আন্ডার আর্ম ফর্সা করতে ৮টি ঘরোয়া রেসিপি

আন্ডার আর্ম ফর্সা করতে ৮টি ঘরোয়া রেসিপি

অনেকেই আন্ডার আর্মের কালচে ভাবের জন্য বেশ অস্বস্তিতে থাকেন, যারা স্লিভলেস পোষাক পরতে চান তাদের অনেকেই এই কালচে ভাবের জন্যে অনেক সময় এ ধরনের পোষাক শখ থাকলেও এড়িয়ে যান। খুব বেশী ওয়াক্সিং, ডেড সেল জমে যাওয়া, রোদে থাকা, ঘামের জন্য অতিরিক্ত ডিওডোরেন্ট ব্যবহার ইত্যাদি কারনে আন্ডার আর্ম কালচে হয়ে যায়।

কিছু সহজ ঘরোয়া রেসিপি ব্যবহার করে আপনি এই কালচে ভাব দূর করতে পারেন।

১. হলুদ এবং দুধের মিশ্রন-

হলুদে ত্বক ফর্সাকারী উপাদান আছে যা সহজেই আপনার আন্ডার আর্মের কালচে ভাব দূর করবে। দুধে থাকা ল্যাকটিক এসিড ত্বক সফট করে এবং ফর্সা করে। দুধ এবং হলুদ মিশিয়ে লাগান, ১৫ মিনিট অপেক্ষা করুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. আপেল সিডার ভিনেগার-

আপেল সিডার ভিনেগারে আছে ম্যালিক এসিড যা ত্বকের ডেড সেল ঝরাতে সাহায্য করে এবং ত্বক ফর্সা করে।২ চা চামট বেকিং সোডা এবং অল্প আপেল সিডার ভিনেগার দিয়ে পেষ্ট তৈরি করে নিন। আন্ডার আর্মে লাগান। ভালো রেজাল্ট পেতে নিয়মিত লাগান।

৩. ক্যাস্টর অয়েল-

ক্যাস্টর অয়েল ত্বক ফর্সা এবং কোমল করে। ক্যাস্টর অয়েল ঘষে লাগান, ১-২ ঘণ্টার জন্য রেখে নিন তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

৪. লেবু-

লেবুতে থাকা ভিটামিন সি ত্বকে ব্লিচের কাজ করে যা প্রাকৃতিক ভাবে ত্বক ফর্সা করে। এছাড়া লেবুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ভাইরাল উপাদান ত্বকে র‌্যাশ কমাতে সাহায্য করে। আন্ডার আর্মের ডেড সেল ঝরাতে লেবুর রস লাগান, ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করলে আন্ডার আর্মের কালচে ভাব দূর হবে।

৫. শসা-

শসাতে আছে পটাশিয়াম এবং ভিটামিন বি১ যা ত্বকের ময়লা দূর করে, মৃত কোষ ঝরাতে সাহায্য করে। এছাড়া শসাতে ব্লিচিং উপাদান আছে যা ত্বক ফর্সা করতে সাহায্য করে। শসা শুধু ত্বক ফর্সাই করে না, ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা যোগাতে সাহায্য করে। শসার রস আন্ডার আর্মে লাগানোর পর শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. আলু-

আলুতে আছে ম্যালিক এসিড যা ত্বক ফর্সা করতে ব্লিচিং এর কাজ করে। আলু স্লাইস করে কেটে নিয়ে ত্বকের উপরে ঘসুন অথবা আলুর জুস করে সেটাও লাগিয়ে নিতে পারেন। তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার এই রিমেডি ব্যবহার করুন।

৭. মধু এবং টকদই-

টকদইয়ে আছে ল্যাকটিক এসিড যা ত্বক ফর্সা করে, মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ডেড সেল ঝরাতে সাহায্য করে এবং ত্বকে আর্দ্রতা যোগায়। টকদই এবং মধু মিশিয়ে আন্ডার আর্মে লাগান।১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো বেনিফিটের জন্য চাইলে এর সাথে অল্প হলুদ গুড়া মিশাতে পারেন।

৮. নারিকেল তেল-

নারিকেল তেলে আছে ভিটামিন ই যা ত্বক ফর্সা করতে সাহায্য করে। নারিকেল তেল সারারাত আন্ডার আর্মে লাগিয়ে রাখুন। আর সারারাত লাগাতে না চাইলে ২ ঘন্টা লাগিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

 

ছবিঃ সংগৃহীত