেন না-
এই ব্রা পরার আগে আপনার স্কিন শুকনো থাকতে হবে।তাই কোন ময়েশ্চারাইজার, পারফিউম বা লোশন লাগাবেন না। লোশন বা ময়েশ্চারাইজার লাগালে ব্রা এ ব্যবহৃত অ্যাডহেসিভ শক্তভাবে স্কিনে ব্রা ধরে রাখতে পারবে না।
৪. পরিস্কার রাখুন-
কুসুম গরম পানি এবং মৃদু কোন ডিটারজেন্ট দিয়ে সিলিকন ব্রা নিয়মিত পরিস্কার রাখুন। এতে ব্রা এ জমে থাকা ঘামের গন্ধ এবং ধুলাবালি পরিস্কার হবে এবং ব্রা তে ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। তবে ভুলেও ওয়াশিং মেশিনে সিলিকন ব্রা ওয়াশ করার চেষ্টা করবেন না।
৫. সিলিকন ব্রা পরার আগে ত্বক পরিস্কার করে নিন-
অ্যাডহেসিভ সিলিকন ব্রা পরার আগে ত্বক পরিস্কার করে নিন অথবা গোসলও করে নিতে পারেন। এতে আপনার শরীরে জমে থাকা ময়লা পরিস্কার হয়ে যাবে।তবে সিলিকন ব্রা পরার আগে টাওয়েল দিয়ে অবশ্যই ত্বক মুছে শুকনো করে নিবেন।
ছবিঃ সংগৃহীত