 
                                                                    
                            কোন মানুষ আপনার জীবনে কেন আসে ?
সবকিছুই কোন না কোন কারনে ঘটে, আপনার জীবনে কাদের সাথে দেখা হবে এবং কেন দেখা হবে, কোন পরিস্থিতিতে দেখা হবে সেটা দূর্ঘটনাবশঃত কোন বিষয় নয়। আপাতদৃষ্টিতে এটা জীবনের স্বাভাবিক অংশ মনে হলেও, সত্যিকার অর্থে জীবনের এটাই অনেক গুরুত্বপূর্ন বিষয়।
আপনার জীবনে শেষ পর্যন্ত যেখানে পৌছাতে হবে, সেই লক্ষ্যে পৌছে দেয়ার অংশ হিসেবেই আপনার পরিস্থিতি এবং অবস্থান হিসেব করে, আপনার জীবনে মানুষের আসা-যাওয়া প্রকৃতি নির্ধারন করে। মনে রাখবেন, আপনি যে অবস্থায় বা পরিস্থিতির মধ্যে থাকবেন, আপনার ডেস্টিনেশেনে আপনাকে পৌছে দেয়ার জন্যই সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আমাদের জীবনে অনেক মানুষের আসা-যাওয়া থাকে। তারা আমাদের জীবনে আসে সঠিক বিষয়গুলোকে অনুধাবন করানোর জন্য এবং চেইন রিঅ্যাকশনের মাধ্যমে সঠিক বিষয়টিকে ঘটানোর জন্য। সিনক্রোনাইসটিক কানেকশন ভিন্ন ভিন্ন ফর্মে আমাদের জীবনে আসে।
নিচে আপনি দেখতে পাবেন ৬ ধরনের কমন মানুষ আমাদের জীবনে আসেঃ
১. যারা আপনাকে স্মরণ করিয়ে দিতে আসে-
এ মানুষগুলো আসে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ন বিষয় কে মনে করিয়ে দেয়ার জন্যে। তারা আপনার থেকে তথ্য নিয়ে আপনার সম্পর্কে জানবে এবং আপনাকে সেগুলো আরো ভালভাবে বুঝতে সাহায্য করবে। এ মানুষগুলো আপনার জীবনে দীর্ঘস্থায়ী ভাবে থাকুক অথবা না থাকুক, সারাজীবন তারা আপনার আত্মার অংশ হয়ে থাকবে।
২. যারা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে-
এ মানুষগুলো আপনার আত্মার শিক্ষক। এরা আপনাকে কে আরো পরিপূর্ণ ভাবে আপনার খারাপ অংশগুলো দূর করে আরো ভালো হয়ে উঠতে সাহায্য করে। সময়ের প্রয়োজনেই তারা আপনার জীবনে আসে, তারা আপনাকে জানতে শিখাবে আপনি আসলে কেমন এবং আপনার আসলে কেমন হওয়া উচিত।
৩. যারা আপনার জীবনে থাকতে আসে-
এ ধরনের মানুষগুলো আপনার জীবনের অংশ হিসেবে সারাজীবন থাকার জন্যেই আসে। তারা হলো আপনার সাপোর্ট সিস্টেম, আপনার প্রয়োজনে এদেরকে সবসময়েই পাশে পাবেন। সময়ের সাথে সাথে এ ধরনের মানুষগুলোর সাথে আপনার বন্ডিং আরো শক্ত হবে, যা আপনি পরিচয়ের শুরুতে ভাবতে পারেননি।
৪. এরা আপনাকে জাগিয়ে দিতে আসে-
এ মানুষগুলো জীবনে আসবে আপনাকে বাস্তবতা মনে করিয়ে দেয়ার জন্য। এরা এমন মানুষ, যাদের কাছ থেকে আপনি অনেক কিছু শিখবেন কিন্তু পরবর্তীতে মনে হবে, জীবনে এদের সাথে দেখা না হলেই ভালো হতো। জীবনের শিক্ষা গ্রহনের ক্ষেত্রে ভালো এবং মন্দ দুটো থেকেই আপনি শিখবেন, যা আপনাকে আরো পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে। এ মহাবিশ্ব জানে আপনি কোন বিষয়টি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং কোনটি পারবেন না।
৫. স্বল্প সময়ের জন্যে যারা আসে-
এ ধরনের মানুষগুলোর সাথে অল্প সময়ের জন্য আপনার চলার পথে দেখা হবে। এ মানুষগুলো অল্প সময়ের জন্য আপনার জীবনে এলেও, এরা পাশে থাকলে আপনার এ পৃথিবীতে নিজেকে একা মনে হবে না। এ মানুষগুলোর সাথে খুব অল্প কিছু বাক্যবিনিময় হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে রেখে যাবে।
৬. যারা আসেই চলে যাওয়ার জন্যে-
এরাও আপনার জীবনে দীর্ঘসময় থাকবে না। এ মানুষগুলো আপনার জীবনে আসবে, আপনার জীবনে নতুন কিছু তাদের কাছ থেকে শিখবেন এবং ভালো কিছু শিখবেন। এ মানুষগুলো আপনার জীবনে আসবে, আপনি তাদের প্রেমে পড়বেন এবং তারা আপনার হৃদয় ভেঙে চলে যাবে।
আপনার জীবনে ৬ ধরনের মানুষগুলোর কথা ভাবলে, কোন কোন ধরনের মানুষের দেখা এখন পর্যন্ত আপনি পেয়েছেন, আমাদের সাথে শেয়ার করুন।
ছবিঃ সংগৃহীত
 
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                                                                                         
                            
                     
                        
                         
                        
                         
                        
                         
                        
                        