কান উৎসবে দীপিকা

কান উৎসবে দীপিকা

কান চলচ্চিত্র উৎসব মানেই লালগালিচায় বিশ্বের নন্দিত তারকাদের বাহারি সাজের আনাগোনা। তার ব্যতিক্রম হচ্ছে না এবারে ৭১তম উৎসবেও।

উৎসবের লালগালিচা বেশ ক’বছর ধরে বলিউড তারকারা মাড়িয়ে আসছেন। সে তালিকায় দীপিকা পাডুকোন অন্যতম। এবারের লালগালিচায় রঙ্গিলা এক দীপিকাকে দেখতে পেলেন দর্শক। গায়ে গাঢ় গোলাপি গাউন জড়িয়ে ফরাসি উপকূল মাতালেন দোহারা গড়নের এ নায়িকা।

তার বাহারি সাজে লালগালিচার ওপর নজর রাখা সব ক্যামেরার ফ্লাশই যেন কিছু সময়ের জন্য আটকে গেল। লাল রঙের যে বাহারি ডিজাইনের পোশাকটি দীপিকা পরেছেন সেটির ডিজাইনার লন্ডনের অশি স্টুডিও।

কানে যে হীরের দুলগুলো পরেছেন সেটি আমেরিকান ডিজাইনার লরেইন রশায়ার্ৎজের বানানো। দীপিকাকে সাজিয়েছেন শালিনা নাথানি। এতো গেল দীপিকার লালগালিচায় পা মাড়ানোর কথা।

তার আগে আরও তিনটি পোশাক পরে লরিয়েলের প্রচারণায় অংশ নেন এ নায়িকা। উৎসবের শুরুতে গায়ে জড়ান অ্যান্থনি থমাস মেলিলোর ডিজাইন করা নীল জিন্স ও সাদা টিশার্ট। জুতা ছিল রজার ভিভিয়ারের। এরপর নিউইয়র্কের ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া হেইসের গাঢ় বেগুনি স্যুট পরেছেন তিনি। ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার আলবার্তা ফেরেত্তির মেটালিক গোল্ড গাউনেও দেখা গেছে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে।

প্রতিবারের মতো এবারও কানে দীপিকা বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।

 

সূত্রঃ দৈনিক যুগান্তর

ছবিঃ দৈনিক যুগান্তর